TOP 3: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে টিম ইন্ডিয়া দৌড় শুরু করছে ১০ তারিখ থেকে। কারা জায়গা করে নেবেন দুবাইগামী বিমানে? গত কয়েকদিন ধরেই চলছিলো চর্চা। শেষমেশ যাবতীয় কৌতূহল মিটলো আজ। দুপুরে মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে স্কোয়াড ঘোষণা করেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। মূল স্কোয়াডে রাখা হয়েছে ১৫ জন’কে। সঙ্গে পাঁচ জন থাকছেন স্ট্যান্ড বাই হিসেবে। দল নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞতার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে তারুণ্যকে। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে ভালো খেললেও এশিয়া কাপের (Asia Cup 2025) দলে জায়গা হয় নি মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়ালদের। টি-২০তে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন কে এল রাহুল। ভাবা হয় নি তাঁর কথাও।
বিসিসিআই-এর যে তিনটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে সেগুলি-
Read More: এশিয়া কাপে কপাল পুড়লো অক্ষর প্যাটেলের, খোয়ালেন এই গুরুদায়িত্ব !!
শুভমানের সুযোগ পাওয়া-

২০২৪-এর জুলাইতে শেষবার দেশের জার্সি গায়ে টি-২০ খেলেছেন শুভমান গিল (Shubman Gill)। প্রতিপক্ষ ছিলো শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে কুড়ি-বিশের ক্রিকেট খেলেছে ভারতীয় দল। কিন্তু টেস্ট সিরিজ থাকায় অথবা ওয়ার্কলোড ম্যানেমেন্টের কারণে খেলেন নি পাঞ্জাবের তরুণ। ১৩ মাস পর এশিয়া কাপে (Asia Cup 2025) টি-২০’র আঙিনায় ফিরতে চলেছেন তিনি। পেয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব। তবে আদৌ ভারতীয় টি-২০ দলের তাঁকে প্রয়োজন ছিলো কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ওপেনিং-এ সঞ্জু-অভিষেকের জুটি সফল হয়েছে গত কয়েক মাসে। তিন নম্বরে রান পেয়েছেন তিলক বর্মা’ও। ফলে শুভমানকে খেলাতে গেলে টিম কম্বিনেশন যে ভাঙতে হবে তা নিশ্চিত। সামনে রয়েছে ঠাসা সূচি। তাঁকে এশিয়া কাপ (Asia Cup 2025) খেলানোর পরিবর্তে দিনকয়েকের বিশ্রাম দেওয়া উচিৎ ছিলো, মত বিশেষজ্ঞদের।