Asia Cup 2023: টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার এবং ইশান কিষাণের মধ্যে এ দিন মারকুটে মেজাজ দেখা যায়। এ দিন, বেশ কিছুটা সময় ব্যাট হাতে চুপচাপ থাকা হার্দিক এ দিন পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন। তিনি বেছে বেছে পাকিস্তানের প্রতিটি বোলারকে বাউন্ডারির বাইরে পাঠান। একইসঙ্গে এই ব্যাপারে পিছিয়ে ছিলেন ইশানও। যাই হোক, কিভাবে এই দু’জন হঠাৎ আক্রমণত্মক হলেন? এর কারণও সামনে এসেছে। একটি ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা পরিস্কার হয়ে যাবে।
পাক বোলারদের নাস্তানাবুদ করলেন হার্দিক-ইশান
ঘটনাটি ঘটে ৩৭তম ওভারে। এই ওভারের প্রথম বলেই মোহাম্মদ নওয়াজকে চার মারেন ইশান কিষাণ। এর পর শুরু হয় তাণ্ডব। সঙ্গে সঙ্গে ঈশান একটি চার মারেন। এর পরপরই স্টেডিয়ামে ডিজে বেজে ওঠে আদিপুরুষ ছবির রাম সিয়া রাম গানটি। ইশানের পর হার্দিকও উত্তেজিত হয়ে পড়েন এবং একসঙ্গে পাকিস্তানি বোলারদের মারতে শুরু করেন। এই নিয়ে একটি ভিডিওও সামনে এসেছে। লক্ষণীয় যে এই ম্যাচে, টিম ইন্ডিয়ার টপ অর্ডার তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। অন্যদিকে হার্দিক-ইশান পাক বোলারদের নিজেদের ক্যারিশমা দেখান । তবে দুজনেই ভালো খেলেও তাদের সেঞ্চুরি মিস করেন। এই ম্যাচে ঈশান ৮২ রানের ইনিংস খেলেন, আর হার্দিক ৮৭ রানের ইনিংস খেলেন।
দেখুন সেই ভিডিও:
for a second I thought i heard wrong. But stadium mein seriously ram siya ram bajj raha hai boundary ke baad?!#INDvPAK pic.twitter.com/fT0hE6kn7c
— ananya (@notexhausted) September 2, 2023