পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর একটা সময় মনে হয়েছিলো যে ভেস্তেই যাবে ২০২৫-এর এশিয়া কাপ (Asia Cup 2025)। কিন্তু শেষমেশ যাবতীয় বাধাবিপত্তিকে পিছনে ফেলে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। চলবে ২৮ সেপ্টেম্বর অবধি। দুবাই ও আবু ধাবির মাঠে হবে ম্যাচগুলি। গতবার ৬টি দল অংশ নিয়েছিলো এশিয়া কাপে। এবার অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটে। আইসিসি’র পাঁচ পূর্ণ সময়ের সদস্য-ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী, ওমান ও হং কং-এর মত অ্যাসোসিয়েট দেশও। আট দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক দল তিনটি করে গ্রুপ ম্যাচ খেলবে। এরপর দুই গ্রুপের সেরা দুই দল পৌঁছবে নক-আউট পর্বে। শীর্ষ চারটি দলকে নিয়ে চলবে রাউন্ড-রবিন লীগ। সর্বোচ্চ পয়েন্ট প্রাপক দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
দেখে নিন আট দল সম্পর্কীয় যাবতীয় তথ্য-
গ্রুপ-এ’র চার দল-
ভারত-

এশিয়া কাপের (Asia Cup) ইতিহাসে সফলতম দল টিম ইন্ডিয়া। গত মঙ্গলবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তারা। সাথে পাঁচ জনকে রাখা হয়েছে স্ট্যান্ড-বাই তালিকায়। ভারতের স্কোয়াডে অভিষেক শর্মা, তিলক বর্মা’র মত টি-২০ দুনিয়ার একঝাঁক আধুনিক সুপারস্টার। রয়েছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’ সূর্যকুমার যাদব’ও। শুভমান গিল ও জসপ্রীত বুমরাহ’র প্রত্যাবর্তন ভরসা যোগাচ্ছে সমর্থকদের।
ভারতীয় স্কোয়াড-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, হর্ষিত রাণা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
স্ট্যান্ড-বাই-
যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল।
গ্রুপ পর্বে ভারতের ক্রীড়াসূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
ভারত বনাম আমিরশাহী | ১০/০৯/২০২৫ | দুবাই |
ভারত বনাম পাকিস্তান | ১৪/০৯/২০২৫ | দুবাই |
ভারত বনাম ওমান | ১৯/০৯/২০২৫ | আবু ধাবি |
পাকিস্তান-

ভারত, সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানের সাথে গ্রুপ-এ’তে রয়েছে পাকিস্তান দল। তাদের সাম্প্রতিক ফর্ম বিশেষ ভালো নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে নাস্তানাবুদ হয়েছে তারা। তার আগে ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপ ও ২০২৪-এর টি-২০ বিশ্বকাপেও আশানুরূপ ফল করতে পারে নি পাক বাহিনী। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের মত দুই তারকাকে বাদ দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি’র নির্বাচকেরা। এশিয়া কাপে (Asia Cup 2025) তারা আস্থা রাখছে সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মহম্মদ হারিসদের উপর। রয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফও।
পাকিস্তান স্কোয়াড-
সলমন আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হাসান তালাত, খুশদিল শাহ, মহম্মদ হারিস (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সলমন মির্জা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
গ্রুপ পর্বে পাকিস্তানের ক্রীড়াসূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
পাকিস্তান বনাম ওমান | ১২/০৯/২০২৫ | দুবাই |
পাকিস্তান বনাম ভারত | ১৪/০৯/২০২৫ | দুবাই |
পাকিস্তান বনাম আমিরশাহী | ১৯/০৯/২০২৫ | দুবাই |
সংযুক্ত আরব আমিরশাহী-

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূচি অনুযায়ী ২০২৫-এর এশিয়া কাপের (Asia Cup 2025) আয়োজক হওয়ার কথা ছিলো ভারত। কিন্তু ভেন্যু সংক্রান্ত জটিলতা এড়াতে টুর্নামেন্ট সরানো হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। গত বছরের এসিসি প্রিমিয়ার কাপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের যোগ্যতা অর্জন করেছে আমিরশাহী শিবির। গ্রুপ-এ’তে ‘সারপ্রাইজ প্যাকেজ’ হয়ে ওঠাই লক্ষ্য থাকবে তাদের।
আমিরশাহী স্কোয়াড-
এখনও পর্যন্ত স্কোয়াড ঘোষণা করে নিয় আমিরশাহী ক্রিকেট বোর্ড (ECB)।
গ্রুপ পর্বে আমিরশাহীর ক্রীড়াসূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
আমিরশাহী বনাম ভারত | ১০/০৯/২০২৫ | দুবাই |
আমিরশাহী বনাম ওমান | ১৫/০৯/২০২৫ | আবু ধাবি |
আমিরশাহী বনাম পাকিস্তান | ১৯/০৯/২০২৫ | দুবাই |
ওমান-

এসিসি প্রিমিয়ার কাপ ফাইনালে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে হেরেছিলো ওমান। কিন্তু রানার্স-আপ হওয়া সত্ত্বেও নয়া নিয়ম অনুযায়ী তারা জায়গা করে নিয়েছে এশিয়া কাপের (Asia Cup 2025) মূলপর্বে। খাতায়-কলমে গ্রুপের অন্যান্য দলগুলির থেকে খানিক পিছিয়েই ওমান। কিন্তু তাও বাইশ গজে নিজেদের সেরাটাই দিতে চাইবে তারা। নজর থাকবে যতীন্দর সিং, বিনায়ক শুক্লা, সুফিয়ান মেহমুদদের দিকে।
ওমান স্কোয়াড-
যতীন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিষ ওদেদেরা, আমির কলিম, মহম্মদ নাদি, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিস্ত, করণ সোনাভালে, জাকরিয়া ইসলাম, হাসনাইন আলি শাহ, ফয়জন শাহ, মহম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব।
গ্রুপ পর্বে ওমানের সূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
ওমান বনাম পাকিস্তান | ১২/০৯/২০২৫ | দুবাই |
ওমান বনাম আমিরশাহী | ১৪/০৯/২০২৫ | আবু ধাবি |
ওমান বনাম ভারত | ১৯/০৯/২০২৫ | আবু ধাবি |
গ্রুপ-বি’র চার দল-

আফগানিস্তান-
এবারের এশিয়া কাপের (Asia Cup 2025) ‘ডার্ক হর্স’ বলা হচ্ছে আফগানিস্তানকে। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে তারা। হারিয়েছে পাকিস্তান, ইংল্যান্ডের মত প্রতিপক্ষকে। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছেছিলো আফগান আটালান। লক্ষ্য থাকবে এবারের এশিয়া কাপেও চমকপ্রদ পারফর্ম্যান্স করার। ‘টি-২০ প্লেয়ার অফ দ্য ডিকেড’ পুরস্কারজয়ী রশিদ খান থাকছেন আফগানিস্তানের নেতৃত্বে। এছাড়া মহম্মদ নবি, গুলবদিন নাইব, রহমানুল্লাহ গুরবাজ, নবীন-উল-হকদের মত টি-২০ দুনিয়ার পরিচিত মুখেদেরও দেখা যাবে মাঠে।
আফগানিস্তান স্কোয়াড-
রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদ্রান, দারউইশ রসুলি, সিদিকুল্লাহ অটল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মহম্মদ নবি, গুলবদিন নাইব, শরফুদ্দিন আশরাফ, মহম্মদ ঈশাক, মুজিব উর রহমান, আল্লাহ গজনফর, নূর আহমেদ, ফরিদ মালিক, নবীন-উল হক, ফজলহক ফারুখি।
গ্রুপ পর্বে আফগানিস্তানের সূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
আফগানিস্তান বনাম হং কং | ০৯/০৯/২০২৫ | আবু ধাবি |
আফগানিস্তান বনাম বাংলাদেশ | ১৬/০৯/২০২৫ | আবু ধাবি |
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা | ১৮/০৯/২০২৫ | আবু ধাবি |
বাংলাদেশ-

তিনবার এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু এখনও ট্রফির স্বাদ রয়ে গিয়েছে অধরাই। সেই আক্ষেপ এবার মেটাতে মুখিয়ে থাকবে টাইগারবাহিনী। সাম্প্রতিক এসিসি বা আইসিসি টুর্নামেন্টগুলিতে তাদের পারফর্ম্যান্স বিশেষ আশাব্যঞ্জক নয়। যার জন্য কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাদের। সেই কালি মুছে সাফল্যের আশা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। নজর থাকবে অধিনায়ক লিটন দাসের দিকে। টাইগারদের মূল শক্তি তাদের বোলিং তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তাস্কিন আহমেদরা হতে পারেন নায়ক।
বাংলাদেশ স্কোয়াড-
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলি অনীক, শামিম হোসেন পাটোয়ারি, কাজি নুরুল হাসান সোহান, শেখ মেহদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাস্কিন আহমেদ, শরিফুল ইসলাম, সইফ উদ্দিন।
গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
বাংলাদেশ বনাম হং কং | ১১/০৯/২০২৫ | আবু ধাবি |
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | ১৩/০৯/২০২৫ | আবু ধাবি |
বাংলাদেশ বনাম আফগানিস্তান | ১৬/০৯/২০২৫ | আবু ধাবি |
শ্রীলঙ্কা-

ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার থেকেও যথেষ্ট প্রত্যাশা থাকবে সমর্থকদের। গত বারের এশিয়া কাপ (Asia Cup 2025) ফাইনালে ভারতের বিরুদ্ধে কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়েছিলো তারা। সেই হতাশা কাটানোর সংকল্প থাকবে চরিথ আশালঙ্কার দলের। দলঘোষণার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছে লঙ্কান ক্রিকেট নিয়ামক সংস্থা। তবে মাথিশা পাথিরাণা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গাদের সম্ভাব্য তারকা হিসেবে চিহ্নিত করছে বিশেষজ্ঞমহল।
শ্রীলঙ্কা স্কোয়াড-
এখনও পর্যন্ত স্কোয়াড ঘোষণা করে নি লঙ্কান ক্রিকেট বোর্ড।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার ক্রীড়াসূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ | ১৩/০৯/২০২৫ | আবু ধাবি |
শ্রীলঙ্কা বনাম হং কং | ১৫/০৯/২০২৫ | দুবাই |
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান | ১৮/০৯/২০২৫ | আবু ধাবি |
হং কং-

এতদিন কেবলমাত্র এসিসি প্রিমিয়ার কাপের চ্যাম্পিয়নই জায়গা পেত এশিয়া কাপের (Asia Cup 2025) মূলপর্বে। কিন্তু এবার নিয়ম বদলেছে মহাদেশীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। প্রথম তিনটি দলকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তাই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরশাহী, রানার্স-আপ ওমানের সাথে তৃতীয় স্থানাধিকারী হং কং-ও খেলছে এশিয়া কাপে। তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে তারা হারিয়েছিলো নেপালকে। বাবর হায়াত, অংশুমান রথদের মত তারকাদের উপর নজর থাকবে ক্রিকেটজনতার।
হং কং স্কোয়াড-
ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত, জিশান আলি, নিয়াজাকাত খান মহম্মদ, নাসরুল্লাহ রাণা, মার্টিন ক্যুৎসিয়ে, অংশুমান রথ, কলহন মার্ক চাল্লু, আয়ুষ আশিষ শুক্লা, মহম্মদ আইজাজ খান, আতিল উল রহমান ইকবাল, কিঞ্চিৎ শাহ, আদিল মাহমুদ, হারুন মহম্মদ আর্শাদ, আলি হাসান, শাহীদ ওয়াসিফ, গজনফর মহম্মদ, মহম্মদ ওয়াহিদ, আনাস খান, এহসান খান।
গ্রুপ পর্বে হং কং-এর সূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
হং কং বনাম আফগানিস্তান | ০৯/০৯/২০২৫ | আবু ধাবি |
হং কং বনাম বাংলাদেশ | ১১/০৯/২০২৫ | আবু ধাবি |
হং কং বনাম শ্রীলঙ্কা | ১৫/০৯/২০২৫ | দুবাই |
এশিয়া কাপের পূর্বতন চ্যাম্পিয়নেরা-

১৯৮৪ সালে শুরু হয় এশিয়া কাপ। এখনও অবধি টুর্নামেন্টের ১৬টি সংস্করণ আয়োজিত হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে তিন দেশ-ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল টিম ইন্ডিয়া। তারা জিতেছে আট বার। শ্রীলঙ্কা জিতেছে ছয় বার এবং পাকিস্তান জিতেছে ২ বার।
বছর | ফর্ম্যাট | চ্যাম্পিয়ন |
১৯৮৪ | ওয়ান ডে | ভারত |
১৯৮৬ | ওয়ান ডে | শ্রীলঙ্কা |
১৯৮৮ | ওয়ান ডে | ভারত |
১৯৯০-৯১ | ওয়ান ডে | ভারত |
১৯৯৫ | ওয়ান ডে | ভারত |
১৯৯৭ | ওয়ান ডে | শ্রীলঙ্কা |
২০০০ | ওয়ান ডে | পাকিস্তান |
২০০৪ | ওয়ান ডে | শ্রীলঙ্কা |
২০০৮ | ওয়ান ডে | শ্রীলঙ্কা |
২০১০ | ওয়ান ডে | ভারত |
২০১২ | ওয়ান ডে | পাকিস্তান |
২০১৪ | ওয়ান ডে | শ্রীলঙ্কা |
২০১৬ | টি-২০ | ভারত |
২০১৮ | ওয়ান ডে | ভারত |
২০২২ | টি-২০ | শ্রীলঙ্কা |
২০২৩ | ওয়ান ডে | ভারত |