ashwin-on-ind-vs-pak-game-at-asia-cup

Asia Cup 2025: গত এপ্রিল মাসের ২২ তারিখ এক নৃশংস ঘটনার সাক্ষী থেকেছিলো কাশ্মীরের পহলগাম। নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলো পাক-মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। পাল্টা দেয় ভারতীয় সেনাবাহিনী। ৭ মে ভোররাতে শুরু হয় ‘অপারেশন সিঁদুর।’ ক্ষেপনাস্ত্র হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি। পাক সেনার হামলার চেষ্টাও রুখে দিয়েছিলো ভারতের সামরিক বাহিনী। ১০ মে যুদ্ধবিরতির ঘোষণা করে দুই দেশ। অতীতেও বারবার ভারতে জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এবারও একই ঘটনা ঘটায় ক্ষোভে ফুঁসছে দেশবাসী। রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে তো বটেই, ক্রীড়াক্ষেত্রেও পড়শি দেশের সাথে সবরকমের সম্পর্ক মুছে ফেলা হোক, উঠছে দাবী। এর মাঝে এশিয়া কাপের (Asia Cup 2025) সূচিতে ভারত-পাক ম্যাচ থাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশে।

Read More: এশিয়া কাপের আগে বড়ো ধাক্কা, চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার !!

ক্ষোভ উগড়ে দিয়েছেন অশ্বিন-

Ravichandran Ashwin | Asia Cup | Image: Getty Images
Ravichandran Ashwin | Image: Getty Images

ভারত-পাক দড়ি-টানাটানির কারণে এশিয়া কাপ (Asia Cup 2025) আদৌ হবে কিনা তা নিয়েই সংশয়ে ছিলো ক্রিকেটদুনিয়া। জটিলতা বেড়েছিলো ঢাকায় এসিসি’র বৈঠকে বিসিসিআই যোগ দিতে অস্বীকার করায়। ভারতের পাশে দাঁড়িয়েছিলো আফগানিস্তান ও শ্রীলঙ্কা বোর্ড’ও। ঢাকায় প্রতিনিধি পাঠাতে রাজী ছিলো না তারাও। কিন্তু দিনকয়েকের মধ্যেই বদলে যায় সম্পূর্ণ পরিস্থিতি। ভারত রাজী হয় বৈঠকে যোগ দিতে। এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজনের ক্ষেত্রেও দেওয়া হয় সবুজ সংকেত। সেইমত গতকাল টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর অবধি সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে চলবে খেলা। ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। ১৪ তারিখ মুখোমুখি হওয়ার কথা তাদের। এরপর শেষ চার পর্ব ও ফাইনাল মিলিয়ে সাক্ষাৎ হতে পারে আরও দুই বার।

দিনকয়েক আগে এজবাস্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL) টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার কথা ছিলো ভারত ও পাকিস্তানের। কিন্তু দেশভক্তি দেখিয়ে পাক প্রাক্তনীদের বিরুদ্ধে মাঠে নামতে রাজী হন নি হরভজন সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না’রা। তাঁদের সেই পদক্ষেপের সাথে বিসিসিআই-এর পন্থা যে মিলছে না তা স্পষ্ট এশিয়া কাপের সূচিতে ভারত-পাক ম্যাচ থাকাতেই। দেশভক্তির থেকে ক্রিকেট নিয়ামক সংস্থার কাছে কি অর্থই এগিয়ে? গতকালের পর উঠতে শুরু করেছে এই প্রশ্ন। বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবী করা হয়েছে যে প্রাক্তন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) নাকি বলেছেন, “চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে টাকার অঙ্কটা অল্প। তাই সেটা বাতিল করা গিয়েছিলো। কিন্তু এশিয়া কাপে ভারত ঠিকই খেলছে পাকিস্তানের বিরুদ্ধে। বিসিসিআই সেটা বাতিল করে নি। আসলে অর্থের পরিমাণের উপরেই দেশভক্তি নির্ভর করে।”

এক্স হ্যান্ডেলে প্রশ্ন দানিশ কানেরিয়ার-

Danish Kaneria | Image: Twitter
Danish Kaneria | Image: Twitter

নানা সময় পাকিস্তান ও পাক ক্রিকেট বোর্ডের দিকে আঙুল তুলে সংবাদ শিরোনামে জায়গা করে নেন পড়শি দেশের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া (Danish Kaneria)। এশিয়া কাপের (Asia Cup 2025) সূচি ঘোষিত হওয়ার পর হরভজন, রায়না, ধাওয়ানদের কাঠগড়ায় তুলেছেন তিনি। প্রাক্তন লেগস্পিনার টেনে এনেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে ম্যাচ বাতিলের প্রসঙ্গ। ট্যুইট করেছেন, “ভারতীয় খেলোয়াড়রা WCL বয়কট করেছিলেন এবং বলেছিলেন সেই সিদ্ধান্ত নাকি দেশের স্বার্থে। কিন্তু এশিয়া কাপে সেই পাকিস্তানের বিপক্ষে খেলতে কোনো সমস্যা নেই? যদি পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলতে সমস্যা না থাকে তাহলে WCL-ও না খেলার কোনো কারণ ছিলো না। যেখানে সুবিধা সেখানে দেশভক্তি দেখানো বন্ধ কর। খেলাকে খেলার মত থাকতে দাও-প্রোপাগাণ্ডা বানিয়ে দিও না।”

দেখুন কানেরিয়ার ট্যুইট’টি-

Also Read: Asia Cup 2025: ঘোষিত এশিয়া কাপের সূচি, এই দিনে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *