Asia Cup 2023: প্রচুর টালবাহানার পর অবশেষে সবুজ সংকেত পাওয়া গিয়েছে ২০২৩ সালের এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্যালেন্ডার অনুযায়ী এই বছর এশিয়া কাপ আয়োজন করার কথা ছিলো পাকিস্তানের। কিন্তু গত অক্টোবরেই ভারতীয় বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) জানিয়ে দিয়েছিলেন যে পাকিস্তান যেতে রাজী নয় টিম ইন্ডিয়া। নিরপেক্ষ কোনো ভেন্যুতে এশিয়া কাপ চেয়ে এসিসি’তে তদ্বির করেছিলো ভারত। পালটা দিয়েছিলো পাকিস্তানও। কোনোভাবেই আয়োজনের স্বত্ব ছাড়তে রাজী ছিলো না তারা। পাক বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja) ভারতে আয়োজিত হতে চলা বিশ্বকাপ বয়কটের হুমকি অবধি দেন।
এমনকি রামিজের পরে পিসিবি চেয়ারম্যান পদে বসে একই কথা বলেন নাজম শেঠিও (Najam Sethi)। এই হুমকির পরেও অবশ্য বদলায় নি ভারতের অবস্থান। ওয়াঘা সীমান্তের পশ্চিম দিকে যাওয়া নিয়ে সিদ্ধান্তে কোনো বদল আনেন নি জয় শাহ, রজার বিনিরা।জট কাটানোর উদ্দেশ্যে বাহরিনে বৈঠকে মিলিত হয়েছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সদস্য দেশগুলি। প্রাথমিক ভাবে এই বৈঠকেও কোনো সমাধানসূত্র উঠে আসে নি। এরপর এক হাইব্রিড মডেল পেশ করা হয় পিসিবির তরফে। এই মডেল অনুসারে ভারতের ম্যাচ আয়োজনের স্বত্ব ছেড়ে দেয় পিসিবি। তবে অন্যান্য দেশগুলির ম্যাচ পাকিস্তানেই আয়োজন করতে চেয়েছিলো তারা।
এই হাইব্রিড মডেলকে ঘষেমেজে অবশেষে সূচি প্রস্তুত করার পথে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। চারটি ম্যাচ হবে পাকিস্তানে, বাকি নয়টি আয়োজন করবে শ্রীলঙ্কা। এসিসি সভাবপতি জয় শাহ (Jay Shah) যে সূচি প্রকাশ করেছেন তা অনুযায়ী, ৩০ অগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর অবধি হবে প্রতিযোগিতা। পাকিস্তানের মুলতানে উদ্বোধন ২০২৩-এর এশিয়া কাপের। এছাড়া লাহোরেও বসবে প্রতিযগিতার আসর। শ্রীলঙ্কায় ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম এবং ক্যান্ডির ডাম্বুলাকে।
Read More: Asia Cup 2023: এশিয়া কাপে টিম ইন্ডিয়ায় ফের এন্ট্রি নিচ্ছেন শিখর ধাওয়ান, বাইরের পথ দেখছেন শুভমান !!
Asia Cup 2023-এ ছয় দলের সম্ভাব্য স্কোয়াড-
ভারত-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কে এল রাহুল*/ সঞ্জু স্যামসন, ঈশান কিষণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।
*- ফিটনেস পরীক্ষায় পাস করলে দলে সুযোগ পাবেন।
পাকিস্তান-
বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, শান মাসুদ, আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস সোহেল, ইমাম-উল-হক, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিজ জুনিয়র, সলমন আলি আগা, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, উসামা মির।
শ্রীলঙ্কা-
দাসুন শানাকা (অধিনায়ক), কুশন মেন্ডিস (সহ-অধিনায়ক), চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, ভানুকা রাজাপক্ষে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, সাদিরা সমারাবিক্রমা, দানুষ্কা গুণতিলকা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশাঙ্কা, দীনেশ চণ্ডীমাল, নুয়ানিদু ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তীক্ষণা, মাথিশা পথিরানা।
আফগানিস্তান-
হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), ইব্রাহিম জাদ্রান, ইকরাম আইখিল, নাজিবুল্লাহ জাদ্রান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, রহমত শাহ, রশিদ খান, শহীদুল্লাহ, ফজলহক ফারুখি, মহম্মদ সেলিম, মুজিব-উর-রহমান, নিজাত মাসুদ।
নেপাল-
রোহিত পউদেল (অধিনায়ক), কুশল ভুর্তেল, আরিফ শেখ, আসিফ শেখ (উইকেটরক্ষক), দীপেন্দ্র সিং আইরি, জ্ঞানেন্দ্র মাল্লা, অর্জুন সাউদ, ভীম সড়কি, করণ কেসি, কুশল মাল্লা, প্রতীশ জিসি, সোমপাল কামি, গুলশন ঝা, সন্দীপ লামিছানে, ললিত রাজবংশী।
বাংলাদেশ-
তামিম ইকবাল (অধিনায়ক), মহম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, শাকিব আল হাসান, মেহদী হাসান মিরাজ, তাজুল ইসমান, আফিফ হোসেন, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাস্কিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।
সম্পূর্ণ Asia Cup নির্ঘন্ট-
Asia Cup লাইভ স্ট্রিমিং (Live Streaming)-
ভারতে এশিয়া কাপ সরাসরি সম্প্রচারের দায়িত্বে রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। তাদের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা। এছাড়া অনলাইন স্ট্রিমিং-এর দায়িত্বও পেয়েছে স্টার’ই। তাদের ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+ হটস্টারের পর্দায় সরাসরি দেখা যাবে এশিয়া মহাদেশের সেরার শিরোপা অর্জনের লড়াই। সাম্প্রতিক কালে বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ, আইপিএল, ভারত বনাম উইন্ডিজ সিরিজ দেখিয়ে জনপ্রিয়তা অর্জন করেছে জিও সিনেমা অ্যাপ। তাদের জনপ্রিয়তায় ভাগ বসাতে এশিয়া কাপ বিনামূল্যে স্ট্রিমিং-এর ঘোষণা করেছে ডিজনি+হটস্টার।
Asia Cup টিকিট-
এশিয়া কাপের ম্যাচের টিকিটের জন্য চোখ রাখতে হবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অফিসিয়ান ওয়েবসাইট http://www.srilankacricket.lk/ -এ। এছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট https://www.pcb.com.pk/ এবং https://asiancricket.org/ -তে টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।