asia-cup-2025-kapil-dev-slams-pakistan

আলোচনার কেন্দ্রে ‘হ্যান্ডশেক।’ রবিবার এশিয়া কাপের (Asia Cup 2025) আসরে মুখোমুখি হয়েছিলো ভারত ও পাকিস্তান (IND vs PAK)। বিতর্কের সূত্রপাতও সেই ম্যাচ থেকেই। টসের সময় সাধারণত হাত মিলিয়ে থাকেন যুযুধান দুই অধিনায়ক। খেলা শেষেও করমর্দন করেন দুই শিবিরের ক্রিকেটাররা। কিন্তু রবিবার এসবের কিছুই দেখা যায় নি। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) স্পষ্ট জানিয়ে দেন যে এপ্রিলে পহলগামে পাক মদতে যে জঙ্গীহানা হয়েছিলো তার প্রতিবাদ হিসেবেই হাত মেলান নি তাঁরা। ‘অপারেশন সিঁদুর’-এর জন্য ধন্যবাদ জানান ভারতীয় সেনাকেও। টিম ইন্ডিয়ার আচরণে ক্ষুব্ধ পাকিস্তান দল। ইতিমধ্যেই অভিযোগপত্র জমা করেছে তারা। আইসিসি’র উপর চাপ বাড়ানোর চেষ্টাও চালাচ্ছে পিসিবি। যে পথে এগোচ্ছে তারা, তা সমর্থনযোগ্য নয় বলেই মত কপিল দেবের।

Read More: নিয়ম ভাঙায় ICC’এর কড়া পদক্ষেপ, এশিয়া কাপ থেকে নিষিদ্ধ হতে চলেছে পাকিস্তান !!

পাকিস্তানকে কটাক্ষ কপিল দেবের-

IND vs PAK | Asia Cup 2025 | Image: Getty Images
IND vs PAK | Asia Cup 2025 | Image: Getty Images

ভারত হাত না মেলানোয় যে প্রতিক্রিয়া এসেছে পিসিবি’র তরফ থেকে তা যুক্তিযুক্ত নয় বলেই মনে করছেন ১৯৮৩’র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। সম্প্রতি সংবাদসংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “এগুলো খুবই ছোটো ঘটনা। ফোকাসটা ক্রিকেটে রাখা উচিত। কেউ যদি হাত মেলাতে না চায় তাহলে সেটাকে দুই তরফেরই একটা বড় ইস্যু হিসেবে দেখার কোনো প্রয়োজন নেই।” রবিবারের ঘটনার পর টিম ইন্ডিয়াকে উদ্দেশ্য করে অশ্লীল কটাক্ষ করতে শোনা গিয়েছে শাহীদ আফ্রিদি (Shahid Afridi), মহম্মদ ইউসুফদের (Mohammad Yousaf) মত পাক প্রাক্তনীদের। তাতেও বিরক্ত কপিল (Kapil Dev)। বলেছেন, “ভুল মন্তব্য করা উচিৎ নয় কিন্তু কোনো কোনো ক্রিকেটার এমন সব কথা বলেন যা বিতর্কের জন্ম দেয়।”

চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) এখনও পর্যন্ত বেশ নড়বড়ে দেখিয়েছে পাকিস্তানকে। ‘হ্যান্ডশেক’ নিয়ে দড়ি-টানাটানি চালিয়ে না গিয়ে ক্রিকেটে মন দিন ফখর জামান, সলমন আলি আঘারা, চান কপিল দেব (Kapil Dev)। প্রতিবেশী দেশের জন্য তাঁর পরামর্শ, “পাকিস্তান মোটেই ভালো ক্রিকেট খেলে নি। ওদের সেটা নিয়ে খাটা প্রয়োজন। কেউ হাত মেলাবে কিংবা জড়িয়ে ধরবে কিনা সেটা তাঁর ব্যক্তিগত পছন্দ।” ভারতের ক্রিকেটীয় উত্থানের তারিফ শোনা গিয়েছে ‘হরিয়ানা হারিকেন’-এর গলায়। জানান, “গত ২০ বছর ধরেই ভারতীয় দল খুব ভালো খেলছে। আইসিসি প্রতিযোগিতায় আমাদের দল দুর্দান্ত পারফর্ম্যান্স করে। আমাদের ক্রিকেট খুবই গোছানো। আমি আশাবাদী যে টিম ইন্ডিয়া ২০২৫-এর এশিয়া কাপ জিতবে।”

রবিবার ফের মুখোমুখি ভারত-পাক-

IND vs PAK | Asia Cup 2025 | Image: Getty Images
IND vs PAK | Asia Cup 2025 | Image: Getty Images

গ্রুপ পর্বের প্রথম দু’টি ম্যাচ জিতে এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর আগেই নিশ্চিত করে নিয়েছিলো টিম ইন্ডিয়া। ভারতের বিরুধে হার খানিক ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো পাকিস্তানকে। তবে গত পরশু সংযুক্ত আরব আমিরশাহীকে ৪১ রানে হারিয়ে শেষ চারের টিকিট ছিনিয়ে নিয়েছে তারাও।  ১৪ তারিখের ম্যাচ ঘিরে যে বিতর্ক দানা বেঁধেছে তার রেশ রয়েছে এখনও। এই উত্তপ্ত আবহেই ফের একবার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। আগামী ২১ তারিখ সুপার ফোর পর্বের ম্যাচে সম্মুখসমরে দেখা যাবে উপমহাদেশের দুই বৃহৎ ক্রিকেটীয় শক্তিকে। প্রথম ম্যাচের মত দ্বিতীয় সাক্ষাতেও টিম ইন্ডিয়ার একচ্ছত্র আধিপত্য জারি থাকবে নাকি ঘুরে দাঁড়ানোর মন্ত্র খুঁজে পাবে পাকিস্তান? আপাতত সেই প্রশ্নেরই উত্তরের সন্ধানে ক্রিকেটদুনিয়া।

Also Read: Asia Cup 2025 SL vs AFG: আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা-বাংলাদেশ, আবারও হৃদয় ভাঙলো নবী-রশিদদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *