মহিলা বিশ্বকাপজয়ীদের শুভেচ্ছা জানিয়ে স্যান্ড আর্ট—শিল্পীর বিরুদ্ধে সমালোচনার ঝড় !! 1

মহিলা ক্রিকেটাররা বিশ্বকাপ (Women’s ODI WC 2025) জয় করে ভারতীয় ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন। এই জয়ের মাধ্যমে নতুন ইতিহাস তৈরি করেছে হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। একের পর এক কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছে তারা। ফলে প্রতিটি স্তর থেকেই বিশ্বকাপ জয়ীদের জন্য শুভেচ্ছা বার্তা আসছে। বাংলার মেয়ে রিচা ঘোষকে (Richa Ghosh) সিএবি গোল্ডেন ব্যাট এবং বল দিয়ে সম্মানিত করেছে।

নিজের শহর শিলিগুড়িতে ফিরতেই এই তারকাকে নিয়ে প্রিয়জনদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল। এর মধ্যেই ওড়িশা সমুদ্র সৈকতে মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে শিল্পী সুদর্শন পট্টানায়েক (Sudarsan Pattnaik) বালির ভাস্কর্য তৈরি করেন। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়লেন‌‌।

Read More: কুয়েত-UAE-নেপালের কাছে লজ্জার হার টিম ইন্ডিয়ার, দীনেশ কার্তিকদের নিয়ে চরম বিতর্ক !!

ভারতের ঐতিহাসিক ট্রফি জয়-

মহিলা বিশ্বকাপজয়ীদের শুভেচ্ছা জানিয়ে স্যান্ড আর্ট—শিল্পীর বিরুদ্ধে সমালোচনার ঝড় !! 2
Team India | Image: Getty Images

ভারতীয় মহিলা দল ফাইনালে পৌঁছালেও তাদের বিশ্বকাপ জয় অধরাই ছিল। তবে এই বছর ঘরের মাঠে কোনো ভুল করেনি ব্লু ব্রিগেডরা। প্রথম থেকেই দুরন্ত ফর্মে জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে যায় তারা। লিগ পর্বে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারের লড়াইয়ে জায়গা পাকা করে নেয় স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana)। সেমিফাইনালে তাদের কঠিন প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া (India W vs Australia W Match) । সাতবারের চ্যাম্পিয়নদের হারানো সহজ বিষয় ছিল না।

এই ম্যাচে সামনে থেকে জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues) ব্যাট হাতে লড়াই করে নিজের প্রতিভার পরিচয় দেন। দুরন্ত শতরানের মাধ্যমে দলকে জয় এনে দেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার (India W vs South Africa A Match) বিপক্ষে ফাইনালের মঞ্চে শেফালি বর্মা (Shafali Verma) এবং দীপ্তি শর্মার (Deepti Sharma) বিধ্বংসী ইনিংস দলকে আত্মবিশ্বাস দেয়। বল হাতেও তারা নিজেদের দাপট বজায় রেখেছিলেন। দীপ্তি একাই ৫ উইকেট ছিনিয়ে নিয়ে প্রোটিয়াদের কোণঠাসা করে দেন। এর ফলে ভারত প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপ জয় করে আলোচনায় উঠে আসে।

স্যান্ড আর্ট নিয়ে বিতর্ক-

মহিলা বিশ্বকাপজয়ীদের শুভেচ্ছা জানিয়ে স্যান্ড আর্ট—শিল্পীর বিরুদ্ধে সমালোচনার ঝড় !! 3
Sand Art by Sudarsan Pattnaik | Image: Twitter

মহিলা বিশ্বকাপ জয়ী দলকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন। সম্প্রতি তিনি প্রতিটি ট্রফি জয়ী তারকার সঙ্গে কথা বলেছেন। এর মধ্যেই হরমনপ্রীত কৌরদের সম্মান জানিয়ে ওড়িশার সমুদ্র সৈকতে বালি দিয়ে নিজের শিল্পকর্ম ফুটিয়ে তোলেন সুদর্শন পট্টানায়‌ (Sudarsan Pattnaik)। তারপর সেই ছবি তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “ভারতীয় নারী শক্তিকে শুভেচ্ছা জানাই। বালি এবং বল দিয়ে তৈরি স্যান্ড আর্টের মাধ্যমে আমি শ্রদ্ধা জানাচ্ছি।”

সুদর্শন বালি দিয়ে একটি ব্যাটের ভাস্কর্য তৈরি করেন। তার সঙ্গে কিছু নকশা করা ছিল। কিন্তু এই শিল্পকলা বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। ক্রিকেট ভক্তরা লিখছেন, “এই ভাস্কর্যের মাধ্যমে কী বোঝানো হচ্ছে মাথায় ঢুকছে না।” “এইভাবে ছাড়া আর কোনোভাবেই কি আর সম্মান জানান যেত না?”, বলেও প্রশ্ন করছেন নেটিজেনরা। উল্লেখ্য সুদর্শন পট্টানায়‌ক নরেন্দ্র মোদির স্যান্ড আর্ট করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

Read Also: “১০ লাখেও হবে না আমার…” শামির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হাসিন জাহানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *