Asia Cup 2023: এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই ঘিরে উত্তেজনায় কাঁপছে ক্রিকেটদুনিয়া। ২০১৯ বিশ্বকাপের প্রায় চার বছর পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সম্মুখসমরে দুই দেশ। একে অন্যকে সূচাগ্র মেদিনী ছাড়তে যে রাজী নয় কোনো পক্ষই, তা স্পষ্ট হয়ে গিয়েছে আজকের ম্যাচ থেকেই। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মেঘলা আবহাওয়া থাকা সত্ত্বেও প্রথমে ব্যাটিং বেছে নেওয়ার সাহস দেখিয়েছিলেন তিনি। ফাটকা অবশ্য কাজে লাগে নি। শাহীন শাহ আফ্রিদি এবং হারিস রউফের আগুনে বোলিং-এর সুবাদে দশ ওভারের মধ্যে রোহিত, কোহলি এবং শ্রেয়স আইয়ারকে হারিয়ে রীতিমত ধুঁকছিলো টিম ইন্ডিয়া।
কে এল রাহুল না থাকায় পাঁচ নম্বরে কে খেলবেন আজ তা নিয়ে জল্পনা ছিলো। ভারতের যে একাদশ প্রকাশিত হয়েছিলো ম্যাচ শুরুর আগে তাতে শ্রেয়স আইয়ারকে দেখা গিয়েছিলো পাঁচে। কিন্তু পছন্দের চার নম্বরেই খেলেন শ্রেয়স। রান পান নি তিনি। অনভ্যস্ত পজিশনে বরং ভারত আজ খেলালো ঈশান কিষণকে। কিন্তু তাতে চাপে পড়েন নি ঈশান। প্রথমে শুভমান গিল এবং পরে হার্দিক পান্ডিয়াকে সাথে নিয়ে খাদের কিনার থেকে দলকে টেনে তুললেন তিনি। করলেন দুর্দান্ত অর্ধশতক। হার্দিকের সাথে পঞ্চম উইকেটের পার্টনারশিপে ১৩৭ রান জুড়লেন তিনি। অবশেষে ৩৮তম ওভারে হারিস রউফের বলে বড় শট মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। ধরা পড়েন বাবর আজমের হাতে। ৯টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৮১ বলে ৮২ রানের চোখধাঁধানো ইনিংস খেললেন তিনি।
দেখে নিন ঈশানের উইকেটের ভিডিও’টি-
LOVED THIS FROM RAUFFF🔥🔥.#HarisRauf #PAKvIND #INDvPAK #INDvsPAK pic.twitter.com/iFMh5Bvxl1
— Daily Pakistan World (@DailyPakistanW) September 2, 2023