Asia Cup 2023: ২০২৩ সালের অন্যতম বড় টুর্নামেন্ট এশিয়া কাপের তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হবে। মেগা ইভেন্ট হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। পাকিস্তানে মাত্র ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং বাকি ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
ভারত-পাকিস্তানের মধ্যে লড়াই দেখতে অধীর আগ্রহে রয়েছে গোটা বিশ্বের ক্রিকেট ভক্তরা। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল। সেই হাইভোল্টেজ ম্যাচে বিরাট কোহলির মারকাটারি ইনিংস টিম ইন্ডিয়াকে বাবর আজমের পাকিস্তান দলকে হারাতে সাহায্য করেছিল।
Read More: Team India: অপেক্ষার অবসান ঘটল যশস্বী জয়সওয়াল, সঙ্গে ঋতুরাজ গায়কওয়াডও পেলেন দলে জায়গা !!
এশিয়া কাপ ২০২৩ এর সম্পূর্ণ সময়সূচী
এশিয়া কাপ ২০২৩ শুরু হবে ৩১ আগস্ট থেকে। টিম ইন্ডিয়া তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এদিকে, এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের মধ্যে ক’টি ম্যাচ হবে তা জানতে উচ্ছ্বসিত ভক্তরা। আসলে এবার ভারত-পাকিস্তানের একাধিক ম্যাচ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এটা জানিয়ে রাখা উচিত যে, এশিয়া কাপ ২০২৩ এবার তিনটি পর্বে আয়োজিত হবে। প্রথমে সব দল গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এরপর সুপার-৪ ম্যাচ হবে ৪টি দলের মধ্যে। এমন পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের মধ্যে অন্তত ২টি ম্যাচ খেলা তৈরি হবে এবং দুই দল ফাইনালে উঠলে ৩টি ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে।
India and Pakistan can potentially face each other 3 times in the Asia Cup 2023.
The tournament to kick off from 31st August and the Final will be played on 17th September. pic.twitter.com/ITIEyukukN
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 15, 2023
এশিয়া কাপে ভারত-পাক সংঘর্ষ
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথমে গ্রুপ পর্বে বাবর আজমের দলের মুখোমুখি হবে। এরপর যদি দুই দলই সুপার-৪-এ যোগ্যতা অর্জন করে, তাহলে সেখানে দুজন একে অপরের মুখোমুখি হবে। এছাড়া ভারত-পাকিস্তান দল ফাইনালে উঠলে ট্রফি জয়ের লড়াইয়ে মুখোমুখি হতে পারে দুই শিবির। সব মিলিয়ে দুই দেশের ক্রিকেট ফ্যানরা অধীর আগ্রহে এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে।