asia-cup-3-confusing-decisions-by-bcci

বুমরাহকে নিয়ে ঝুঁকি নিচ্ছে ভারত-

Jasprit Bumrah | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ইংল্যান্ডে পাঁচটি টেস্টের মধ্যে কেবল তিনটিতে খেলতে পেরেছিলেন জসপ্রীত বুমরাহ। ওভালে শেষ ম্যাচটি চলাকালীন ছেড়ে দেওয়া হয় তাঁকে। জানা গিয়েছিলো যে হাঁটুতে চোট রয়েছে তারকা পেসারের। তিনি এশিয়া কাপে (Asia Cup 2025) খেলবেন না বলেই কার্যত ধরে নিয়েছিলেন ক্রিকেটজনতা। কিন্তু সকলকে চমকে দিয়েই ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। চোটপ্রবণ বুমরাহকে (Jasprit Bumrah) তড়িঘড়ি দলে ফেরাতে গিয়ে হিতে বিপরীত না ঘটে, আশঙ্কায় অনুরাগীরা। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের পর কুড়ি-বিশের ফর্ম্যাটে দেশের হয়ে কোনো ম্যাচ খেলেন নি তিনি। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডকে হারাতে বিশেষ বেগ পেতে হয় নি ভারতকে। এশিয়া কাপে প্রতিপক্ষদের যে মান, তাতে বুমরাহকে আদৌ প্রয়োজন হত না ‘মেন ইন ব্লু’র, মনে করছেন অনেকেই।

Also Read: এশিয়া কাপেও পেলেন না জায়গা, টি২০ ক্যারিয়ার শেষ কেএল রাহুলের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *