asia-cup-axar-vice-captain-vs-uae

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। গত বারের ‘চ্যাম্পিয়ন’ ভারত খেতাব রক্ষার অভিযান শুরু করছে ১০ তারিখ। দুবাইয়ের মাঠে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। গ্রুপ পর্বে এরপর পাকিস্তান ও ওমানের বিরুদ্ধেও মাঠে নামবে ‘মেন ইন ব্লু।’ গ্রুপে একমাত্র পাকিস্তান ছাড়া টিম ইন্ডিয়ার দুই প্রতিপক্ষই ধারে ও ভারে তাদের থেকে অনেক পিছিয়ে তাই এশিয়া কাপের (Asia Cup 2025) নক-আউট পর্বের আগে ঐ দুই দলের বিরুদ্ধে একাদশ নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে পারেন কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর আমিরশাহীর বিপক্ষে প্রথম ম্যাচটিতেই বিশ্রাম দেওয়া হতে পারে খোদ অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। এছাড়া আর্শদীপ সিং, হর্ষিত রাণাদের (Harshit Rana) নিয়ে বোলিং আক্রমণ সাজাতে পারে ‘মেন ইন ব্লু।’ বাড়তি বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহকেও।

Read More: নাইট শিবিরের ‘চোখের বালি’ ডোয়েন ব্র্যাভো, আইপিএল শুরুর আগেই হতে পারেন ছাঁটাই !!

সহ-অধিনায়কত্ব করবেন অক্ষর-

Suryakumar Yadav and Axar Patel | Asia Cup 2025 | Image: Getty Images
Suryakumar Yadav and Axar Patel | Image: Getty Images

গত জানুয়ারি মাসে ভারতীয় টি-২০ দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র একটি সিরিজে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন তিনি। সম্প্রতি এশিয়া কাপের (Asia Cup 2025) যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাতে অক্ষরের থেকে সহ-অধিনায়কত্ব কেড়ে তা দেওয়া হয়েছে শুভমান গিলের (Shubman Gill) হাতে। পাঞ্জাবের তরুণকে কেন্দ্রে রেখেই যে আগামীর পরিকল্পনা সাজাচ্ছে বিসিসিআই তা স্পষ্ট হয়ে গিয়েছে নির্বাচকদের এহেন সিদ্ধান্তে। তবে ভাগ্যের ফেরে এশিয়া কাপের (Asia Cup 2025) থম ম্যাচটিতে সহ-অধিনায়কত্ব জুটলেও জুটে যেতে পারে অক্ষরের। যদি আমিরশাহীর বিরুদ্ধে সত্যিই বিশ্রাম নেন সূর্যকুমার (Suryakumar Yadav), সেক্ষেত্রে নেতা হিসেবে মাঠে নামবেন শুভমান গিল। আর তাঁর ডেপুটির দায়িত্ব তখন পালন করবেন অক্ষর।

গত জুন মাসের ২৫ তারিখ জার্মানির মিউনিখ শহরে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিলো সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। এই নিয়ে গত দুই বছরে তৃতীয়বার অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। দক্ষিণ আফ্রিকায় একবার গোড়ালিতে চোট পেয়েছিলেন ২০২৩-এ আর গত বছরও তাঁকে ভুগিয়েছিলো স্পোর্টস হার্নিয়াই। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব সেরেছেন তিনি। বিসিসিআই তাঁকে দিয়েছে ফিট সার্টিফিকেটও। কিন্তু ম্যাচ খেলার জন্য তিনি কতটা তৈরি তা স্পষ্ট নয় এখনও। পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) রবিবাসরীয় মহারণের ঠিক আগে অপেক্ষাকৃত দুর্বল আমিরশাহীর বিরুদ্ধে তাই মাঠে নামার ঝুঁকি এড়াতে চাইবেন সূর্যকুমার। সেই কারণেই এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন তিনি। তাঁর অবর্তমানেও ভারতের জিততে অসুবিধা হবে না বলেই মত বিশেষজ্ঞদের।

বোর্ডের নীতিকে সমর্থন ইরফানের-

Irfan Pathan | Image: Getty Images
Irfan Pathan | Image: Getty Images

১৩ মাস পরে জাতীয় টি-২০ স্কোয়াডে ফিরেছেন শুভমান গিল। পেয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব। নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে গোটা দেশে চলছে চর্চা। ভালো পারফর্ম্যান্স করা সত্ত্বেও কেন বাদ পড়লেন অক্ষর (Axar Patel) ? প্রশ্ন তুলেছেন অনেকে। বিতর্কের মাঝেও নির্বাচকমণ্ডলীর পাশেই দাঁড়িয়েছেন প্রাক্তনী ইরফান পাঠান। এই মুহূর্তে তিন ফর্ম্যাটে তিনজন অধিনায়ক টিম ইন্ডিয়ার। আগামীতে ক্ষমতার কেন্দ্রীভবন চায় বোর্ড, তাই তিন ফর্ম্যাটের জন্যই মেজেঘষে তৈরি করা হচ্ছে শুভমান’কে, মত তাঁর। একটি সাক্ষাৎকারে ইরফান জানিয়েছেন, “…ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে কি করতে চাইছে তা আমি বুঝতে পারছি। ভারতীয় দল এখন একটা রদবদলের মধ্যে দিয়ে যাচ্ছে। নেতৃত্বে একটা স্থায়িত্ব চায় ওরা। পাশাপাশি ব্যাটিং বিভাগেও একটা স্থায়িত্বের খোঁজে রয়েছে দল। তাই আমার মতে শুভমানের নেতৃত্বস্থানীয় ভূমিকায় থাকা অত্যন্ত জরুরী। আমি সম্পূর্ণ সহমত পোষণ করি তার (সহ-অধিনায়কত্ব লাভ) সাথে।”

Also Read: পুরনো দলেই থাকছেন সঞ্জু স্যামসন, নাইটদের প্রস্তাবে ‘না’ বললেন তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *