হজম হয় নি হার, পাকিস্তানী আম্পায়ারের সাথে তুমুল বাগ্‌বিতণ্ডায় রশিদ খান !! 1

Asia Cup 2025: হং কং-কে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করেছিলো আফগানিস্তান ক্রিকেট দল। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে পা রাখার ক্ষেত্রে অন্যতম ‘ফেভারিট’ ছিলো তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই পড়তে হয়েছে মুখ থুবড়ে। খানিক অপ্রত্যাশিত ভাবেই বাংলাদেশের বিপক্ষে হেরে বসেছেন রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ নবি’রা। আবু ধাবি’র শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ (AFG vs BAN)। স্কোরবোর্ডে ১৫৪ রান তোলে লিটনবাহিনী। জবাবে ব্যাট করতে নেমে চাপের মুখে পড়েছিলো আফগানরা। নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমানদের (Mustafizur Rahman) দাপটে তাদের থামতে হয় ১৪৬-এ। ৮ রানে হেরে নক-আউটের দৌড়ে খানিক পিছিয়ে পড়ে তারা। দলের হতশ্রী পারফর্ম্যান্সে বিরক্ত অধিনায়ক রশিদ খান। মাঠেই তাঁকে দেখা গেলো ক্ষোভে ফেটে পড়তে।

Read More: Asia Cup 2025 SL vs AFG Match Preview: শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের মরণ-বাঁচন ম্যাচ !!

মেজাজ হারালেন রশিদ খান-

Rashid Khan Looked Animated During AFG vs BAN Match | Asia Cup 2025 | Image: Getty Images
Rashid Khan Looked Animated During AFG vs BAN Match | Asia Cup 2025 | Image: Getty Images

রশিদ খান’কে (Rashid Khan) সবসময়ই হাসিমুখে দেখে অভ্যস্ত ক্রিকেটদুনিয়া। কিন্তু গত পরশু বাংলাদেশ বনাম আফগানিস্তান (AFG vs BAN) ম্যাচ চলাকালীন দেখা গেলো ভিন্ন ছবি। মাঠে বারবার মেজাজ হারান আফগান অধিনায়ক। শামিম হোসেন পাটোয়ারির একটি শটে বাউন্ডারি রুখতে ব্যর্থ হন ফজলহক ফারুখি। বাউন্ডারি স্পর্শ করে বল। সতীর্থের ভুলে উত্তেজিত হয়ে হাত নাড়তে দেখা যায় রশিদ’কে (Rashid Khan)। উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ বিষয়টিকে বিশেষ আমল না দেওয়ার অনুরোধ করেন আফগান অধিনায়ককে। কিন্তু অভিব্যক্তি বদলায় নি তাঁর। ফারুখি হাতের ইঙ্গিতে জানান যে পেশীতে টান ধরেছে তাঁর। তাতেও শান্ত হন নি রশিদ। ডাগ-আউটের দিকে হাত নেড়ে রীতিমত কৈফিয়ত চাইতে দেখা যায় তাঁকে। হতাশা ফুটে উঠেছিলো রশিদের শরীরী ভাষায়।

নাসুম আহমেদের বলে লেগ বিফোর হয়েছিলেন ইব্রাহিম জাদ্রান (Ibrahim Zadran)। রিভিউ নিয়েও রক্ষা পান নি আফগান ব্যাটার। আম্পায়ারস কল পক্ষে যায় বাংলাদেশের। পাক আম্পায়ার ফয়জল আফ্রিদি’র (Faisal Afridi) সেই সিদ্ধান্ত পছন্দ হয় নি রশিদের। ডাগ-আউটে দাঁড়িয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি। নিজে আউট হয়ে সাজঘরে ফেরার সময়েও বাউন্ডারি রোপের কুশনে লাথি মারতে দেখা যায় তাঁকে। ম্যাচ শেষেও মাথা ঠাণ্ডা রাখতে পারেন নি তিনি। পাক আম্পায়ারের সাথে একপ্রস্থ তরজায় জড়িয়ে পড়েন রশিদ (Rashid Khan)। ফয়জল আফ্রিদিকে আঙুল উঁচিয়ে কিছু বলতে দেখা গিয়েছিলো আফগানিস্তান অধিনায়ককে। ম্যাচ শেষে প্রথা মেনে করমর্দন করেন দুই দেশের খেলোয়াড়রা। কিন্তু সাধারণত সেই পর্ব মেটাতে যত সময় লাগে তার অনেক আগেই লিটনদের সাথে হাত মিলিয়ে সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন রশিদ (Rashid Khan)।

অগ্নিশর্মা রশিদ, দেখুন ভিডিও-

দলের পারফর্ম্যান্সে হতাশ রশিদ-

Afghanistan Cricket Team | Asia Cup 2025 | Image: Getty Images
Afghanistan Cricket Team | Asia Cup 2025 | Image: Getty Images

দিনকয়েক আগেও আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় সেরা দল বলছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে হার তাদের ঠেলে দিয়েছে খাদের কিনারে। পারফর্ম্যান্সে মোটেই খুশি নন অধিনায়ক রশিদ খান (Rashid Khan)। সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমরা শেষ অবধি লড়াইতে ছিলাম। ১৮ বলে ৩০ রান করাই যেত। যে আক্রমণাত্মক ক্রিকেটের জন্য আমরা পরিচিত তা এখনও খেলে উঠতে পারি নি। নিজেদের উপর অহেতুক চাপ বাড়িয়েছি। যেভাবে ১৬০-এর কমে ওদের আটকে রাখতে পেরেছিলাম সেটা ‘স্পেশ্যাল’। কিন্তু কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলেছি। টি-২০তে কখনও প্রথম ছয় ওভারেই প্রতিপক্ষ ম্যাচ কেড়ে নিয়ে যায়। কিন্তু তারপরেও ফিরে আসতে হয়। তবে এই ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি।” আজ আবু ধাবিতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ রয়েছে আফগানদের। সুপার ফোরে যেতে হলে জয় ছাড়া কোনো পথ খোলা নেই তাদের সামনে।

Also Read: Asia Cup 2025: বিতর্ককে পিছনে ফেলে জয় পাকিস্তানের, আমিরশাহীকে হারিয়ে মিললো সুপার ফোরের টিকিট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *