“সামান্য লজ্জাও নেই…” স্কোয়াড ঘোষণার দিনেও চর্চায় ভারত-পাক ম্যাচ, বোর্ডের বিরুদ্ধে সোচ্চার নেটজনতা !! 1

প্রকাশ্যে টিম ইন্ডিয়ার এশিয়া কাপ (Asia Cup 2025) স্কোয়াড। আজ মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে ১৫ সদস্যের নাম ঘোষণা করেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। প্রত্যাশামতই সহ-অধিনায়কত্ব পেয়েছেন শুভমান গিল। দলে রয়েছেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে’র মত সিনিয়রেরা। চোট জল্পনা উড়িয়ে দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ’ও (Jasprit Bumrah)। তাঁর সঙ্গে পেস বিভাগে দেখা যাবে হর্ষিত রাণা, আর্শদীপ সিং-দের। ইংল্যান্ডে টেস্ট সিরিজে ভারতীয় দলকে সাফল্য এনে দিলেও এশিয়া কাপের দলে জায়গা হয় নি মহম্মদ সিরাজের। এমনকি যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগদেরও ঠাঁই হয়েছে স্ট্যান্ড বাইয়ের তালিকায়। তবে স্কোয়াড ঘোষণার পরে ক্রিকেটাররা নয়, বরং নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে ভারতীয় বোর্ড। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার সিদ্ধান্ত এখনও মেনে নিতে পারছেন না নেটিজেনেরা।

Read More: ঘরের মাঠে বিশ্বজয়ের স্বপ্ন ভারতের মেয়েদের, ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বিসিসিআই !!

বোর্ডের বিরুদ্ধে সরব নেটদুনিয়া-

BCCI Announced Asia cup 2025 Squad on Tuesday | Image: Twitter
BCCI Announced Asia cup 2025 Squad on Tuesday | Image: Twitter

গত এপ্রিল মাসের ২২ তারিখ কাশ্মীরের পহলগামে পাক-মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। এই ভয়াবহ ঘটনার প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় সেনাবাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত ৯টি জঙ্গিঘাঁটি। ১০ মে অবধি সংঘর্ষ চলেছিলো দুই দেশের সামরিক বাহিনীর মধ্যেও। এরপর কূটনৈতিক ভাবে পাকিস্তানকে সম্পূর্ণরূপে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। স্থগিত রাখা হয়েছে সিন্ধু জলচুক্তি। ভারতে থাকা পাক নাগরিকদেরও ফিরে যেতে বাধ্য করা হয়েছে। এমতাবস্থায় এশিয়া কাপেও (Asia Cup 2025) পাকিস্তানকে বয়কট করবে ‘মেন ইন ব্লু,’ অনুমান ছিলো ক্রিকেটজনতার। কিন্তু তেমন কিছুই ঘটে নি। পড়শি দেশের সাথে এক গ্রুপে থাকা নিয়েও আপত্তি তোলে নি বিসিসিআই, যা তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে জনমানসে।

আজ স্কোয়াড ঘোষিত হওয়ার পরেও বিসিসিআই-কে ট্যাগ করে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। উঠেছে এশিয়া কাপ (Asia Cup 2025) বয়কটের দাবী। ‘দেশের প্রতি, পহলগাম হত্যাকাণ্ডে প্রাণ হারানো নাগরিকদের স্মৃতির প্রতি এতটুকু সম্মান থাকলে পাকিস্তান ম্যাচ যেন না খেলে টিম ইন্ডিয়া,’ সুর চড়িয়েছেন এক নেটিজেন। ‘অতীতে আমরা এশিয়া কাপ বয়কট করেছি। এবার না করার কী কারণ?’ প্রশ্ন তুলেছেন আরও একজন। ‘এসিসি’র চাপের কাছে নতিস্বীকার করে এশিয়া কাপ খেলছে ভারত। বিসিসিআই আদতে কাগুজে বাধ,’ মন্তব্য অন্য এক ক্রিকেটপ্রেমীর। ‘আপনারা মাঠে নামবেন কোন মুখে? নূন্যতম লজ্জাটুকু থাকলেও এই ম্যাচ খেলবেন না,’ ক্রিকেটারদের কাছে আর্জি আরও এক নেটনাগরিকের। ‘দেশের সম্মানের আগে অর্থ? চিন্তাও করতে পারি না,’ হতাশা ব্যক্ত করেছেন টিম ইন্ডিয়ার অন্য এক সমর্থক’ও।

ভারত-পাক ম্যাচ নিয়ে ‘চুপ’ BCCI-

Suryakumar Yadav and Ajit Agarkar | Image: Twitter
Suryakumar Yadav and Ajit Agarkar Announce Asia Cup Squad | Image: Twitter

বহুদলীয় টুর্নামেন্ট হওয়ায় টিম ইন্ডিয়ার পক্ষে পাকিস্তানকে বয়কট করা সম্ভব নয়, অতীতে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তি সাজিয়েছিলেন বিসিসিআই কর্তারা। তাতে যদিও চিঁড়ে ভেজে নি। আজ সাংবাদিক সম্মেলনে স্বাভাবিক কারণেই উঠেছিলো আগামী ১৪ সেপ্টেম্বরের ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ প্রসঙ্গ। মুখ্য নির্বাচক অজিত আগরকার উত্তর দেওয়ার আগেই তাঁকে থামিয়ে দেন এক বোর্ড প্রতিনিধি। হাত নেড়ে তাঁকে উত্তর দিতে বারণ করেন তিনি। কিন্তু ভারতীয় বোর্ডের এই নিস্তব্ধতা সমর্থকেরা যে ভালো চোখে দেখছেন না তার প্রমাণ মিলেছে সোশ্যাল মিডিয়াতে। এখনও প্রায় এক মাস বাকি রয়েছে ম্যাচের। আগামীতে এই উত্তাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। WCL-এ দুইবার পাক প্রাক্তনীদের বিরুদ্ধে খেলতে অসম্মত হয়েছিলেন ভারতীয় প্রাক্তনীরা। এশিয়া কাপে (Asia Cup 2025) শেষমেশ কি হয় সেদিকে তাকিয়ে সকলে।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: “টিম ইন্ডিয়া নাকি টিম শুভমান ?” ঘোষিত এশিয়া কাপের স্কোয়াড, তুমুল হইচই নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *