এবারের আইপিএলের (IPL 2025) অন্যতম শক্তিশালী দল হল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। গত মৌসুমে পয়েন্ট তালিকায় একেবারে শেষ স্থান সমাপ্ত হয়েছিল মুম্বাইয়ের যাত্রা। তবে মুম্বই ইন্ডিয়ান্স দল চাইবে এবারের আইপিএলে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে শিরোপা জয় করার। শেষবার ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে পরাস্ত করে আইপিএল শিরোপা জয়লাভ করেছিল। তবে এবার মুম্বাই ইন্ডিয়ান্স দলের কাছে বেশ কিছু টি-টোয়েন্টি সুপারস্টাররা জায়গা করে নিয়েছেন যে কারণে চ্যাম্পিয়নশিপ জেতার মস্ত বড় সুযোগ রয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দলের কাছে। ২০২৪ সালে গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। ফিরে এসেই রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে হার্দিক মুম্বই দলের দায়িত্ব পেয়েছিলেন। গুজরাট টাইটান্স দলের অধিনায়ক থাকাকালীন পরস্পর দুই মৌসুমেই দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন হার্দিক (Hardik Pandya)।
প্রথম ম্যাচে বাদ পড়বেন হার্দিক

হার্দিক পান্ডিয়া এবারের আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন। মুম্বাই দলের প্রধান কোচ মহেলা জয়বর্ধনে আইপিএল নিলামের সময় ক্যাপ্টেন হিসাবে কনফার্ম করেছিলেন হার্দিক পান্ডিয়ার নাম। তবে প্রথম ম্যাচে দেখতে পাওয়া যাবে না কুংফু পান্ডিয়াকে। আসলে, ২০২৪ সালের আইপিএল চলাকালীন তিনটি ম্যাচ সঠিক সময়ের মধ্যে শেষ করাতে পারেননি পান্ডিয়া। আইপিএলের নিয়ম অনুযায়ী একটি মৌসুমে তিন বার সময়ের মধ্যে কোনও দল ২০ ওভার সমাপ্ত না করতে পারলে সেই দলের অধিনায়কের উপর কঠোর শাস্তি দেয় আইপিএল ম্যানেজমেন্ট। মুম্বই ইন্ডিয়ান্স ২০২৪ মৌসুমে নিতান্তই বাজে ক্রিকেট খেলেছিল এবং মোট ৩ বার তাদের বোলিং ইনিংস নির্ধারিত সময়ের মধ্যেও শেষ করতে পারেনি।
Read More: ভাঙাচোরা টিম নিয়ে মাঠে নামছে MI, ষষ্ঠ ট্রফি জয় হবে হাত ছাড়া !!
প্রসঙ্গত, প্রথমে দুই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স যখন সঠিক সময়ের মধ্যে তাদের নির্ধারিত ২০ ওভার সমাপ্ত করতে পারেনি তখন ওভার রেটের জন্য ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ফাইন হয়েছিল। এরপর, মুম্বাই ইন্ডিয়ান্স তৃতীয়বার সেই একই ভুল করেছিল মৌসুমের একেবারে শেষ ম্যাচে। যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল তাই ২০২৫ সালের আইপিএলের প্রথম ম্যাচে হার্দিককে নিলম্বিত করা হবে। গত মৌসুমে তৎকালীন দিল্লি দলের অধিনায়ক ঋষভ পন্থকেও (Rishabh Pant) স্লো ওভার রেটের চক্করে একটি ম্যাচে বাইরে বসতে হয়েছিল।
অধিনায়কত্ব করতে পারেন অর্জুন

সূত্রের খবর, যদি হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) প্রথম ম্যাচে না খেলতে পারে তাহলে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে ক্যাপ্টেন মাঠে নামানো হবে অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar)। অর্জুন দীর্ঘ দিন ধরে মুম্বাই দলের সঙ্গে রয়েছেন। এবারের আইপিএলে তাকে বেশ কিছু ম্যাচে সুযোগ দিতে পারে ফ্রাঞ্চাইজি এবং সূত্রের খবর যদি ঠিক হয় তাহলে প্রথম ম্যাচে অর্জুনকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতে পারে ফ্রাঞ্চাইজি।