শ্রেয়সের বাদ পড়া-

শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) যেন ওয়ান ডে’তেই সীমাবদ্ধ রাখতে চাইছে বিসিসিআই। ২০২৪-এ নাইট রাইডার্স অধিনায়ক হিসেবে আইপিএল (IPL) জিতেছেন তিনি। মুম্বইয়ের জার্সিতে জিতেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফি। চলতি বছরে পাঞ্জাব কিংস’কে নিয়ে গিয়েছেন আইপিএল ফাইনালে। ব্যাট হাতে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে করেছেন ৬০৪ রান। রঞ্জি ট্রফি বা চ্যাম্পিয়ন্স ট্রফির মত অন্যান্য ফর্ম্যাটের টুর্নামেন্টগুলিতেও বড় রান পেয়েছেন তিনি। কিন্তু তারপরেও এশিয়া কাপে (Asia Cup 2025) ব্রাত্য মুম্বইয়ের ক্রিকেটার। তাঁর জায়গা না পাওয়া নিয়ে কোনো সদুত্তর দিতে পারেন নি মুখ্য নির্বাচক অজিত আগরকারও। শুধু বলেছেন, “ওর কোনো দোষ নেই। কিন্তু কার বদলে খেলবে শ্রেয়স?” মধ্যপ্রাচ্যের ঘূর্ণি উইকেটে ‘স্পিন স্পেশ্যালিস্ট’ শ্রেয়সকে না নেওয়া ব্যুমেরাং হতে পারে, আশঙ্কা ক্রিকেট বিশ্লেষকদের।