Asia Cup 2023: দল ঘোষণার পর বড় খোলাশা অজিত আগরকারের, চোট থাকা সত্ত্বেও শ্রেয়স-রাহুলকে দিলেন জায়গা !! 1

Asia Cup 2023: অপেক্ষার পালা সাঙ্গ হলো অবশেষে। এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য ১৭ সদস্যের দল ঘোষণা আগেই সেরে ফেলেছিলো পাকিস্তান, বাংলাদেশ, নেপালের মত দেশগুলি। সেই পথ ধরে আজ স্কোয়াড প্রকাশ্যে আনলো ভারত’ও। সাম্প্রতিক পারফর্ম্যান্স, ক্রিকেটারদের চোট-আঘাতের বিষয়গুলি মাথায় রাখতে হয়েছে অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীকে। আজ মুম্বইতে বিসিসিআই-এর সদর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠক আয়োজিত হয়। সেখানে নির্বাচকদের পাশাপাশি উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ছিলেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) স্পোর্টস সায়েন্স এবং মেডিসিন বিভাগের প্রধান নীতিন প্যাটেল। এই বৈঠকের শেষেই ঘোঘিত হলো দল।

প্রত্যাশামতই অধিনায়কয়ত্বের দায়িত্ব থাকছে রোহিতের হাতে। দলে রয়েছেন শুভমান গিল, বিরাট কোহলি (Virat Kohli), সূর্যকুমার যাদবরা। বোলিং বিভাগে অবশেষে ভারত পাচ্ছে বুমরাহ-শামি-সিরাজ ত্রয়ীকে। এশিয়া কাপের দলে বেশ কিছু চমক রেখেছে বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভালো পারফর্ম করার ফলে এশিয়া কাপের (Asia Cup 2023) স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বছর কুড়ির ব্যাটার তিলক বর্মা (Tilak Varma)। পাশাপাশি দলে ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণাও (Prasidh Krishna)। তবে সবচেয়ে বড় খবর অবশ্যই কে এল রাহুল (KL Rahul) এবং শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) প্রত্যাবর্তন। লম্বা বিরতির পর চোট সারিয়ে ফিরছেন তাঁরা। আদৌ ম্যাচ ফিট দুজনে? প্রশ্নের সম্মুখীন হতে হয় মুখ্য নির্বাচক আগরকারকে। ধোঁয়াশা জিয়ে রাখেন নি তিনি। উত্তর দিয়েছেন সরাসরি।

Read More: World Cup 2023: বিশ্বকাপের সূচিতে বারবার রদবদল, কটাক্ষের মুখে পড়ে প্রতিক্রিয়া জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড !!

রাহুল ও শ্রেয়সের ফিটনেস নিয়ে মুখ খুললেন আগরকার-

KL Rahul and Shreyas Iyer | Asia Cup 2023 | Image: Getty Images
KL Rahul and Shreyas Iyer | Image: Getty Images

এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য যে ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে বিসিসিআই-এর তরফে তাতে জায়গা পেয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং কে এল রাহুল দুজনেই। শ্রেয়স চলতি বছরের মার্চ মাস থেকে মাঠের বাইরে রয়েছে। পিঠের বালজিং ডিস্কের সমস্যার জন্য লন্ডনে অস্ত্রোপচার করাতে হয়েছিলো তাঁকে। আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে পারেন নি তিনি। আইপিএল চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান কে এল রাহুল (KL Rahul)। থাইয়ের অস্ত্রোপচারের জন্য তাঁকেও উড়ে যেতে হয়েছিলো লন্ডনে। দুই তারকাই গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির তত্ত্বাবধানে রিহ্যাব করছিলেন। দিনকয়েক আগে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ড জানিয়েছিলো সঠিক পথেই এগোচ্ছে শ্রেয়স (Shreyas Iyer) ও রাহুলের (KL Rahul) মাঠে ফেরার লড়াই।

জানা গিয়েছিলো নেটে ব্যাটিং অনুশীলন করছেন তাঁরা। উইকেটরক্ষকের দস্তানা হাতে তুলে নিতে দেখা গিয়েছিলো রাহুলকে। সম্প্রতি একটি অনুশীলন ম্যাচে দুজনের ব্যাটিং-এর ছবিও ভাইরাল হয়। শোনা গিয়েছিলো ৫০ ওভার ফিল্ডিং ও ৩৮ ওভার ব্যাটিং করেছেন শ্রেয়স। তবে দুশ্চিন্তার কালো মেঘ ঢেকেছিলো রাহুলের প্রত্যাবর্তনের সম্ভাবনাকে। নতুন করে চোট পেয়েছেন তিনি। ভাসছিলো এমন জল্পনা। আজ সেই জল্পনায় জল ঢাললেন মুখ্য নির্বাচক আগরকার স্বয়ং। এশিয়া কাপের (Asia Cup 2023) দল ঘোষণার পর সাংবাদিকদের তিনি জানান, “শ্রেয়স আইয়ার সম্পূর্ণ ফিট। কে এল রাহুলের হালকা চোট রয়েছে। তবে এশিয়া কাপের দ্বিতীয় বা তৃতীয় ম্যাচের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।” মিডল অর্ডারে দুজনকে ধরেই যে দল সাজাচ্ছে ভারত, তা পরিষ্কার আগরকারের (Ajit Agarkar) মন্তব্য থেকে।

Asia Cup 2023-এর জন্য ভারতীয় স্কোয়াড-

Indian Cricket Team | Asia Cup 2023 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, প্রসিদ্ধ কৃষ্ণা।

*স্ট্যান্ডবাই- সঞ্জু স্যামসন।

Also Read: Asia Cup 2023: “ওর কোন প্রয়োজন নেই..”, শিখর ধাওয়ানকে বাদ দেওয়া নিয়ে অজিত আগরকর দিলেন এই বড় বয়ান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *