অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথেই বোমা ফাটিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। গাব্বা টেস্টের পর জানান যে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানতে চলেছেন তিনি। ২০১০ সালে নীল জার্সিতে টি-২০ ও একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিলো তাঁর। টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয় পরের বছর দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম)। ১৪ বছরের কেরিয়ারে বহু মাইলস্টোন স্পর্শ করেছেন অশ্বিন (Ravichandran Ashwin)। ২০১১ সালে জিতেছেন ওডিআই বিশ্বকাপ, ২০১৩তে জিতেছেন চ্যাম্পিয়নস ট্রফি। টেস্টে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার নজির গড়েছেন তিনি। পিছনে ফেলেছেন হরভজন সিং, কপিল দেবদের মত কিংবদন্তিদের। সর্বোচ্চ সংখ্যক ম্যাচ অফ দ্য সিরিজ হওয়ার রেকর্ড’ও গড়েছেন তামিলনাড়ুর তারকা। তাঁর অবসরে ভারতীয় ক্রিকেটের এক সোনালী অধ্যায়ের ঘটলো পরিসমাপ্তি।
Read More: মেলবোর্নে জয় নিশ্চিত অস্ট্রেলিয়ার, ট্রেভিস হেড নয় বরং এই ৩ খেলোয়াড় হতে চলেছেন ভারতের ‘মাথা ব্যাথা’ !!
ক্রিকেটকে এখনই বিদায় জানাবেন না অশ্বিন-
ভারতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন ৩৮ বর্ষীয় অশ্বিন (Ravichandran Ashwin)। কিন্তু বাইশ গজের দুনিয়াকে এখনও পুরোপুরি বিদায় জানাতে চান না তিনি। গাব্বাতে সাংবাদিক সম্মেলনে এসে আন্তর্জাতিক অবসরের পাশাপাশি ঘোষণা করেছেন যে ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আঙিনায় দেখা যাবে তাঁকে। অশ্বিন বলেন, “সব ফর্ম্যাটে একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে এটাই আমার শেষ দিন। আমি মনে করি যে এখনও একজন খেলোয়াড় হিসেবে কিছু আমার দেওয়ার রয়েছে। কিন্তু সেটা আন্তর্জাতিক স্তরে নয়, বরং ক্লাব স্তরেই সীমাবদ্ধ রাখতে চাই আমি।” এছাড়াও দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন সুখ-দুঃখের স্মৃতিচারণ করতে শোনা গিয়েছিলো তাঁকে। ধন্যবাদ জানান বহু যুদ্ধের সঙ্গী রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানাদের। এমনকি সংবাদমাধ্যমের কাছেও বিদায়বেলায় আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।
চেন্নাইয়ের জার্সিতে দেখা যাবে অশ্বিন’কে-
চেন্নাই সুপার কিংসের জার্সিতেই আইপিএল অভিযান শুরু করেছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। সাত মরসুম ছিলেন সেখানে। এরপর দিল্লী, পুণে, পাঞ্জাব, রাজস্থানের মত দল ঘুরে ফের চেন্নাই ফ্র্যাঞ্চাইজিতেই প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। এবারের মেগা নিলামে তাঁর জন্য ৯.৭৫ কোটি টাকা খরচ করেছে সিএসকে (CSK)। ‘ঘর ওয়াপসি’র জন্য মুখিয়ে রয়েছেন অশ্বিন স্বয়ং। অবসরের পর দেশে ফিরে জানিয়েওছেন সেই কথা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অবসরের সিদ্ধান্ত একান্তই আমার। আপাতত অলস জীবন কাটাবো। আমার কোনো আক্ষেপ নেই। যথেষ্ট খুশি আমি।” ভবিষ্যৎ পরিকল্পনাও ফাঁস করেন কিংবদন্তি। জানান, “আমি সিএসকে’র হয়ে খেলতে চাই। যতদিন পারবো খেলার চেষ্টা করবো। আমি মনে করি না যে ক্রিকেটার অশ্বিন ফুরিয়ে গিয়েছেন। তবে ভারতীয় ক্রিকেটার অশ্বিনের দৌড় হয়ত শেষ হয়েছে।”
বিতর্ক বাড়িয়েছেন অশ্বিনের বাবা-
সাংবাদিকদের অশ্বিন (Ravichandran Ashwin) জানিয়েছিলেন যে তাঁর ক্রিকেট জীবনে কোনো অপ্রাপ্তি বা আক্ষেপ নেই। অবসরের পরেও তিনি যথেষ্ট খুশি। কিন্তু তাঁর বাবা রবিচন্দ্রণের মন্তব্যে শোনা গিয়েছিলো উলটো সুর। নিউজ-১৮’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “আমিও (অবসরের সিদ্ধান্ত) শেষ মুহূর্তেই জানতে পেরেছি।এমনটা যে হতে পারে তার কোনো আগাম পূর্বাভাস আমার কাছে ছিলো না। ও যে অবসর নিয়েছে তাতে আমি একাধারে বেশ খুশি। কিন্তু আবার মনে হচ্ছে যে আরও কিছুদিন খেলা চালিয়ে গেলেও পারত।” “অবসর পুরোপুরিই অশ্বিনের সিদ্ধান্ত, আমার এতে হস্তক্ষেপ করার কিছু নেই। কিন্তু যেভাবে সরে দাঁড়িয়েছে, তার পিছনে অনেক কিছুই থাকতে পারে। হয়ত অপমানিত হয়েছিলো,” জুড়ে দেন তিনি। দ্রুত ড্যামেজ কন্ট্রোলে নামেন অশ্বিন স্বয়ং। ট্যুইটারে লেখেন, ‘আমার বাবা জানেন না সংবাদমাধ্যম সামলাতে পারদর্শী নন। ওনাকে বিতর্কে জড়াবেন না।”
দেখুন অশ্বিনের ট্যুইট-
My dad isn’t media trained, dey father enna da ithelaam 😂😂.
I never thought you would follow this rich tradition of “dad statements” .🤣
Request you all to forgive him and leave him alone 🙏 https://t.co/Y1GFEwJsVc
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 19, 2024