asia-cup-3-possible-ind-vs-pak-clashes

পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর এশিয়া কাপ (Asia Cup 2025) আদৌ আয়োজন করা যাবে কিনা তা নিয়েই সংশয়ে ছিলেন অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ। কূটনৈতিক স্তরে পাকিস্তানকে সম্পূর্ণ বয়কট করেছে ভারত। বাইশ গজেও পড়শি দেশের বিরুদ্ধে মাঠে নামার ছাড়পত্র টিম ইন্ডিয়া’কে দেওয়া হবে না বলেই ছিলো অনুমান। কিন্তু সবাইকে কার্যত চমকে দিয়েছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। শুধু এশিয়া কাপ (Asia Cup 2025) খেলাই নয়, পাকিস্তানের সাথে একই গ্রুপে থাকা নিয়েও কোনো রকম আপত্তি জানায় নি তারা। শেষমেশ যাবতীয় টালবাহানা পেরিয়ে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। চলবে ২৮ তারিখ অবধি। সাধারণত বহুদলীয় টুর্নামেন্টগুলিতে যখন ভারত-পাক ম্যাচ হয়, তখন উত্তেজনা থাকে সীমান্তের দুই পারেই। কিন্তু এবার পরিস্থিতি খানিক আলাদা। ম্যাচের বিপক্ষেই আওয়াজ উঠছে ভারতে।

Read More: ভক্তদের জন্য দারুণ খবর, টিকিট ছাড়াই দেখা যাবে এশিয়া কাপের ম্যাচ !!

ভারত-পাক ম্যাচ নিয়ে তুঙ্গে বিতর্ক-

IND vs PAK | Asia Cup | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা থাকলেও বহুদলীয় টুর্নামেন্টগুলিতে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামা থেকে বিরত রাখা হবে না টিম ইন্ডিয়াকে, দিনকয়েক আগে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই সিদ্ধান্ত মনঃপুত হয় নি দেশের অধিকাংশ ক্রিকেটপ্রেমীরই। পহলগাম সন্ত্রাসের প্রতিবাদ করে লেজেন্ডস লীগের (WLC 2025) ম্যাচে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজী হন নি ভারতীয় প্রাক্তনীরা। সেমিফাইনাল থেকে অবধি সরে দাঁড়িয়েছিলেন হরভজন সিং, ইরফান পাঠান, সুরেশ রায়না, শিখর ধাওয়ানদের মত তারকে। এশিয়া কাপে (Asia Cup 2025) সেই একই পদক্ষেপ নিক ‘মেন ইন ব্লু’ও, উঠছে দাবী। পাকিস্তানের সাথে ক্রিকেট খেলায় অংশ নেওয়া মানে শহীদদের স্মৃতির প্রতি অপমান করা, অভিযোগ তুলছেন নেটিজেনরা।

এশিয়া কাপের (Asia Cup 2025) ভারত-পাক (IND vs PAK) ম্যাচ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোরও। কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়িয়েছেন বিরোধীরা। ডায়মণ্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ট্যুইটবার্তায় লিখেছেন, “একমাত্র যুদ্ধক্ষেত্র ছাড়া আর কোথাও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কোনো প্রয়োজন নেই ভারতের।” পাক-অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা ছাড়া পড়শি দেশের বিরুদ্ধে ভারতের জেতার মত কিছু নেই বলেও জানিয়েছেন তিনি। শিবসেনা (UBT)’র রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi) সম্প্রতি একটি চিঠি লিখেছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব’কে। যদি একান্তই ম্যাচ বন্ধ করা না যায়, সেক্ষেত্রে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মগুলিতে  তার সম্প্রচারে যেন নিষেধাজ্ঞা আরোপ করা, অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনবার হতে পারে ক্রিকেটের এল-ক্লাসিকো-

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

২০২৩-এর এশিয়া কাপে (Asia Cup 2023) অংশ নিয়েছিলো ছয়টি দল। এবার বেড়েছে অংশগ্রহণকারীর সংখ্যা। মোট আটটি দলকে দেখা যাবে মাঠে। তাদের ভাগ করা হয়েছে দু’টি গ্রুপে। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানের সাথে টিম ইন্ডিয়া রয়েছে ‘এ’ গ্রুপে। আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামবে সূর্যকুমার যাদবের দল। টুর্নামেন্টের যা ফর্ম্যাট তাতে ঐ ম্যাচের পর আরও দুইবার সম্মুখসমরে দেখা যেতে পারে উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তিকে। যদি ‘এ’ গ্রুপের প্রথম দু’টি স্থানে থেকে নক-আউট পর্বে যায় ভারত ও পাকিস্তান, তাহলে রাউন্ড-রবিন লীগে ফের একবার দেখা হবে দুই দলের। এরপর খেতাবী দ্বৈরথেও হতে পারে ক্রিকেটের এল-ক্লাসিকো। আজ অবধি একবারও এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ দেখা যায় নি। যদি এবার তা হয় তাহলে নিশ্চিতভাবেই জৌলুস বাড়বে টুর্নামেন্টের।

Also Read: এশিয়া কাপের আগেই আশার খবর, ভারতীয় দলের টাইটেল স্পন্সর হতে চলেছে এই বিখ্যাত সংস্থা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *