IND vs PAK: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহলগাম কেঁপে উঠেছিলো গুলির শব্দে। বৈশরণ উপত্যকায় পাক-মদতপুষ্ট জঙ্গীদের আক্রমণে প্রাণ হারান ২৬ জন। ৭ মে ভোররাতে প্রত্যাঘাত করে ভারতীয় সেনাবাহিনী। ক্ষেপনাস্ত্র হামলায় ধ্বংস হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের অন্তর্গত ৯টি জঙ্গীঘাঁটি। এই অভিযানের নাম দেওয়া হয়েছিলো অপারেশন সিঁদুর। প্রত্যাঘাতের চেষ্টা করেছিলো পড়শি দেশের সেনাও। কিন্তু ভারতের মাটি স্পর্শ করতে পারে নি তাদের ক্ষেপনাস্ত্র। শূন্যেই ধ্বংস করা হয় সেগুলিকে। তিনদিনের সীমান্ত সংঘর্ষ থামে ১০ মে। যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ। মর্টার-বোমার শব্দ থেমে গেলেও পহলগাম হামলার ক্ষত এখনও টাটকা ভারতীয়দের হৃদয়ে। তাই এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) বিসিসিআই মাঠে নামতে রাজী হওয়ায় দেখা গিয়েছে ক্ষোভের বিস্ফোরণ। তীব্র নিন্দার মুখে ক্রিকেটাররা।
Read More: IND vs PAK: ৬ ঘন্টা আগেই প্রকাশ্যে ভারতের একাদশ, পাকিস্তানের বিরুদ্ধে জায়গা হলো না এই খেলোয়াড়দের !!
আক্রমণ শানালেন অর্ণব গোস্বামী-

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। ক্রিকেটের এল-ক্লাসিকো ঘিরে সবসময়ই ব্যাপক উত্তেজনা চোখে পড়ে। কিন্তু ছবিটা বেশ আলাদা এবার। কে বেশী রান করবেন, কার ঝুলিতে জমা পড়বে সর্বোচ্চ সংখ্যক উইকেট-সেই সব নিয়ে আলোচনা বিশেষ চোখে পড়ছে না। বরং পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর টিম ইন্ডিয়ার (Team India) আদৌ এই ম্যাচ খেলা উচিৎ কিনা তা নিয়েই নেটদুনিয়ায় চলছে তরজা। সাধারণ ক্রিকেটপ্রেমীদের সিংহভাগই চাইছেন না যে আজ সলমন আলি আঘাদের বিপক্ষে মাঠে নামুন সূর্যকুমার যাদব’রা (Suryakumar Yadav)। উঠছে বয়কটের দাবী। কিন্তু কেন্দ্রীয় সরকার বা বিসিসিআইয়ের অবস্থান সম্পূর্ণ আলাদা। দ্বিপাক্ষিক সিরিজ না হলেও বহুদলীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) খেলার ব্যাপারে সবুজ সংকেতই দিয়েছে তারা।
ভারত-পাক (IND vs PAK) ম্যাচের বিরুদ্ধে সরব সমাজের সকল স্তরের মানুষজন। নেটদুনিয়া পেরিয়ে সেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমেও। গতকাল একটি প্রাইম টাইম শো’তে ক্ষোভ উগড়ে দিয়েছেন জনপ্রিয় সংবাদ সঞ্চালক অর্ণব গোস্বামী। বিসিসিআই-দিকে আঙুল তুলে তিনি বলেছেন, “আপনারা মোটেই ভারতের জনসাধারণের প্রতিনিধিত্ব করছেন না। ভারতের নামের অপব্যবহার করছেন আপনারা। এই ম্যাচ বয়কট করা উচিৎ। কারও উচিৎ নয় এই ম্যাচ দেখা। প্রত্যেক স্পন্সর ও বিজ্ঞাপনদাতার উচিৎ সরে দাঁড়ানো।” এশিয়া কাপ (Asia Cup 2025) সরাসরি সম্প্রচারের দায়িত্বে রয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। তাদেরকেও রীতিমত তুলোধোনা করেছেন অর্ণব। বলেন, “সবকিছু নিয়ে তামাশা করবেন না। বিসিসিআই ও সোনি টিভি-যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রশ্ন করুন যে কারা অনুমতি দিয়েছে এই ভারত-পাক ম্যাচের?”
নিশানায় ভারতের তিন কিংবদন্তি-

এশিয়া কাপের ভারত-পাক (IND vs PAK) ম্যাচ ঘিরে রীতিমত নৈঃশব্দ দেশের ক্রিকেটমহলে। জনতা যখন ম্যাচ বয়কটের দাবীতে সোচ্চার, তখন শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়দের মত জনপ্রিয় প্রাক্তনীরা কেন সুর চড়াচ্ছেন না? প্রশ্ন তুলেছেন অর্ণব গোস্বামী (Arnab Goswami)। বলেছেন, “শচীন তেন্ডুলকর, কথা বলুন। রাহুল দ্রাবিড়-এবার তো নিঃস্তব্ধতা ভাঙুন। সৌরভ গঙ্গোপাধ্যায়-আপনি তো এত বিজ্ঞাপন করেন। এত অর্থ পান। তারপরও বিসিসিআই-কে ভয় পান কেন? দেশ আপনাদের এত কিছু দিয়েছে। আজ আপনারা চুপ? পুরো ভারতের ক্রিকেটমহল যেন চুপ করে গিয়েছে। আপস করে নিচ্ছে। জনতার আবেগের থেকে খেলা বড় হতে পারে না বন্ধুরা।” তবে বোর্ড ও প্রাক্তনীদের নিশানা করলেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটি শব্দও ব্যবহার করেন নি অর্ণব। ‘এই পক্ষপাত কেন?’ প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
দেখে নিন সেই ভিডিও-
I am with #ArnabGoswami! pic.twitter.com/icqJa8OYhz
— KRK (@kamaalrkhan) September 13, 2025