asia-cup-2025-india-vs-uae-toss-report

Asia Cup 2025: আজ এশিয়া কাপ অভিযান শুরু করতে চলেছে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমরশাহী। কি হবে ‘মেন ইন ব্লু’র টিম কম্বিনেশন তা নিয়ে আগ্রহ ছিলো ক্রিকেটজনতার। বিশেষ করে ওপেনিং-এ কাদের দেখা যাবে তা নিয়ে চলছিলো চর্চা। শেষমেশ শুভমান গিল ও অভিষেক শর্মা’র উপরেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। সূর্যকুমার (Suryakumar Yadav), তিলকরাও থাকছেন ব্যাটিং-এর দায়িত্ব সামলাতে। হার্দিক-অক্ষরদের মত কুড়ি-বিশের ফর্ম্যাটের সুপারস্টারদেরও আরবশাহীর বিরুদ্ধে মাঠে দেখা যাবে আজ। থাকছেন বুমরাহও (Jasprit Bumrah)। ধারে-ভারে অনেক পিছিয়ে থাকলেও ঘরের মাঠে চমক দিতে তৈরি আমিতশাহী। এসিসি প্রিমিয়ার কাপ জিতে এশিয়া কাপের ছাড়পত্র পেয়েছে তারা। প্রথম ম্যাচেই ভারত’কে হারিয়ে ‘অঘটন’ ঘটানোর স্বপ্ন দেখছেন মহম্মদ ওয়াসিম, আলিশান শরাফু, ধ্রুব পরাশররা।

Read More: IND vs UAE Pitch and Weather Report: প্রচন্ড গরমে দুবাইয়ের কঠিন পিচ হতে চলেছে বড়ো চ্যালেঞ্জ !!

Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-

ভারত (IND) বনাম সংযুক্ত আরব আমিরশাহী (UAE)

ম্যাচ নং- ০২

তারিখ– ১০/০৯/২০২৫

ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

Dubai International Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Dubai International Cricket Stadium, Dubai | Image: Getty Images
Dubai International Cricket Stadium, Dubai | Image: Getty Images

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সম্মুখসমরে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী (IND vs UAE)। মধ্যপ্রাচ্যের মাঠে ইনিংসের শুরুতে সাহায্য পেয়ে থাকেন ব্যাটাররা। কিন্তু ম্যাচ যত এগোয় ততই মন্থর হয়ে পড়ে বাইশ গজ। মাঝের ওভারগুলিতে কার্যকর ভূমিকা নিতে দেখা যায় স্পিনারদের। এশিয়া কাপের (Asia Cup 2025) লড়াইতে প্রথম একাদশ নির্বাচনের ক্ষেত্রে বিষয়টি নিঃসন্দেহে মাথায় থাকবে দুই দলের কোচেরই। পরিসংখ্যান বলছে যে দুবাইতে আজ অবধি সব ধরণের টুর্নামেন্ট মিলিয়ে মোট ১১০টি টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে ৫১টি ম্যাচে জয় পেয়েছে প্রথম ব্যাটিং করতে নামা দল। আর রান তাড়া করে জয়ের সংখ্যা ৫৮টি। একটি ম্যাচে কোনো ফলাফল মেলে নি। প্রথম ইনিংসে এখানে গড় স্কোর থাকে ১৩৯। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা খানিক কমে দাঁড়ায় ১২৩-এ।

Dubai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Dubai Weather Forecast | Image: Twitter
Dubai Weather Forecast | Image: Twitter

সেপ্টেম্বর মাসের তীব্র গরমেই সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে বসছে এশিয়া কাপের (Asia Cup 2025) আসর। আজ দুবাইতে স্বাগতিক দেশের মুখোমুখি টিম ইন্ডিয়া। হাওয়া অফিস সূত্রে খবর যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকার সম্ভাবনা। বৃষ্টি বিঘ্ন ঘটাবে না খেলায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ শতাংশ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যা অস্বস্তি বাড়াতে পারে ক্রিকেটারদের। ম্যাচ চলাকালীন ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে আজ।

IND vs UAE, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs UAE | Asia Cup 2016 | Image: Getty Images
IND vs UAE | Asia Cup 2016 | Image: Getty Images
  • মোট ম্যাচ- ০১
  • ভারতের জয়- ০১
  • আমিরশাহীর জয়- ০০
  • অমীমাংসিত- ০০
  • শেষ সাক্ষাতে ফলাফল- ভারত ৯ উইকেটের ব্যবধানে জয়ী

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Suryakumar Yadav and Muhammad Wasim | Image: Twitter
Suryakumar Yadav and Muhammad Wasim | Image: Twitter

সূর্যকুমার যাদব-

আমরা প্রথমে বোলিং করব। উইকেট বেশ তরতাজা মনে হচ্ছে। আজ আর্দ্রতাও রয়েছে যথেষ্ট। পরের দিকে শিশির দেখা যেতে পারে। সুযোগ পেলে ব্যাটিং’ও করব। আমাদের কিছুতেই আপত্তি নেই। কিন্তু আজ প্রথমে বোলিং-ই করতে চাই। আমরা বেশ আগেই এখানে চলে এসেছি। ৩-৪ দিন ভালো প্র্যাক্টিস সেশন হয়েছে। একদিন বিশ্রামও পেয়েছি।

মহম্মদ ওয়াসিম-

আমরাও প্রথমে বোলিং-ই করতে চেয়েছিলাম। পিচ তাজা রয়েছে। মনে হয় শুরুর দিকে বল নড়াচড়া করতে পারে। বিগত সিরিজটা আমাদের জন্য বেশ ভালো ছিলো। অনেক কিছু ইতিবাচক পেয়েছি। ঐ সিরিজটি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। স্পিনার আর ফাস্ট বোলারদের একটা দুর্দান্ত কম্বিনেশন নিয়ে আমরা মাঠে নামছি। দলে জুনিয়র আর সিনিয়রের সংখ্যাতেও ভারসাম্য রয়েছে।

দুই দলের প্রথম একাদশ-

India vs UAE | Image: Twitter
India vs UAE | Image: Twitter

ভারত (IND)-

অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

সংযুক্ত আরব আমিরশাহী (UAE)-

মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, মহম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), আসিফ খান, হর্ষিত কৌশিক, ধ্রুব পরাশর, হায়দার আলি, মহম্মদ রোহিদ খান, জুনেইদ সিদ্দিকি, সিমরনজিৎ সিং।

IND vs UAE, টস রিপোর্ট-

টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

Also Read: বিদেশের মাটিতে সৌরভ গাঙ্গুলীর দাদাগিরি, ধোনির প্রধান অস্ত্রকে ছোঁ মেরে নিলেন তুলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *