শেষ মুহূর্তে এশিয়া কাপ থেকে ছিটকে যাচ্ছেন KL রাহুল, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য !! 1

৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের এশিয়া কাপ (Asia Cup 2023)। দীর্ঘ টালবাহানা, ভারত-পাক কথার যুদ্ধ পেরিয়ে অবশেষে দিনের আলো দেখতে চলেছে প্রতিযোগিতা। যুগ্ম আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। টুর্নামেন্টের চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি নয়টি হবে শ্রীলঙ্কায়। নিজেদের দাবীমত পাকিস্তানে অবশ্য যাচ্ছে না ভারত। তারা নিজেদের সবকটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এশিয়া কাপের জন্য নিজেদের সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করে দিলেও ধীরে চলো নীতি নিয়েছে ভারত। তারা এখনও সেরা টিম কম্বিনেশন খুঁজে নেওয়ার চেষ্টায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল নিয়ে রীতিমত পরীক্ষানিরীক্ষাও করতে দেখা গিয়েছে কোচ দ্রাবিড়কে (Rahul Dravid)। দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট-আঘাত সমস্যায় ভুগছেন। ফলত অপেক্ষা করা ছাড়া উপায় নেই টিম ইন্ডিয়ার।

এশিয়া কাপে (Asia Cup 2023) দলের উইকেটরক্ষক-ব্যাটার কে এল রাহুল (KL Rahul) মাঠে নামবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। আইপিএল খেলার সময় বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হিপ ফ্লেক্সর পেশীতে আঘাত পান রাহুল। এরপর আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখা যায় নি তাঁকে। লন্ডনে অস্ত্রোপচার করান তিনি। ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে রাহুল ১৮ ম্যাচে ৯৯.৩৩ স্ট্রাইক রেটে ৭৯২ রান করেছেন পাঁচ নম্বরে খেলে। ব্যাটিং গড় ৫৩। তাঁর অবর্তমানে বেশ কয়েকজনকে এই পজিশনে সুযোগ দেওয়া হলেও থিতু হন নি কেউই। পাশাপাশি রাহুল (Kl Rahul) উইকেটকিপিং করায় একজন অতিরিক্ত ব্যাটার বা বোলার খেলানোর সুযোগও থাকে দলের। তাই এশিয়া কাপে তাঁর চাইছেন কোচ দ্রাবিড়। আদৌ মাঠে নামার জিন্য সবুজ সংকেত তিনি পান কিনা তা অবশ্য ঠিক করবেন নির্বাচকেরা।

Read More: নেতৃত্ব হারানোর ফলে ক্ষুব্ধ নীতিশ রানা, আগামী মরসুমে ছাড়তে চলেছেন দল !!

রাহুলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে-

KL Rahul | asia cup 2023 | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

দিন কয়েক আগে চোট পাওয়া ক্রিকেটারদের স্বাস্থ্য সম্পর্কে এক বিজ্ঞপ্তি জারি করেছিলো বিসিসিআই। ঋষভ পন্থ (Rishabh Pant), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) পাশাপাশি সেই বিজ্ঞপ্তিতে রাহুলের সর্বশেষ ফিটনেস আপডেটও পাওয়া গিয়েছিলো। বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছিলো যে অস্ত্রোপচারের পর সঠিক পথেই এগোচ্ছে রাহুলের (KL Rahul) রিহ্যাব। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) তত্ত্বাবধানে মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন তিনি। ফিটনেস অনুশীলনের পাশাপাশি নেটে ব্যাটিং-ও করছেন রাহুল। জানানো হয়েছিলো এমনটা। দস্তানা হাতে তাঁর উইকেটকিপিং অনুশীলনের ছবিও ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। তবে কবে তিনি পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠবেন তা জানানো হয় নি।

আয়ারল্যান্ড সিরিজের জন্য যে দল ঘোষিত হয়েছিলো,সেখানে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) থাকলেও নাম ছিলো না কে এল রাহুলের। ২৩ তারিখ আইরিশদের বিরুদ্ধে তৃতীয় টি-২০ খেলবে ভারত। আর তার ঠিক সাত দিনের মাথায় অর্থাৎ ৩০ অগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2023)। তার আগে আদৌ ফিট হবেন রাহুল? নাকি উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ঈশান কিষণ (Ishan Kishan) এবং সঞ্জু স্যামসনের (Sanju Samson) মধ্যেই কাউকে বেছে নিতে হবে ভারতীয় দলকে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো ক্রিকেটমহলের অন্দরে। শেষমেশ জানা গিয়েছে যে রাহুলের মাঠে ফেরার জন্য শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করতে প্রস্তুত বিসিসিআই। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর আগামী ১৮ তারিখ অর্থাৎ শুক্রবার একটি ফিটনেস টেস্ট নেওয়া হবে তাঁর। পাস করলে রাহুলকে রাখা হতে পারে এশিয়া কাপের (Asia Cup 2023) দলে।

Also Read: WI vs IND: সিরিজ জয়ের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া টিম ইন্ডিয়া, ক্যারিবিয়ান বধের জন্য তৈরি এই ভয়ঙ্কর ছক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *