আগামী ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ভারত নিজেদের অভিযান শুরু করছে ১০ সেপ্টেম্বর। ১৪ তারিখ দ্বিতীয় ম্যাচটি রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। আর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ১৯ তারিখ। প্রতিপক্ষ ওমান। টি-২০ বিশ্বকাপ জয়ের পর কুড়ি-বিশের ফর্ম্যাটে এই প্রথম বড় কোনো টুর্নামেন্ট খেলতে চলেছে ‘মেন ইন ব্লু।’ স্বাভাবিক কারণেই তাদের থেকে প্রত্যাশা আকাশছোঁয়া। আমিরশাহীর বিমানে কারা জায়গা পাবেন তা নিয়ে গত দুই সপ্তাহ ধরেই কৌতূহল ছিলো ক্রিকেটজনতার। অবশেষে মিটলো তা। মুম্বইতে বিসিসিআই-এর সদর দপ্তরে আজ দুপুরে বৈঠকে বসেছিলেন নির্বাচক কমিটির সদস্যেরা। ছিলেন সচিব দেবজিৎ সইকিয়া ও অধিনায়ক সূর্যকুমার যাদব’ও (Suryakumar Yadav)। ১৫ সদস্যের দল বেছে নিয়েছেন তাঁরা। তরুণদের যেমন জায়গা দেওয়া হয়েছে, তেমনই থাকছেন সুপারস্টারেরাও।
Read More: বাদ শ্রেয়স-যশস্বী, জিতেশ-শুভমান দের এন্ট্রি দিয়ে প্রকাশ্যে ভারতের এশিয়া কাপের স্কোয়াড !!
আলোচনার কেন্দ্রে শুভমানের অন্তর্ভুক্তি-

প্রত্যাশামতই অধিনায়কত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ তিনি। এখনও পর্যন্ত যে কয়টি দ্বিপাক্ষিক সিরিজে নেতৃত্ব দিয়েছেন, একটিতেও হারেন নি তিনি। সেই রেকর্ড বজায় রাখুন এশিয়া কাপেও (Asia Cup 2025), চান অনুরাগীরা। ‘সূর্যের হাত ধরেই ট্রফি আসবে,’ ভবিষ্যদ্বাণী এক নেটিজেনের। সহ-অধিনায়ক কে হন সেদিকে নজর ছিলো। দায়িত্ব হাতছাড়া হয়েছে অক্ষর প্যাটেলের (Axar Patel)। সূর্যের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমান গিল’কে। বিসিসিআই-এর এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ‘অক্ষর দোষটা কি করেছিলো?’ প্রশ্ন তুলেছেন একজন। ‘দলটা ভারতের। শুভমানের নয়। পক্ষপাত যে রয়েছে তা লুকিয়ে রাখার নূন্যতম চেষ্টাও নেই নির্বাচকদের,’ মন্তব্য আরেকজনের। ‘শুভমানকেই যে পরবর্তী অধিনায়ক ভাবা হচ্ছে তা চোখে আঙুল দিয়ে দেখানো হলো,’ লিখেছেন অন্য এক নেট নাগরিক।
সঞ্জু স্যামসন (Sanju Samson) ও অভিষেক যাদব-কুড়ি-বিশের ফর্ম্যাটে ভারতের অন্যতম সফল ওপেনিং জুটিকে এশিয়া কাপে (Asia Cup 2025) ধরে রেখেছে বিসিসিআই। রয়েছেন তিলক বর্মা’ও। ‘প্রাপ্য সুযোগ পেয়েছে ওরা। গত কয়েক মাসে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে এসেছে বাইশ গজে,’ মন্তব্য করেছেন এক ক্রিকেটপ্রেমী। তবে শুভমানও স্কোয়াডে থাকায় ব্যাটিং অর্ডার কি হবে তা নিয়ে সংশয়ে অনেকেই। ‘ফিনিশার’ হিসেবে রাখা হয়েছে রিঙ্কু সিং-কে (Rinku Singh)। ‘ফর্মে ফেরার সেরা সুযোগ ওর জন্য,’ মন্তব্য এক অনুরাগীর। গম্ভীরের স্কোয়াডে অলরাউন্ডাররা যে বাড়তি গুরুত্ব পাবেন তা জানাই ছিলো। অক্ষর-হার্দিকের সাথে ডাক পেয়েছেন শিবম দুবে’ও (Shivam Dube)। ‘লোয়ার মিডল অর্ডারে ভারসাম্য রাখার ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নিয়েছে বোর্ড,’ এক ক্রিকেটপ্রেমীর বিশ্লেষণ ট্যুইটারের দেওয়ালে। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ধ্রুব জুরেল নয় বরং জায়গা পেয়েছেন জিতেশ শর্মা।
খেলবেন বুমরাহ’ও, শোরগোল নেটমাধ্যমে-

চমক বোলিং বিভাগেও। দীর্ঘ টালবাহানার পর এশিয়া কাপে (Asia Cup 2025) দেখা যাবে জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। ‘এক ইঞ্চি জমি ছাড়তেও ভারত যে রাজী নয় তা স্পষ্ট বুমরাহকে স্কোয়াডে রাখা থেকেই,’ লিখেছেন একজন। ‘ইংল্যান্ডে পাঁচটা টেস্ট খেলেন নি বুমরাহ। আশা রাখব এশিয়া কাপে সবক’টি ম্যাচ খেলবেন,’ মন্তব্য অন্য এক নেটিজেনের। আর্শদীপ সিং-এর সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন নেই। তবে হর্ষিত রাণা’কে শুনতে হয়েছে কটাক্ষ। ‘গম্ভীরের পছন্দেই দলে সুযোগ পেয়েছে দিল্লীর পেসার,’ আক্রমণ উড়ে এসেছে তাঁর দিকে। সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে স্পিন সহায়ক পিচ দেখা যেতে পারে। গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। ভারতের বোলিং বিভাগ মন ভরিয়েছে নেটনাগরিকদের। ‘সাদা বলের ক্রিকেটে এটা হয়ত ভারতের সেরা বোলিং আক্রমণ এই মুহূর্তে। জয়ের আশা করাই যায়,’ লিখেছেন এক টিম ইন্ডিয়া ভক্ত।
দেখে নিন ট্যুইট চিত্র-
Well Played BCCI. https://t.co/mOrT0zEqoG
— abhay singh (@abhaysingh_13) August 19, 2025
No Jaiswal, Siraj and Iyer ?
— Solguru (@SolguruNFT) August 19, 2025
Jaiswal, hard luck, Also BCCI is well on course of Gill the all format captain.
— Mr. Athar not Ali Khan 🇮🇳🏏 (@cricdrugs) August 19, 2025
Why didn’t include shreyas and jaiswal😔#AsiaCup #AsiaCup2025
— Suresh (@Suresh199104) August 19, 2025
Bumrah should have been VC
WHY SG, who doesn’t fit in playing XI
— Statistics of Cricket (@onlycricstats) August 19, 2025
So Abhishek or Sanju in bench
— Cine Glam (@CineGlam1) August 19, 2025
Ohhh @BCCI agar thodiii bahut sarm bachii ho to Ind vs pak match boycott kardena… ❌❌
— 𝐂𝐚𝐫𝐩𝐞𝐝𝐢𝐞𝐦 (@the_carpdiem1) August 19, 2025
Ind vs pak match nhi hona chahiye ❌❌@BCCI yaad rkhna ye baat..,🤬
— 𝐂𝐚𝐫𝐩𝐞𝐝𝐢𝐞𝐦 (@the_carpdiem1) August 19, 2025
where is Siraj ?
What did he get after working so hard? He dropped out
This is very wrong with Siraj bhai 🥹🥹— Limitless Mindset (@limitles_mind) August 19, 2025
Why Gill is VC,,, Axar me kya kami thi,,,, choor hai sab BCCI wale
— Mahfooz IND (@mahfoozali1) August 19, 2025
Shameful, why are we still taking part of this and playing with Pak- please clarify asap!
— Avengers (@Stark2Avenger) August 19, 2025
WHY YOU WANT TO PLAY WITH PAKISTAN @grok WHY BCCI WANT INDIA PAKISTAN MATCH
— KP (@kripanth) August 19, 2025
Siraj jisne jeetaya England main , usko hataya , kya hi bole
— Surbhi (@SurrbhiM) August 19, 2025
You got blood on your hands for playing a country that kills our soldiers and citizens. The Asia cup is organised by a Pak minister who threatened to nuke India. Shameless.
— Krishna Anand (@KrishnaAnand_) August 19, 2025