3-stars-to-retire-when-gambhir-takes-charge

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরে প্রকাশ্যে আসতে চলেছে টিম ইন্ডিয়ার (Team India)নতুন হেড কোচের নাম। প্রসঙ্গত আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) ভারতীয় দলের কোচ হিসেবে দেখা যাবে। এরপর দলের নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে কিংবদন্তি ক্রিকেটার গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) ইতিমধ্যেই গৌতম গম্ভীরের সঙ্গে শলাপরামর্শ সেরে নিয়েছেন। গৌতমের কাজে বেশ খুশি হয়েছেন বোর্ড সচিব জয় শাহ এবং আইপিএল ফাইনাল শেষে গৌতম গম্ভীরের পিছন পিছন ঘুরতেও দেখা গিয়েছিল জয়কে, যে কারণে ভক্তরা ভেবেই নিয়েছেন ভারতীয় দলের আগামী কোচ হতে চলেছেন গৌতম।

শুধু তাই নয়, গত তিন আইপিএল মরসুম জুড়ে গম্ভীরকে লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে মেন্টরের ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। ২০২২ ও ২০২৩ সালে গম্ভীর যখন লখনৌ সুপার জায়ান্টস দলের মেন্টর ছিলেন তখন দলটি প্লে অফের জন্য কোয়ালিফাই করেছিল এবং গৌতম দল ছাড়তেই চলতি মৌসুমে তারা কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে গত দুই মৌসুম জুড়ে পয়েন্ট তালিকায় নিচের দিকেই সমাপ্ত করেছিল কলকাতা নাইট রাইডার্স।

Read More: কপাল পুড়ল ধনশ্রীর, অন্য মহিলার হাত ধরে নিউ ইয়র্ক পাড়ি দিলেন যুজবেন্দ্র চাহাল !!

ভারতীয় দলের কোচ হচ্ছেন গৌতম গম্ভীর

Gautam Gambhir, team india
Gautam Gambhir | Image: Getty Images

কিন্তু এবছর মেন্টর হিসেবে প্রাক্তন নাইট অধিনায়ক ফিরতেই দলের ভারসাম্য ও দলের পারফরমেন্স একেবারেই পরিবর্তন হতে দেখা গেল। এমনকি মেগা ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের মতন শক্তিশালী দলকে নিমেষেই পরাস্ত করে কলকাতা দীর্ঘ ১০ বছর পর আবার একবার ট্রফি জয়ের স্বাদ নিয়েছিল। গৌতম গম্ভীরের কাজে রীতিমতন খুশী হয়েছেন বিসিসিআইয়ের অধিকারীরা। তাই এটা বিশ্বাস করা হচ্ছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ভারতীয় কোচ হিসেবে গম্ভীরকেই নিয়োজিত করতে চলেছেন।

রাহুল দ্রাবিড়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমান ভারতীয় দলের ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ ও বোলিং কোচদের পরিবর্তন হবে। যার ফলে এই পদগুলি বর্তমানে শূন্যপদ হিসেবেই ধরা যেতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড গম্ভীররের সতীর্থ ক্রিকেটারকে ভারতীয় দলের বোলিং কোচ হিসাবে নিয়োগ করতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪১ উইকেট নেওয়া আশিষ নেহরা হতে পারেন ভারতীয় দলের পরবর্তী বোলিং কোচ।

আশিষ নেহরা হবেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ

Ashish nehra, bcci, team india
Ashish Nehra | Image: Getty Images

বেশকিছু সূত্রের খবর অনুযায়ী দিল্লির এই দুই ক্রিকেটারের যুগলবন্দিতে ভারতীয় দল (Team India) তাদের আগামী যাত্রা শুরু করতে চায়। প্রসঙ্গত পহেলা জুলাই থেকে ভারতীয় দলের হেড কোচ সহ বাঁকি কোচগুলির পরিবর্তন হবে। এই পরিস্থিতিতে গম্ভীরের (Gautam Gambhir) প্রথম সহযোগী হতে চলেছেন তার সতীর্থ আশিষ নেহেরা (Ashish Nehra)। ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় নাম হলো নেহরা। ক্যারিয়ার জুড়ে একাধিক বার চোটের মুখোমুখি হয়েছিলেন নেহরা। তাই খুব বেশি টেস্ট ম্যাচ খেলতে পারেননি তিনি ১৭ টি টেস্টে তিনি ৪৪ টি উইকেট নিয়েছেন তিনি।

তবে ১২০টি ওডিআই ম্যাচ খেলে ১৫৭ টি উইকেট নিয়েছিলেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে ২৭ ম্যাচে ৩৪ উইকেট পেয়েছিলেন এই কিংবদন্তি বোলার। এমনকি আইপিএলেও ৮৮ এই ম্যাচে ১০৬ টি উইকেট পেয়েছিলেন তিনি। ২০২২ সাল থেকে গুজরাট টাইটান্স দলের প্রধান কোচের ভূমিকায় তাকে দেখা গিয়েছে, প্রথম মৌসুমেই গুজরাট দলকে চ্যাম্পিয়ন করানোর পিছনে তার ভূমিকা ছিল বিশাল। পাশপাশি ২০২৩ মরশুমেও গুজরাত ফাইনালের জন্য কোয়ালিফাই করে গিয়েছিল।

Read Also: Team India: আয় বাড়ছে রোহিত, বিরাটদের, টেস্ট ক্রিকেটারদের জন্য বিশেষ বোনাসের চিন্তাভাবনা বোর্ডের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *