১৭তম এশিয়া কাপে (Asia Cup 2025) যবনিকা পড়তে বাকি আর মাত্র দিন তিনেক। গ্রুপ পর্ব মিটে গিয়েছিলো গত ১৯ তারিখই। এ গ্রুপ থেকে ভারত, পাকিস্তান এবং বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ পা রেখেছিলো সুপার ফোর পর্বে। রাউন্ড রবিন লীগের ৪ ম্যাচ শেষ হয়েছে এখনও পর্যন্ত। দাপুটে ফর্ম ধরে রেখেছে ‘মেন ইন ব্লু।’ পশ্চিম ও পূর্বের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে নবম খেতাব জয়ের দিকে একধাপ এগিয়ে গিয়েছেন সূর্যকুমারেরা (Suryakumar Yadav)। ‘বি’ গ্রপের শীর্ষস্থানে থাকা শ্রীলঙ্কা অবশ্য হতাশ করেছে সুপার ফোরে। জোড়া ম্যাচ হেরে ছিটকে গিয়েছে তারা। সুপার ফোরের বাকি দুই দল বাংলাদেশ (Bangladesh Team) ও পাকিস্তান (Pakistan Cricket Team) এখনও রয়েছে ফাইনালের দৌড়ে। কারা বাজিমাত করে সেদিকেই নজর সকলের।
Read More: সমীকরণ স্পষ্ট! ভারতের বিরুদ্ধে হেরেও ফাইনাল খেলবে বাংলাদেশ !!
ফাইনাল নিশ্চিত করেছে ভারত-

গত এক বছরে টি-২০ ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছে ‘মেন ইন ব্লু।’ ২০২৪-এ কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিলো তারা। এরপর রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মত তিন মহারথী সরে দাঁড়ালেও দাপট কমে নি ভারতের। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জিতে নিয়েছে তারা। এশিয়া কাপেও (Asia Cup 2025) ছন্দ ধরে রেখেছে ‘মেন ইন ব্লু।’ গ্রুপ পর্বে তাদের বিরুদ্ধে পাত্তাই পায় নি সংযুক্ত আরব আমিরশাহী বা ওমানের মত অ্যাসোসিয়েট দেশ। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে অবধি ৭ উইকেটের ব্যবধানে রীতিমত গুঁড়িয়েই দিয়েছে সূর্য অ্যান্ড কোং। সুপার ফোরেও অব্যাহত রয়েছে তাদের আগ্রাসন।
২১ তারিখ রাউন্ড রবিন লীগের প্রথম ম্যাচে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছিলো টিম ইন্ডিয়া (India vs Pakistan Match News)। সাহিবজাদা ফারহান, ফখর জামান’রা খানিক লড়াইয়ের চেষ্টা করেছিলেন। কিন্তু অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিলের ঝোড়ো ব্যাটিংয়ে শেষমেশ নতিস্বীকার করতেই হয়। ৬ উইকেটে হারে তারা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকেও ৪১ রানের ব্যবধানে হারালো ভারত। ৩৭ বলে ৭৫ করে আরও একবার নায়ক সেই অভিষেক শর্মা’ই। ৩ উইকেট নেন কুলদীপ যাদব’ও (Kuldeep Yadav)। ২ ম্যাচে আপাতত ৪ পয়েন্ট ভারতীয় দলের। নেট রান-রেট +১.৩৫৭। শ্রীলঙ্কার বিরুদ্ধে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে ‘মেন ইন ব্লু’র। কিন্তু জোড়া জয়ের সৌজন্যে ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে তারা।
দ্বিতীয় ফাইনালিস্ট ঠিক হবে আজ-

শ্রীলঙ্কা ছিটকে গিয়েছে ইতিমধ্যেই। পাকিস্তান না বাংলাদেশ-রবিবার ভারতের প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে আজ। আপাতত সুপার ফোর পর্বের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাক দল। লঙ্কানদের হারানোর সুবাদে ২ পয়েন্টের পাশাপাশি তাদের নেট রান রেট +০.২২৬। বাংলাদেশও হারিয়েছে দ্বীপরাষ্ট্রকে। কিন্তু তাদের নেট রান রেট -০.৯৬৯। যার ফলে তৃতীয় স্থানে লিটন দাসের (Litton Das) দল। দ্বিতীয় ফাইনালিস্ট নির্বাচনে নেট রান-রেট অবশ্য বিশেষ ভূমিকা রাখবে না এবার। দুবাইতে আজ যে পক্ষ জয়লাভ করবে তারাই ৪ পয়েন্টে পৌঁছে যোগ্যতা অর্জন করে ফেলবে ফাইনালের। ইতিপূর্বে দুইবার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। কিন্তু ভারত-পাক খেতাবী দ্বৈরথ দেখা যায় নি আগে। সেই সম্ভাবনা তৈরি হওয়ায় উত্তেজিত ক্রিকেটজনতা।