arshdeep-will-be-key-in-asia-cup-2025

Asia Cup 2025: ইংল্যান্ড সফরে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে সতর্ক পদক্ষেপ নিয়েছিলো টিম ইন্ডিয়া। পাঁচটি নয় বরং তিনটি টেস্টে খেলানো হবে ডান হাতি পেসারকে, সিরিজ শুরুর আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। সেইমত লিডস, লর্ডস ও ম্যাঞ্চেস্টারে খেলেছেন তিনি। মাঠে নামেন নি এজবাস্টন ও ওভালে। শেষ টেস্টের মাঝপথে তাঁকে ‘রিলিজ’ও করে দেওয়া হয় স্কোয়াড থেকে। পেস তারকাকে বিশ্রাম দেওয়ার জন্যই ছেড়ে দেওয়া হয়েছে, প্রাথমিক ধারণা ছিলো ক্রিকেট বিশেষজ্ঞদের। কিন্তু দুঃসংবাদ দিয়েছেন এক বোর্ড কর্তা। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন হাঁটুতে চোট রয়েছে বুমরাহ’র। আঘাত গুরুতর নয়, বলেছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও সিঁদুরে মেঘ দেখছেন ভারতীয় সমর্থকেরা। আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে থাকছে সংশয়।

Read More: বুমরাহ বিহীন ভারত‌ই অধিক ভয়ঙ্কর, প্রমান দিল ইংল্যান্ড সিরিজ !!

আর্শদীপ হতে পারেন তুরুপের তাস-

Jasprit Bumrah and Arshdeep Singh | Image: Getty Images
Jasprit Bumrah and Arshdeep Singh | Image: Getty Images

জসপ্রীত বুমরাহ আদৌ এশিয়া কাপে (Asia Cup 2025) অংশ নেবেন কিনা তা নিশ্চিত নয়। তাঁর অবর্তমানে ভারতের পেস ব্যাটারির মুখ হয়ে উঠতে পারেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। ২০২২ সালে টি-২০ অভিষেক হয়েছিলো পাঞ্জাবের তরুণের। যত সময় এগিয়েছে ততই ক্ষুদ্রতম ফর্ম্যাটে জাতীয় দলের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে গত এক-দেড় বছরে গতি, স্যুইং ও নিখুঁত নিয়ন্ত্রনকে কাজে লাগিয়ে আর্শদীপ হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা পেসার। ২০২৪-এ আইসিসি’র তরফ থেকেও মিলেছে স্বীকৃতি। টি-২০তে জিতেছেন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। বড় মঞ্চে জ্বলে ওঠার অভ্যেস রয়েছে আর্শদীপের (Arshdeep Singh)। ২০২২-এর টি-২০ বিশ্বকাপে ১০ উইকেট নিয়েছিলেন। ২০২৪-এর টুর্নামেন্টে নিয়েছিলেন ১৭ উইকেট। হার্দিক-বুমরাহদের পিছনে ফেলে হয়েছিলেন ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী।

৬৩টি আন্তর্জাতিক টি-২০তে এই মুহূর্তে ৯৯ উইকেট রয়েছে আর্শদীপের ঝুলিতে। এশিয়া কাপের (Asia Cup 2025) আসরেই প্রথম ভারতীয় হিসেবে শতকের মাইলস্টোন স্পর্শ করতে চাইবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেই সেঞ্চুরি ক্লাবে জায়গা করে নেবেন বছর ২৬-এর বাম হাতি। ইংল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে সর্বশেষ টি-২০ সিরিজ খেলেছে ‘মেন ইন ব্লু।’ সেখানে নজর কেড়েছিলেন হর্ষিত রাণা। এশিয়া কাপের আসরেও দেখা যেতে পারে। বুমরাহ না খেললেও ভারতীয় দলে ‘সারপ্রাইজ প্যাকেজ’ হতে পারেন মহম্মদ শামি (Mohammed Shami)। অভিজ্ঞ পেস তারকা চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) পর থেকে মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি শুরু করেছেন অনুশীলনে। খেলবেন দলীপ ট্রফিতেও। ফিটনেস ধরে রাখতে পারলে তাঁকেও দুবাইগামী বিমানের টিকিট দিতে পারেন নির্বাচকেরা।

ভুল শুধরে নিতে চাইবেন পাকিস্তানের বিরুদ্ধে-

Arshdeep Singh | Asia Cup | Image: Twitter
Arshdeep Singh | Image: Twitter

২০২২ এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের ম্যাচে বড়সড় ভুল করে বসেছিলেন আর্শদীপ সিং। পাকিস্তানের আসিফ আলির সহজ ক্যাচ হাতছাড়া করেন তিনি। সেই ক্যাচ মিসের বড়সড় মাশুল দিতে হয়েছিলো ভারতকে। ম্যাচ হেরে ছিটকে যেতে হয় ফাইনালের দৌড় থেকে। ঐ ‘দুর্ঘটনা’র পর নেটদুনিয়ার তোপের মুখে পড়তে হয়েছিলো আর্শদীপ’কে। কটাক্ষ, কটূক্তি থেকে রক্ষা পায় নি তাঁর পরিবারও। এমনকি ‘খলিস্তানী’ তকমাও লাগিয়ে দেওয়া হয় তাঁর গায়ে। তিন বছর পর সেই দুবাইতেই ফের পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন আর্শদীপ (Arshdeep Singh)। ২০২২-এর ৪ঠা সেপ্টেম্বর যে ভুল তিনি করেছিলেন নিঃসন্দেহে তা শুধরে নেওয়ার মরিয়া চেষ্টা করবেন ২০২৫-এর ১৪ সেপ্টেম্বর। ২০২২ বা ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছেন তিনি। এশিয়া কাপেও (Asia Cup 2025) চাইবেন সেই ধারাবাহিকতাই বজায় রাখতে।

Also Read: এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়ার জন্য সুখবর, চোট সারিয়ে ফিরছেন অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *