আগামী মরসুমের আইপিএল (IPL) নিয়ে চড়ছে প্রত্যাশার পারদ। সামনেই রয়েছে মেগা অকশন। ক্রিকেটমহলের আলোচনায় প্রতিনিয়ত জায়গা করে নিচ্ছে তা। রিলিজ-রিটেনশন নিয়ে রয়েছে কৌতূহল। কতজনকে ধরে রাখা যাবে, কারাই বা নাম লেখাবেন নিলামে, বিপুল অর্থের বিনিময়ে নতুন দলে জায়গা করে নেবেন কোন কোন ক্রিকেটার? প্রশ্নের উত্তরের সন্ধান করছেন উৎসাহী ক্রিকেটজনতা। এখনও পর্যন্ত নিলামের দিনক্ষণ, নিয়মনীতি, কিছুই সামনে আনে নি বিসিসিআই। নিয়ামক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষায় সকলে। এই আবহেই সাড়া ফেলে দিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। সম্প্রতি ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্তের (Krishnamachari Srikkanth) ইউটিউব চ্যালেন চিকি-চিকা’য় একটি সাক্ষাৎকার দিয়েছেন অশ্বিন। সেখানে সর্বকালের সেরা আইপিএল (IPL) একাদশ বেছে নিতে দেখা গেলো তাঁকে।
Read More: IPL 2025: জাতীয় দলের ডাক পেতেই ভাগ্য খুলছে রিয়ান পরাগের, আইপিএলে পাচ্ছেন এই গুরুদায়িত্ব !!
ব্যাটিং বিভাগে ভারতীয়দের ভীড়-
রবিচন্দ্রণ অশ্বিনের পছন্দের আইপিএল (IPL) একাদশের ব্যাটিং বিভাগে ভীড় ভারতীয়দের। বিদেশীর সংখ্যা মাত্র ১। ওপেনার হিসেবে তিনি বেছে নিয়েছেন রোহিত শর্মা’কে (Rohit Sharma)। ৬৬২৮ রানের মালিক তিনি। সাথে থাকছেন বিরাট কোহলি (Virat Kohli)। টুর্নামেন্টের ইতিহাসে তাঁর চেয়ে বেশী রান করেন নি কেউই। ৮০০৪ রানের পাশাপাশি সংগ্রহে ৮টি শতরান রয়েছে তাঁর। ভারতীয় মহাতারকা জুটিকে ওপেনিং স্লটে জায়গা দিতে গিয়ে ডেভিড ওয়ার্নার (David Warner) ও ক্রিস গেইলের (Chris Gayle) মত আইপিএলের (IPL) দুই কিংবদন্তিকে একাদশে রাখতে পারেন নি তিনি। যথাক্রমে ৬৫৬৫ ও ৪৯৬৫ রান রয়েছে তাঁদের দু’জনের। তিন নম্বরে অশ্বিন রেখেছেন সুরেশ রায়না’কে (Suresh Raina)। মিস্টার আইপিএল নামে পরিচিত রায়না চেন্নাই সুপার কিংসের জার্সিতে কাটিয়েছেন কেরিয়ারের অধিকাংশ সময়। তাঁর সংগ্রহে ২০৫ ম্যাচে ৫৫২৮ রান।
চার নম্বরে অশ্বিন জায়গা করে দিয়েছেন সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav)। ভারতের অন্যতম সেরা টি-২০ ব্যাটার আইপিএলে (IPL) খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। ১৫০ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৩৫৩৪ রান। ২টি শতরানেরও মালিক তিনি। পাঁচে রয়েছেন এ বি ডিভিলিয়ার্স (AB de Villiers)। ব্যাটিং বিভাগের একমাত্র বিদেশী সদস্য তিনি। দিল্লী ডেয়ারডেভিলস (ক্যাপিটালস)-এর হয়ে আইপিএল অভিষেক হলেও বেশী ম্যাচ প্রোটিয়া কিংবদন্তি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ১৮৪ ম্যাচে তিনি করেছেন ৫১৬২ রান। শতরানের সংখ্যা ৩। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে অশ্বিনের পছন্দ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংস কিংবদন্তি করেছেন ৫২৪৩ রান। রোহিত ও ধোনি, অধিনায়ক হিসেবে দু’জনেই পাঁচটি করে আইপিএল জিতেছেন। কিন্তু নেতা হিসেবে অশ্বিন বেছেছেন ধোনি’কেই।
দুই স্পিনার, তিন পেসার পছন্দ অশ্বিনের-
পছন্দের একাদশে ছ’জন ব্যাটার ও পাঁচ জন বোলারকে জায়গা দিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। বোলিং বিভাগের পাঁচ তারকার মধ্যে তিন জন বিদেশী ও ভারতীয়ের সংখ্যা দুই। আফগানিস্তানের রশিদ খান ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনকে (Sunil Narine) সুযোগ দিয়েছেন তিনি। দু’জনেরই পারফর্ম্যান্স অনবদ্য। ২০১২ থেকে নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলছেন নারাইন। জিতেছেন তিনটি ট্রফি। ১৭৭ ম্যাচে ১৮০ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ১৫৩৪ রান করেছেন তিনি। রয়েছে শতরান’ও। অন্যদিকে আফগানিস্তানের তরুণ তুর্কি রশিদ খান (Rashid Khan) ইতিমধ্যেই ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক প্রতিষ্ঠিত নাম। সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাত টাইটান্সের হয়ে খেলেছেন তিনি। ১২১ ম্যাচে নিয়েছেন ১৪৯ উইকেট। একাধিক ম্যাচে ব্যাট হাতেও হয়েছেন উদ্ধারকর্তা। তবে আইপিএলের ইতিহাসে সফলতম বোলার যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) সুযোগ দেন নি অশ্বিন। ২০৫ উইকেটের মালিক তিনি।
তিন পেসারের মধ্যে দু’জন ভারতীয় ও একজন বিদেশী রয়েছেন। অশ্বিন বেছে নিয়েছেন ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar)। পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন তিনি। ঝুলিতে ১৮১ উইকেট। একাধিক বার সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপ জেতার নজির রয়েছে তাঁর। এছাড়াও থাকছেন মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ১৩৩ ম্যাচে তিনি তুলে নিয়েছেন ১৬৫ উইকেট। ইকোনমি রেট’ও নজরকাড়া। এছাড়া অশ্বিনের দলের এগারোতম সদস্য হিসেবে রয়েছেন লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। বুমরাহ’র মতই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই কেটেছে তাঁর আইপিএল কেরিয়ারে। ভারতীয় তরুণের ‘মেন্টর’ও ছিলেন তিনি। ১২২ ম্যাচে তিনি নিয়েছেন ১৭০ উইকেট। আইপিএল ইতিহাসে অন্যতম সফল অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোকে দলে রাখতে পারেন নি অশ্বিন। তাঁর ঝুলিতে ১৮৩ উইকেট ও ১৫৬০ রান রয়েছে। জায়গা পান নি ভারতের হার্দিক পান্ডিয়াও।
এক নজরে অশ্বিনের পছন্দের IPL একাদশ-
রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, সূর্যকুমার যাদব, এবি ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক/অধিনায়ক), সুনীল নারাইন, রশিদ খান, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, লাসিথ মালিঙ্গা।
Also Read: IPL 2025: ক্রুণাল পাণ্ডিয়ার হাতে নেতৃত্বের ব্যাটন, রাহুলের উত্তরসূরি বেছে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!