জমে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনৌ সুপার জায়ান্টস (MI vs LSG) দলের আইপিএল ২০২৪’এর (IPL 2024) ৬৭তম ম্যাচ। আজকের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন মুম্বই দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। দুই দলের শেষ ম্যাচে দেখা গেল পরিবর্তন, মুম্বই শিবিরে সুযোগ পেলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। মরসুমের প্রথম ম্যাচে সুযোগ পেয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন অর্জুন তেন্ডুলকর। প্রথম ওভারেই হালকা সুইংয়ে ব্যাটসম্যানদের রিতিমতন সমস্যায় ফেলেছিলেন।
সিজিনের প্রথম ম্যাচ খেলার সুযোগ পান অর্জুন তেন্ডুলকর
ওভারের প্রথম দুই বলে স্টইনিসকে (Marcus Stoinis) চমকে দেন অর্জুন এবং তৃতীয় বলে তার বিরুদ্ধে এলবিডব্লিউই আপিল করেন অর্জুন এবং আম্পায়ার স্টইনিসকে আউট ঘোষণা করে দেন কিন্তু রিভিউ নিয়ে স্টইনিস বেঁচে যান। প্রথম ওভারের শেষ বলেই স্টইনিস একটি সোজা শট খেলেন যেটি অর্জুন ধরেন এবং আগ্রাসনের সঙ্গে স্টইনিসের দিকে ছোড়ার একটি ভঙ্গি করেন। যদিও এই মুহূর্তটি বেশ উপভোগ করেন স্টইনিস এবং হাসি মুখ দিয়ে তাকে জবাব দেন।
https://twitter.com/iamsatypandey/status/1791474052219154901
প্রথম ওভারে অর্জুন মাত্র ৩ রান দিয়েছিলেন। দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে ৭ রান দিয়েছিলেন তিনি। এরপর ডেথ ওভারে বোলিং করতে এসে দৌড়াতে গিয়ে পায়ে চোট পান তিনি এবং নিকোলাস পুরানকে (Nicholas Pooran) দুটি বল করেছিলেন। অর্জুনের করা দুই বলেই ছক্কা হাঁকান তিনি, পরস্পর দুই ছক্কা খাওয়ার পর অর্জুন বল ছেড়ে ডাকআউটে ফিরে যান। প্রথম ইনিংসে মুম্বইয়ের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেন নিকোলাস পুরান। ২৯ বলে ৫টি চার ও ৯টি ছক্কার বিনিময়ে ৭৫ রান বানান পুরান। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে লখনৌ দল ২১৪ রান বানাতে সক্ষম হয়েছে।