পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর এশিয়া কাপ (Asia Cup 2025) নিয়ে দেখা গিয়েছিলো অনিশ্চয়তা। ভারত ও পাকিস্তান আদৌ ক্রিকেট মাঠে একে অপরের বিরুদ্ধে নামবে কিনা তা নিয়ে দ্বিধায় ছিলো ক্রিকেটমহল। কিন্তু শেষমেশ বহু জটিলতা পেরিয়ে সবুজ সংকেত মিলেছে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ (Asia Cup 2025) শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর অবধি। গ্রুপ-এ’তে রয়েছে ভারত। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে অভিযান শুরু করবে তারা। এছাড়া ১৪ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে পাকিস্তান ও ওমানের বিপক্ষে রয়েছে তাদের বাকি দু’টি গ্রুপ ম্যাচ। স্কোয়াড নির্বাচন নিয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করেছে বোর্ড। সূত্রের খবর চলতি সপ্তাহের শেষেই সামনে আসতে পারে ভারতের প্রাথমিক দল।
Read More: শেষের পথে রোহিত-কোহলি অধ্যায়, ওয়ান ডেতেও তারুণ্যকেই অগ্রাধিকার বিসিসিআই-এর !!
থাকছেন সূর্য, ফিরছেন শুভমান-যশস্বীরা-

ভারতের জার্সি গায়ে এশিয়া কাপে (Asia Cup 2025) কারা মাঠে নামবেন তা নিয়ে চলছে চর্চা। তলপেটের ডান দিকে স্পোর্টস হার্নিয়ার সমস্যায় ভুগছিলেন টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গত জুন মাসের ২৫ তারিখ জার্মানির মিউনিখ শহরে হয়েছিলো অস্ত্রোপচার। টুর্নামেন্টের আগে সুস্থ হবেন কিনা তা নিয়ে ছিলো সংশয়। কিন্তু স্বস্তির খবর মিলেছে সংবাদমাধ্যম সূত্রে। জানা গিয়েছে যে সঠিক পথে এগোচ্ছে তাঁর রিহ্যাব। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ইতিমধ্যেই ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। সম্ভবত সেপ্টেম্বরে এশিয়া কাপে (Asia Cup 2025) তাঁর নেতৃত্বেই মাঠে নামতে চলেছে ‘মেন ইন ব্লু।’ সূর্য ছাড়াও রিঙ্কু সিং, তিলক বর্মা’দের মত তারকারাও তৈরি এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একটি ম্যাচও খেলেন নি আর্শদীপ সিং। টি-২০ ফর্ম্যাটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তিনিও।
সংবাদসংস্থা PTI সূত্রে খবর মিলেছে যে দীর্ঘ বিরতির পর কুড়ি-বিশের ফর্ম্যাটে ফিরতে চলেছেন শুভমান গিল (Shubman Gill), যশস্বী জয়সওয়ালরা। গত বছর অগস্টে শেষবার টি-২০তে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন দুই তরুণ তুর্কি। এরপর বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় ক্ষুদ্রতম ফর্ম্যাটে আর খেলানো হয় নি তাঁদের। কিন্তু আটদলীয় মেগা টুর্নামেন্টের প্রাথমিক স্কোয়াডে জায়গা হতে পারে দু’জনেরই। এই বছরের আইপিএলে নজর কেড়েছেন তামিলনাড়ুর সাই সুদর্শন (Sai Sudharsan)। ৭৫৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি জিতেছেন তিনি। সেই পারফর্ম্যান্সের পুরস্কার পেতে পারেন তিনিও। জায়গা করে নিতে পারেন এশিয়া কাপের (Asia Cup 2025) দলে। এছাড়া জিতেশ শর্মা, সঞ্জু স্যামস্নদের দেখা যেতে পারে স্কোয়াডে। আইপিএলের পারফর্ম্যান্সের সৌজন্যে ডাক পেতে পারেন ক্রুণাল পান্ডিয়াও।
নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা নেই হার্দিকের-

রোহিত শর্মা অধিনায়ক থাকাকালীন ভারতীয় টি-২০ দলের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। হিটম্যানের অনুপস্থিতিতে বেশ কিছু সিরিজে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ২০২৪-এর কুড়ি-বিশের বিশ্বকাপের পর অনেকেই মনে করেছিলেন যে স্থায়ী অধিনায়ক হতে চলেছেন তারকা অলরাউন্ডার। কিন্তু শেষমেশ তা হয় নি। কোচ গম্ভীর ও মুখ্য নির্বাচক অজিত আগরকার নেতৃত্বের ব্যাটন সঁপে দিয়েছিলেন সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে। এশিয়া কাপে সূর্যের খেলা নিয়ে সংশয় দেখা দেওয়ায় অনেকেই ভেবেছিলেন যে নেতৃত্ব প্রশ্নে আরও একবার হার্দিকের শরণাপন্ন হবে ভারতীয় দল। কিন্তু ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’ সুস্থ হয়ে ওঠায় সেই সম্ভাবনা রইলো না আর। গত বছর সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়েছে শুভমানকে। তিনিও যেহেতু স্কোয়াডে থাকবেন সেহেতু সূর্যের ডেপুটি হিসেবেও দায়িত্ব যে হার্দিক পাচ্ছেন না তা বলাই যায়।