asia-cup-2025-azhar-on-handshake-gate

গত ১৪ তারিখ দুবাইতে মুখোমুখি হয়েছিলো ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বের লড়াইতে সহজেই পড়শি দেশের বিরুদ্ধে বাজিমাত করে ‘মেন ইন ব্লু।’ কিন্তু সেই দাপুটে জয় নয় বরং ম্যাচ শেষে ক্রিকেটমহলের আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলো ‘করমর্দন কেলেঙ্কারি।’ সাধারণত টসের সময় ‘হ্যান্ডশেক’ করেন দুই দলের অধিনায়ক। খেলা শেষেও হাত মেলানোর রীতি রয়েছে যুযুধান দুই পক্ষের মধ্যে। কিন্তু গত রবিবারের ম্যাচে সেই সৌজন্য দেখায় নি টিম ইন্ডিয়া (Team India)। গত এপ্রিলে পহলগামে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতেই যে পাক ক্রিকেটারদের সাথে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা, তা ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারগুলিতে স্পষ্ট করে দেন অধিনায়ক সূর্যকুমার (Suryakumar Yadav)। ভারতীয় দলের অবস্থান সঠিক নাকি অখেলোয়াড়োচিত? তা নিয়ে বিতর্ক চলছে এখনও।

Read More: IND vs PAK: ভারতের বিপক্ষে জিততে ভরসা কালাযাদু, অদ্ভুত সিদ্ধান্ত নিলো পাকিস্তান !!

সূর্যদের সমর্থন করছেন না আজহার-

IND vs PAK | Asia Cup 2025 | Image: Getty Images
IND vs PAK | Asia Cup 2025 | Image: Getty Images

সূর্য’রা (Suryakumar Yadav) হাত না মেলানোয় রুষ্ট পাক শিবির। ইতিমধ্যেই ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগপত্র জমা করেছে তারা। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ এনেছিলো পিসিবি। আইসিসি’র সাথে দিনদুয়েক চলেছে তাদের পত্রযুদ্ধ। পাইক্রফটকে এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে সরিয়ে দেওয়ার যে দাবী পিসিবি পেশ করেছিলো, তা মানে নি কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। এমনকি তাঁদের ম্যাচে দায়িত্ব যেন জিম্বাবুয়ের রেফারিকে না দেওয়া হয়, দ্বিতীয় ই-মেলে অনুরোধ করেছিলো পাক বোর্ড। মানা হয় নি সেই আর্জিও। বুধবারে আমিরশাহীর বিরুদ্ধে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি বয়কটের হুমকি দিয়েও শেষমেশ পিছু হটতে হয়েছে পাকিস্তানকে। তবে এত কিছুর পরেও ভারতের বিরুদ্ধে ক্ষোভ কমে নি পাক ক্রিকেটমহলের। কটাক্ষ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়িয়েছেন মহম্মদ ইউসুফ, শাহীদ আফ্রিদিরা।

কেন্দ্রীয় সরকার ও বিসিসিআই-এর সমর্থন রয়েছে হাত না মেলানোর সিদ্ধান্তে, জানিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। সাংবাদিক সম্মেলনে পহলগাম হামলার পাশাপাশি মে মাসের অপারেশন সিঁদুর প্রসঙ্গেও মুখ খুলেছিলেন তিনি। জয় উৎসর্গ করেন সেনাবাহিনীকেও। “করমর্দন বাধ্যতামূলক নয়। সৌজন্যের অংশমাত্র,” PTI-কে নাম গোপন রাখার শর্তে বলেছেন ভারতীয় বোর্ডের এক কর্তাও। অবশ্য রয়েছে বিরুদ্ধমতও। এক সাক্ষাৎকারে ‘হ্যান্ডশেক’ না করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রাক্তন টিম ইন্ডিয়া অধিনায়ক মহম্মদ আহজারউদ্দিন (Mohammad Azharuddin)। “আমার মনে হয় হাত মেলানোতে ভুল কিছু ছিলো না। আপনি যখন ম্যাচ খেলছেন, তখন আপনার সব কিছুই করা উচিৎ। আমি জানি না কী সমস্যা ছিলো। হয় খেলারই প্রয়োজন নেই, আর যদি খেলতে রাজী হয়ে থাকো তো সেটা মাঠে প্রতিবাদ প্রদর্শন করার জন্য যেন না হয়।”

দ্বিতীয়বার মুখোমুখি ভারত-পাক-

IND vs PAK | Asia Cup 2025 | Image: Getty Images
IND vs PAK | Asia Cup 2025 | Image: Getty Images

গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে টিম ইন্ডিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পা রেখেছে সুপার ফোর পর্বে। অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে গত রবিবার হোঁচট খেয়েছিলো ঠিকই। কিন্তু ওমান ও সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে দু’টি ম্যাচ জিতে এশিয়া কাপের (Asia Cup 2025) শেষ চারে জায়গা করে নিয়েছে তারাও। আজ দুবাইয়ের মাঠে ফের একবার মুখোমুখি উপমহাদেশীয় ক্রিকেটের দুই বৃহৎ শক্তি। এমনিতেই রাজনৈতিক ও কূটনৈতিক কারণে এবারের এশিয়া কাপের (Asia Cup 2025) ভারত-পাক দ্বৈরথ ঘিরে বাড়তি উত্তেজনা ছিলো। গত রবিবারের ‘করমর্দন কাণ্ড’ যেন বাড়তি ঘি ঢেলেছে সেই আগুনে। ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত বিশ্রাম দিয়েছিলো বুমরাহ ও বরুণ চক্রবর্তীকে। আজকের একাদশে সম্ভবত ফিরবেন তাঁরা। ব্যাটিং পজিশন বদলাতে পারে সাইম আইয়ুবের। পাক তরুণ ওপেনিং-এর বদলে খেলতে পারেন চার নম্বরে।

Also Read: Asia Cup 2025, IND vs PAK: ‘হ্যান্ডশেক’ বিতর্কে ক্ষুব্ধ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে ‘বদলা’র ম্যাচে’ ব্রহ্মাস্ত্র এই ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *