Asia Cup 2025: বদলে যাচ্ছে ফর্ম্যাট, ২০২৫-এর এশিয়া কাপ নিয়ে বড় সিদ্ধান্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের !! 1

Asia Cup 2025: গত বছরের অগস্ট-সেপ্টেম্বর মাসে বসেছিলো এশিয়া কাপের (Asia Cup 2023) আসর। এশীয় ক্রিকেট নিয়ামক সংস্থা ACC আয়োজিত এই টুর্নামেন্ট নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিলো ২০২৩-এ। পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ছিলো প্রতিযোগিতা। কিন্তু ওয়াঘা সীমান্ত পেরোতে রাজী হয় নি ভারতীয় ক্রিকেট দল। বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) স্পষ্ট জানিয়েছিলেন যে পড়শি দেশে পা রাখবেন না বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা। এই নিয়ে কূটনৈতিক দড়ি টানাটানি চলে দুই দেশের মধ্যে। ভারত নিজেদের অবস্থানে অনড় ছিলো। পাকিস্তান’ও রাজী ছিলো না আয়োজনের দায়িত্ব ছাড়ার ব্যাপারে। বেশ কয়েকবার বৈঠকেও একটা সময় মেলে নি ফলাফল। অনিশ্চিত হয়ে পড়েছিলো এশিয়া কাপের (Asia Cup 2023) ভবিষ্যৎ’ই।

শেষমেশ তৎকালীন পাক বোর্ড প্রধান নাজম শেঠির (Najam Sethi) তৎপরতায় হাইব্রিড মডেলে বেরোয় সমাধানসূত্র। যুগ্ম আয়োজক রূপে যুক্ত হয় শ্রীলঙ্কার নাম। টুর্নামেন্টের ১৩টি ম্যাচের মধ্যে চারটি আয়োজনের সুযোগ পায় পাকিস্তান। ফাইনাল ও ভারতের ম্যাচগুলি-সহ মোট নয়টি ম্যাচ আয়োজিত হয় শ্রীলঙ্কায়। বৃষ্টিস্নাত প্রতিযোগিতায় শেষমেশ ফাইনালে পৌঁছায় ভারত ও শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার সামনে সুযোগ ছিলো সপ্তম ট্রফি জিতে সর্বোচ্চ সংখ্যক এশিয়া কাপ জয়ের নিরিখে ভারতকে ছুঁয়ে ফেলার। কিন্তু মহম্মদ সিরাজের (Mohammed Siraj) দাপুটে বোলিং-এ খড়কুটোর মত উড়ে যায় দাসুন শানাকার দল। অষ্টমবারের জন্য খেতাব জেতে ভারতই।

Read More: IND vs ENG: হায়দ্রাবাদে হেরে ঘোর বিপাকে ভারতীয় দল, ভাঙতে চলেছে WTC ফাইনালে অংশ নেওয়ার স্বপ্ন !!

প্রস্তুতি চলছে পরবর্তী এশিয়া কাপের-

Asia Cup 2025 | Image: Twitter
Asia Cup 2025 | Image: Twitter

২০২৪ শুরু হয়েছে মাত্র কিছুদিন আগে। এর মধ্যেই আগামী বছরের এশিয়া কাপ (Asia Cup 2025) নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারত-পাক রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার মধ্যে আর যেতে চাইছে না এসিসি। ফলে দুই দেশের কাউকেই আয়োজনের দায়িত্ব দেওয়া হচ্ছে না। ক্রিকবাজ সূত্রে খবর যে আপাতত ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান। দুই দেশের মধ্যে কোনো একটিকেই বেছে নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। যদি সংযুক্ত আরব আমিরশাহী’র ভাগ্যে শিকে ছেঁড়ে তাহলে মধ্যপ্রাচ্যের দেশে পঞ্চমবারের জন্য বসবে এশিয়া কাপের আসর। না হলে প্রথমবারের জন্য এশিয়া কাপের মত কোনো বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে ওমান।

২০২৩-এর এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজিত হয়েছিলো ওডিআই ফর্ম্যাটে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশের মত দেশ ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে ব্যবহার করেছিলো এশিয়া কাপ। ক্রিকবাজ জানাচ্ছে যে ২০২৫ সালে বদলে যেতে পারে টুর্নামেন্টের ফর্ম্যাট। ২০২৬ টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে কুড়ি-বিশের ফর্ম্যাটেই আয়োজিত হতে পারে এশিয়া কাপ। যদি তা হয়, তাহলে ২০১৬ ও ২০২২-এর পর তৃতীয় বারের জন্য এশিয়া কাপের আসরে দেখা যাবে টি-২০। প্রসঙ্গত ২০২৫ সালে পাকিস্তানে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। জানা গিয়েছে ওডিআই ফর্ম্যাটে হওয়ার কথা থাকলেও সম্প্রচারকারী সংস্থাগুলি টি-২০ ফর্ম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য চাপ দিচ্ছে আইসিসি’কে। এশিয়া কাপের মত চ্যাম্পিয়ন্স ট্রফিরও ফর্ম্যাট বদলায় কিনা তা জানতেও আগ্রহ তুঙ্গে ক্রিকেটজনতার।

এক নজর আগের Asia Cup গুলি-

Indian team after winning Asia Cup 2023 | Image: Getty Images
Indian team after winning Asia Cup 2023 | Image: Getty Images
বছর আয়োজক দেশ বিজয়ী ফর্ম্যাট
১৯৮৪ UAE ভারত ওডিআই
১৯৮৬ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ওডিআই
১৯৮৮ বাংলাদেশ ভারত ওডিআই
১৯৯০ ভারত ভারত ওডিআই
১৯৯৫ UAE ভারত ওডিআই
১৯৯৭ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ওডিআই
২০০০ বাংলাদেশ পাকিস্তান ওডিআই
২০০৪ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ওডিআই
২০০৮ পাকিস্তান শ্রীলঙ্কা ওডিআই
২০১০ শ্রীলঙ্কা ভারত ওডিআই
২০১২ বাংলাদেশ পাকিস্তান ওডিআই
২০১৪ বাংলাদেশ শ্রীলঙ্কা ওডিআই
২০১৬ বাংলাদেশ ভারত টি-২০
২০১৮ UAE ভারত ওডিআই
২০২২ UAE শ্রীলঙ্কা টি-২০
২০২৩ পাকিস্তান, শ্রীলঙ্কা ভারত ওডিআই
২০২৫* UAE/ ওমান টি-২০

*সম্ভাব্য

Also Read: IND vs ENG: নিজের পায়ে কুড়ুল মারলেন কেএস ভরত, রোহিত-রাহুল দ্বিতীয়বার দেবেন না সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *