বিখ্যাত পিতার পদাঙ্ক অনুসরণ করার কাজটা সবসময় সহজ হয় না সন্তানের পক্ষে। কথাটা সত্য অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) ক্ষেত্রে। শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র তিনি। ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার যখন তাঁর পিতা তখন তুলনা চলে আসাটা অত্যন্ত স্বাভাবিক। শচীন নিজে চান না তাঁর কেরিয়ারের মাপকাঠিতে মাপা হোক পুত্রকে। কয়েকবার সংবাদমাধ্যমের সামনে এই ব্যাপারে আবেদনও করেছেন তিনি। কিন্তু বদলায়নি বাস্তবটা। ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের বোলিং অলরাউন্ডার পুত্রকে প্রতি পদক্ষেপে যুদ্ধ করতে হচ্ছে পিতার ছায়ার সঙ্গে।
নিজের মত করে নিজের ক্রিকেট কেরিয়ার গড়তে চাইছেন অর্জুন (Arjun Tendulkar) । মুম্বই ছেড়ে পাড়ি দিয়েছেন গোয়ায়। তাদের হয়েই গত মরসুমে রঞ্জি ট্রফি অভিষেক হয়েছিলো তাঁর। কিছু প্রথম শ্রেণির ম্যাচও খেলেছিলেন। এছাড়া তিন বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের রিজার্ভ বেঞ্চে বসে থাকার পর ২০২৩ সালে আইপিএলেও জায়গা করে নিয়েছিলেন অর্জুন। কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে শিকে ছিঁড়েছিলো তাঁর ভাগ্যে। কয়েকটি ম্যাচও খেলেন তিনি। মনে করা হচ্ছিলো ২৩ বর্ষীয় তরুণের ক্রিকেটীয় কেরিয়ার এবার গত নেবে বলে মনে করা হয়েছিলো। কিন্তু ভাবনা আর বাস্তবের মধ্যে ফারাক থেকে গেলো। দুর্ভাগ্যের শিকার হয়ে গোয়ার দল থেকেও বাদই পড়লেন অর্জুন (Arjun Tendulkar) ।
Read More: WI vs IND: ক্যারিবিয়ান সফর শেষে অবসরের ইঙ্গিত বিরাট কোহলির, নিজেই বেছে নিলেন নিজের উত্তরসূরি !!
দেওধরে মেলে নি সুযোগ, রঞ্জিতেও নেই অর্জুন-

জোরকদমে চলছে ভারতের ঘরোয়া ক্রিকেটের মরসুম। দিনকয়েক আগে সম্পন্ন হলো দলীপ ট্রফি। পশ্চিমাঞ্চলকে হারিয়ে খেতাব জিতলো দক্ষিণাঞ্চল। বর্তমানে চলছে দেওধর ট্রফি। দেশের রাজ্যগুলিকে ছয়টি অঞ্চলে ভাগ করে খেলা হয় এই প্রতিযোগিতা। আদতে মুম্বইয়ের বাসিন্দা হলেও গোয়ার ক্রিকেটার হওয়ায় দক্ষিণাঞ্চল দলে জায়গা পেয়েছিলেন তিনি। মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) নেতৃত্বাধীন দলে বিজয়কুমার বৈশাখ, বিদ্ব্যাৎ কাভেরাপ্পাদের সাথে বল হাতে অর্জুনকে (Arjun Tendulkar) দেখা যাবে মনে করা হয়েছিলো। কিন্তু আজ নর্থ-জোনের বিরুদ্ধে দক্ষিণাঞ্চল যে একাদশ মাঠে নামিয়েছে তাতে জায়গা হয় নি অর্জুনের। রিজার্ভ বেঞ্চেই থাকতে হয়েছে তাঁকে।
একই সাথে আরও একটি ধাক্কা সহ্য করতে হয়েছে অর্জুনকে (Arjun Tendulkar) । আগামী মরসুমের রঞ্জি ট্রফির জন্য সম্ভাব্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ১৮ জুলাই তারিখ দেওয়া বিজ্ঞপ্তিতে ২৮ জন ক্রিকেটারকে ২০২৩-২৪ রঞ্জি মরসুমের জন্য বেছে নিয়েছে গোয়া। কিন্তু এই তালিকায় নাম নেই অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) । মুম্বইয়ের হয়ে সুযোগ না মেলায় গোয়া পাড়ি দিয়েছিলেন অর্জুন। গোয়াতেও জায়গা হারিয়ে তিনি অনুশীলনে নিজেকে ডুবিয়ে দেন নাকি সুযোগের সন্ধানে নতুন কোনো রাজ্য দলে নাম লেখান সেদিকে নজর থাকবে ক্রিকেটদুনিয়ার।
গোয়ার সম্ভাব্য ক্রিকেটারদের তালিকা-

এক নজরে অর্জুনের পরিসংখ্যান-

শচীন (Sachin Tendulkar) মুম্বইয়ের হয়ে নিজের রঞ্জি অভিষেকে শতরান করেছিলেন। পিতাকে স্পর্শ করেছেন পুত্রও। রঞ্জি অভিষেকে রাজস্থানের বিরুদ্ধে ১২০ রানের ইনিংস খেলেন তিনি। সেই একই ম্যাচে বল হাতে দুই উইকেটও তুলে নেন বাঁ-হাতি পেসার। প্রথম শ্রেণির কেরিয়ারে আপাতত ৭ ম্যাচে অর্জুনের (Arjun Tendulkar) ঝুলিতে উইকেট সংখ্যা ১২। ব্যাটে করেছেন ২২৩ রান। এছাড়াও লিস্ট-এ ক্রিকেটে তিনি ৭ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। টি-২০তে ১৩ ম্যাচ খেলে ১৫ উইকেট পেয়েছেন অর্জুন।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে চার ম্যাচে ৩ উইকেট পেয়েছেন অর্জুন (Arjun Tendulkar) । সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে ডেথ ওভারে তাঁর বোলিং প্রশংসিত হয়েছিলো। দিনকয়েক আগে প্রতিশ্রুতিবান কয়েকজন উঠতি অলরাউন্ডারকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ডেকে পাঠিয়েছিলো বিসিসিআই। এই তালিকায় ছিলেন অর্জুন। বেঙ্গালুরুতে বিশেষ ট্রেনিং করতে দেখা গিয়েছিলৈ তাঁকে।