Asia Cup 2025: পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর আদৌ এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজন করা যাবে কিনা তা নিয়েই একটা সময় দেখা গিয়েছিলো প্রশ্নচিহ্ন। ক্রিকেটের বাইশ গজে পাকিস্তান’কে বয়কট করতে পারে টিম ইন্ডিয়া, অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। জল্পনা আরও বেড়েছিলো লেজেন্ডস লীগের খেলায় পড়শি দেশের প্রাক্তনীদের বিরুদ্ধে হরভজন সিং, ইরফান পাঠান, সুরেশ রায়নারা খেলতে রাজী না হওয়ায়। শেষমেশ অবশ্য বয়কটের পথে হাঁটে নি বিসিসিআই। এশিয়া কাপে (Asia Cup 2025) একই গ্রুপে রাখা হয়েছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে। ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা তাদের। এমনিতেই ভারত-পাক (IND vs PAK) ম্যাচ ঘিরে তুঙ্গে থাকে উত্তেজনা। এবার রাজনৈতিক কারণে আরও বেড়েছে ম্যাচের উত্তাপ। আনুষ্ঠানিক ভাবে টিকিট বিক্রি শুরু হয় নি এখনও। কিন্তু ইতিমধ্যেই আকাশ ছুঁয়েছে দর।
Read More: এশিয়া কাপে ভারতের গলার কাঁটা হবে এই ৪ পাকিস্তানি তারকা, ভয়ে কাঁপছে ব্লু ব্রিগেড !!
টিকিট নিয়ে চলছে দেদার দুর্নীতি-

জঙ্গীহানার মাসখানেকের মধ্যে ভারত, পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলতে রাজী হওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে দেশে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জাহির করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ। বিষয়টি নিয়ে হইচই হয়েছে দেশের সংসদেও। শেষমেশ এক বিজ্ঞপ্তি জারি করে ম্যাচ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা থাকলেও এশিয়া কাপের (Asia Cup 2025) মত বহুদলীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া, জানিয়ে দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। তাতেও অবশ্য সম্পূর্ণ চাপা পড়ে নি বিক্ষোভের আগুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা চতুর্বেদীর মত বিরোধী সাংসদেরা চাপ বাড়িয়েছেন সরকারের উপর। ভারতে যখন ম্যাচ ঘিরে প্রতিবাদের আগুন জ্বলছে, তখন দুবাইতে কিন্তু ছবিটা সম্পূর্ণ আলাদা। টিকিটের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন বহু মানুষ।
এখনও আনুষ্ঠানিক ভাবে টিকিট বিক্রিই শুরু করে নি এমিরেটস ক্রিকেট বোর্ড (ECB)। কিন্তু থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটগুলিতে দেদার বিকোচ্ছে ভারত-পাক ম্যাচের প্রবেশপত্র। ১৪ তারিখ গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও সুপার ফোর পর্ব ও ফাইনালে ফের সম্মুখসমরে নামতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাই ২১ সেপ্টেম্বরের নক-আউট ম্যাচ ও ২৮ তারিখের খেতাবী যুদ্ধের টিকিটও ইতিমধ্যে জায়গা করে নিয়েছে ওয়েবসাইটগুলিতে। তার দাম ঘোরাফেরা করছে ২৬২৫৬ টাকা (১১০০ দিরহাম) থেকে ১৫.৭৫ লক্ষ টাকার (৬৬০০০ দিরহাম) মধ্যে। ভারত-পাক ছাড়া ভারত বনাম ওমান ম্যাচের টিকিট রয়েছে এই থার্ড পার্টি ওয়েবসাইটগুলিতে। রয়েছে পাকিস্তানের অন্যান্য ম্যাচের টিকিটও। “সরকারী ওয়েবসাইট চালু হলে সেখান থেকে টিকিট কিনুন,” ক্রিকেটপ্রেমীদের সতর্ক করেছেন ইসিবি সিওও শুভাম আহমেদ।
৪ তারিখ দুবাই যাচ্ছে টিম ইন্ডিয়া-

গত ১৯ অগস্ট মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করেছিলেন টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। সেখানেই ঘোষণা করা হয় এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াড। মূল দলে রাখা হয়েছে ১৫ জন’কে। সাথে স্ট্যান্ড-বাই হিসেবে ঘোষিত হয়েছে পাঁচ জনের নাম। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে যে আগামি ৪ঠা সেপ্টেম্বর দুবাই উড়ে যাবেন ক্রিকেটাররা। “৪ঠা সেপ্টেম্বর বিকেলে খেলোয়াড়রা দুবাই পৌঁছবেন। পাঁচ তারিখ আইসিসি অ্যাকাডেমির মাঠে নেট সেশন রাখা হয়েছে,” জানিয়েছেন এক বোর্ড কর্তা। আপাতত শুধুমাত্র মূল স্কোয়াডের সদস্যদেরই নিয়ে যাওয়া হচ্ছে। চোট-আঘাত বা অন্য কোনো সমস্যার কারণে বিকল্পের প্রয়োজন হলে স্ট্যান্ড-বাই তালিকা থেকে কাউকে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে। পক্ষান্তরে সংযুক্ত আরব আমিরশাহীতেই রয়েছে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজ খেলছে তারা।