ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর রঞ্জি ট্রফিতে প্রথমবারের জন্য পা রেখেছেন এই বছরে। বিখ্যাত পিতার পদাঙ্ক অনুসরণ করা প্রায় সবসময়ই কঠিন হয় সন্তানের জন্য। তার ওপর পিতার নাম যদি হয় শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), তাহলে তো আর কথাই নেই। দীর্ঘ ২৪ বছর ভারতের জাতীয় দলকে সেবা করেছেন শচীন। তাঁর ব্যাট থেকে রানের লাভাস্রোত দেখেছে দেশের ক্রিকেটপ্রেমী জনতা। দেখেছেন ১০০ টি আন্তর্জাতিক শতরান। আট থেকে আশি, দেশের প্রতিটি নাগরিকের কাছে শচীন কেবল একজন ক্রিকেটার নয়, বরং শচীন নামটার সঙ্গে জড়িত রয়েছে আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা। তাঁর পুত্র হিসেবে বাবার দেখানো পথে চলা সহজ ছিলো না অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)। তবে সেই কঠিন কাজটাই করার সাহস দেখিয়েছেন অর্জুন। রঞ্জিতে মরসুমের শুরুটাও ভালোভাবেই করেছিলেন তিনি। প্রথম ম্যাচেই শতরান করেছিলেন। নিয়েছিলেন বেশ কিছু উইকেটও। তবে মরসুম যত এগিয়েছে অর্জুনের সাফল্যের উজ্জ্বলতাও খানিক ফিকে হয়ে এসেছে। ছত্তীশগড়ের বিরুদ্ধে বল হাতে ব্যর্থ হতেই এবার সমাজমাধ্যমের তোপের মুখে পড়তে হলো শচীন পুত্র’কে।
রঞ্জিতে শূন্য উইকেটের ঝুলি, ট্রলের মুখে অর্জুন-

মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেট দলে বসুযোগ পাচ্ছিলেন না অর্জুন (Arjun Tendulkar)। রিজার্ভ বেঞ্চে বসেই সময় কাটছিলো তাঁর। নিয়মিত ক্রিকেট খেয়ার লক্ষ্যে বাধ্য হয়েই যোগ দিতে হয়েছে গোয়ায়। নতুন দলের হয়েই প্রথমবার ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফির আঙিনাতে পা রেখেছিলেন তিনি। প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে করেন ১২০। সেই সময়ও সমাজমাধ্যমের আলোচনায় জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে তখন প্রশংসা পাচ্ছিলেন তিনি। সময়ের সাথে সেই প্রশংসাগুলিই বদলে গিয়েছে বিদ্রুপে। খেলাধূলার দুনিয়া যে কতটা কঠিন তার সাথে এর আগেও মোলাকাত হয়েছে অর্জুনের। এবার আরও একবার তা টের পেলেন তিনি। ছত্তীশগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে খেলছে গোয়া। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে ছত্তীশগড়। আজ অর্থাৎ ম্যাচের দ্বিতীয় দিনে ৯ উইকেটের বিনিময়ে ৫৩১ রানের বিশাল স্কোর খাড়া করার পর অবশেষে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেছে ছত্তীশগড় দল। গোয়া প্রতিপক্ষের ৯টি উইকেট তুলতে পারলেও বল হাতে একবারেই ব্যর্থ হয়েছেন অর্জুন (Arjun Tendulkar)। বাঁ-হাতি পেসার অর্জুন ১২ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান দিয়েছেন। কিন্তু উইকেটের ঝুলি শূণ্য’ই রয়ে গিয়েছে তাঁর। বড় মঞ্চে ব্যর্থ হওয়ায় নেটিজেনদের তোপের মুখে তিনি। এমনিতেই মুম্বই ইন্ডিয়ান্স একটিও ম্যাচ না খেলিয়ে বছরের পর বছর তাঁকে আইপিএলে ধরে রাখায় ‘নেপোটিজম’ বিতর্কের মুখে প্রায়ই পড়তে হয় অর্জুন’কে (Arjun Tendulkar)। সাথে রঞ্জির পারফর্ম্যান্স তলানিতে নামায় আরও বেশী করে ট্রলের সম্মুখীন হচ্ছেন ২৩ বর্ষীয় অলরাউন্ডার। অর্জুনের দিদি এবং শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের প্রেমিক হিসেবে একসময় শোনা গিয়েছিলো শুভমান গিলের (Shubman Gill) নাম। আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ফর্ম ফেরাতে অর্জুনকে শুভমনের থেকে কোচিং নেওয়ারও পরামর্শ দিয়েছেন অনেকে।
দেখে নিন ট্যুইটারচিত্র-
कुछ सीखो अपने जीजाजी से अर्जुन…. वो दोहरा शतक लगा रहा है तू विकेट भी नहीं ले पा रहा …. #arjuntendulkar @ShubmanGill
— Shivam Rajvanshi (@social_timepass) January 25, 2023
'अपने जीजा से कुछ सीख ले….' #ArjunTendulkar
— CricRepublic (@RepublicCric) January 25, 2023
अर्जुन को अपने जीजा शुभमन गिल से कुछ सीखना चाहिए वो शतक पर शतक लगा रहा, और छत्तीसगढ़ जैसी टीम के खिलाफ भी विकेट नहीं ले पा रहा #ARJUNTENDULKAR
— binu (@binu02476472) January 25, 2023
शुभमन गिल को अर्जुन तेंदुलकर को सिखाना चाहिए कैसे बड़े लेवल पर क्रिकेट खेलते हैं, आखिर रिश्तेदार ही तो रिश्तेदार के काम आता है। #RanjiTrophy2023 #ArjunTendulkar #ShubmanGill
— Neelesh ojha (@THENEELESHOJHA) January 25, 2023