asia-cup-wasim-akram-on-ind-v-pak-game

আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের (Asia Cup 2025) আসরে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ক্রিকেটের এল-ক্লাসিকো ঘিরে ওয়াঘা সীমান্তের দুই পাড়ে বরাবরই দেখা যায় উত্তেজনা। কিন্তু এবার পরিস্থিতি খানিক আলাদা। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহলগামে ঘটে যাওয়া জঙ্গী হামলা ও তদ্‌পরবর্তী ভারত-পাক সীমান্ত সংঘর্ষের ফলে ক্রিকেটের সঙ্গে জুড়ে গিয়েছে রাজনীতির রং-ও। পাকিস্তানের বিরুদ্ধে ভারত মাঠে নামুক, তা চান না দেশের সিংহভাগ ক্রিকেটপ্রেমী। সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছে ক্ষোভের ঢেউ। ম্যাচ বয়কটের আর্জি জানিয়ে সরব হয়েছেন রাজনীতিবিদ্‌রাও। পরিস্থিতি এতটাই জটিল যে বাধ্য হয়ে বিজ্ঞপ্তি জারি করতে হয়েছে কেন্দ্রীয় সরকার। দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা থাকলেও বহুদলীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে টিম ইন্ডিয়াকে যে বারণ করা হবে না, তা জানিয়েছে তারা।

Read More: “চক্রান্ত চলছে..”, রোহিত শর্মাকে সতর্ক করে বিস্ফোরক গোপন তথ্য প্রকাশ করলেন মনোজ তেওয়ারি !!

‘ফেভারিট’ কে? জানালেন আক্রম-

Wasim Akram Comments on Asia Cup's IND vs PAK Match | Image: Getty Images
Wasim Akram Comments on Asia Cup’s IND vs PAK Match | Image: Getty Images

গত বছর টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। তারপর শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধেও সহজে জিতেছে দ্বিপাক্ষিক সিরিজ। পক্ষান্তরে পাকিস্তানের ফর্ম বিশেষ ভালো নয়। কুড়ি-বিশের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিলো তাদের। এরপর বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজেও তাদের দেখা গিয়েছে বেশ বেকায়দায়, এমতাবস্থায় এশিয়া কাপের (Asia Cup 2025) ‘এল-ক্লাসিকো’তে ফর্মের বিচারে টিম ইন্ডিয়াই যে এগিয়ে, তা মেনে নিচ্ছেন পেস কিংবদন্তি ওয়াসিম আক্রম (Wasim Akram)। টেলিকম স্পোর্টস এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমি নিশ্চিত অন্যান্য ভারত-পাক ম্যাচের মতই এই ম্যাচগুলো চিত্তাকর্ষক হবে।” “… ভারত অপেক্ষাকৃত ভালো ছন্দে রয়েছে সাম্প্রতিক কালে এবং ওরাই ‘ফেভারিট’ হিসেবে শুরু করবে। কিন্তু ম্যাচের দিন যে পক্ষ ভালোভাবে চাপ সামলাতে পারবে, জিতবে তারাই,” সংযোজন তাঁর।

পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম মুখোমুখি ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে উত্তেজনা যে তুঙ্গে থাকবে তা অনুমান করাই যায়। সেই জোয়ারে গা ভাসিয়ে বেফাঁস কোনো মন্তব্য বা বিতর্কিত কর্মকাণ্ড যেন করে না বসেই দুই দলের সমর্থক বা ক্রিকেটাররা, পরামর্শ আক্রমের (Wasim Akram)। তিনি জানিয়েছেন, “আমি আশা রাখব দুই দেশের খেলোয়াড়রাই শৃঙ্খলাবদ্ধ থাকবেন এবং সীমা পেরোবেন না। যদি ভারতীয়রা যেমন দেশপ্রেমিক হন, ওনারা যেমন নিজেদের দেশের জয় চান, তেমনই পাকিস্তানীরাও ঠিক তাই চান।” আক্রম শালীনতা, সৌহার্দ্যের কথা বললেও পিসিবি প্রধান মহসীন নকভি কিন্তু সুর চড়িয়েছেন ভারত ও বিসিসিআই-এর বিরুদ্ধে। টিম ইন্ডিয়ার প্রতি কোনো রকম নরম মনোভাব নয় বরং কথা হবে চোখে চোখ রেখে, লাহোরে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিনি।

সমালোচনা অহেতুক, মনে করেন গাওস্কর-

Sunil Gavaskar | Image: Getty Images
Sunil Gavaskar | Image: Getty Images

টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ (Asia Cup 2025) খেলার ছাড়পত্র দিয়েছে বিসিসিআই। কিন্তু তারপরেও নেভে নি ক্ষোভের আগুন। সিদ্ধান্তের বিরোধিতা করে সরব হয়েছেন অনেকেই। তাঁরা বোর্ডের পাশাপাশি নিশানা করেছেন ক্রিকেটারদের। কঠিন পরিস্থিতিতে সূর্যকুমার-শুভমান গিলদের পাশে দাঁড়িয়েছে প্রাক্তনী সুনীল গাওস্কর। তিনি বলেছেন, “সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তারপর ক্রিকেটারদের সমালোচনা করার কি যুক্তি থাকতে পারে তা আমি জানি না। কারণ দিনের শেষে খেলোয়াড়রা বিসিসিআই-এর সাথে চুক্তিবদ্ধ আর তারা ভারত সরকারের নির্দেশ মেনে চলে। তার উপরেই গোটাটা নির্ভরশীল। খেলোয়াড়রা এক্ষেত্রে অসহায়। ওদের এশিয়া কাপ খেলার জন্য বেছে নেওয়া হয়েছে। সরকার যদি বলে ‘তোমাদের খেলতে হবে,’ তাহলে ওদের গিয়ে খেলতে হবে। আর যদি বলে, ‘খেলতে হবে না,’ তাহলে বিসিসিআই সেইমত ব্যবস্থা নেবে।”

Also Read: শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট বিশ্বজয়ী অধিনায়কের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *