এই মুহূর্তে ভারতীয় দল ইংল্যান্ড (ENG vs IND) সফরে রয়েছে। যেখানে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছর ৫ টেস্ট ম্যাচের সিরিজের বাকি থাকা পঞ্চম টেস্ট ম্যাচ খেলছে। এই ম্যাচের আগে ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু লিস্টারশায়ারের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ তিনি করোনা (Corona) আক্রান্ত হয়ে যান। এরপরই ঠিক করা হয় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সহঅধিনায়কের দায়িত্বে থাকা ভারতীয় দলের জোরে বোলার জসপ্রীত বুমরাহ (jasprit Bumrah)। দায়িত্ব পেয়েই দলকে সামনে থেকে নেতৃত্ব দেন বুমরাহ। এই ম্যাচে বোলিং আর ব্যাটিং দুই বিভাগেই দলকে একদম সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এই তারকা বোলার। পঞ্চম টেস্ট বুমরাহের ব্যাট থেকে ১৬ বলে ৩১ রান করেছেন, সেই সঙ্গে তিনি নিজের নামও ইতিহাসে নথিভুক্ত করে ফেলেছেন।
৪৬ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন বুমরাহ
Jasprit Bumrah's 31* is now the highest by any debutant captain in Test history while batting at #10.
The previous highest was 30 by Bishan Bedi at Christchurch in 1976.#IndvEng #IndvsEng— Mohandas Menon (@mohanstatsman) July 2, 2022
জসপ্রীত বুমরাহ স্বাভাবিকভাবেই সারা বিশ্বে একজন বিশ্বস্তরীয় বোলার হিসেবে পরিচিত। নিজের বোলিংয়ের কারণে প্রায়শই শিরোনামে থাকেন তিনি। কিন্তু এবার তিনি ব্যাট হাতেও সকলকে চমকে দিয়েছেন। বোলিংয়ে বুমবুম বুমরাহ নামে জনপ্রিয় জসপ্রীত ১৬ বলে ৩১ রান করেন সেই সঙ্গে অধিনায়ক হিসেবে তিনি ৪৬ বছরের এক পুরনো রেকর্ডকেও ভেঙে দিয়েছেন।
অধিনায়ক হিসেবে এই ম্যাচে বুমরাহ ১০ নম্বরে ব্যাটিং করে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েন বুমরাহ। এর আগে ভারতীয় দলের কিংবদন্তী প্রাক্তন স্পিনার তথা অধিনায়ক বিষেণ সিং বেদীর নামে ছিল। ১৯৭৬ সালে বিষেণ সিং বেদী ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ডেবিউ ম্যাচেই ৩০ রান করেছিলেন।
বোলিংয়েও কৃতিত্ব দেখিয়েছেন বুমরাহ
বর্তামানে ইংল্যান্ডের বিরুদ্ধে চলা সিরিজের পঞ্চম ম্যাচে ভারতীয় দল আগে থেকেই ২-১ ফলাফলে এগিয়ে রয়েছে। অধিনায়ক হিসেবে বুমরাহের এটাই প্রথম ম্যাচ। ফলে স্বভাবতই নিজের নেতৃত্বের অভিষেককে স্মরণীয় করে রাখতে বুমরাহ নিজের সর্বশক্তি প্রয়োগ করছেন। এই ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় অধিনায়ক বুমরাহ নিজের গতি এবং বোলিং বৈচিত্রে ইংলিশ ব্যাটসম্যানদের নাকানি চোবানি খাইয়ে ছেড়েছেন।
দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতীয় বোলাররা ইংল্যান্ডের পাঁচ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছেন। যার মধ্যে একা বুমরাহই নিয়েছেন ৩ উইকেট। এই ম্যাচে দ্বিতীয় দিন ১১ ওভার বোলিং করে মাত্র ৩৫ রান দিয়ে বুমরাহ ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন।