বর্তমানে চলতি ডব্লিউপিএলে (WPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) দুরন্ত ফর্মে রয়েছে। নতুন ইতিহাস রচনা করেছে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) দল। অন্যদিকে গত বছর আইপিএলে (IPL 2026) আরসিবি চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয় করে। রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে প্রথম ট্রফি জয় করে ভক্তদের দীর্ঘদিনের স্বপ্নকে সার্থক করে বেঙ্গালুরু। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর উদযাপনকে ঘিরে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা তৈরি হয়। এই ঘটনা টুর্নামেন্টের ইতিহাসে লজ্জার দৃষ্টান্ত হয়ে আছে। এর মধ্যেই এই দলের মালিকানা পরিবর্তনের খবর সামনে এল। ফ্র্যাঞ্চাইজির শেয়ার কেনার জন্য এবার আগ্ৰহ প্রকাশ করলেন একাধিক বলিউড তারকা।
Read More: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে লাস্ট ওয়ার্নিং দিল ICC, ছিটকে গেলে এই নতুন দল পাবে এন্ট্রি !!
RCB’এর মালিক বলিউড তারকা-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) আইপিএলের ইতিহাসে অন্যতম সফল একটি দল। বিরাট কোহলির (Virat Kohli) উপস্থিতিতে এই দলের জনপ্রিয়তা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে। গত বছর চ্যাম্পিয়ন হলেও আর্থিক ক্ষতির মুখে পড়েছে এই ফ্রাঞ্চাইজি বলে খবর সামনে আসে। বিশেষ করে পদপিষ্ট হয়ে সাধারণ ভক্তদের মৃত্যুর ঘটনার পর এই দলের ইমেজ অনেকটাই খারাপ হয়েছে। বর্তমানে বেঙ্গালুরুর মালিক হল ব্রিটিশ বহুজাতিক পানীয় প্রস্তুতকারী সংস্থা দিয়াজিও’এর ভারতীয় সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড স্পিরিটস লিমিটেড।
তারা পুরুষ এবং মহিলা দল বিক্রি করতে চাইছে বা বেশিরভাগ অংশ শেয়ার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়াটি এই বছর ৩১ মার্চের মধ্যে সম্পন্ন হবে বলে প্রস্তুতি শুরু হয়ে গেছে। সূত্র অনুযায়ী বিরাট কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) আরসিবির ৩ শতাংশ কিনতে চলেছেন বলে খবর সামনে এসেছে। এছাড়াও অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) ৩০০ কোটি টাকার বিনিময়ে বেঙ্গালুরুর ২ শতাংশ মালিকানা কিনতে আগ্ৰহী বলে জানা যাচ্ছে।
RCB’এর ঐতিহাসিক ট্রফি জয়-

উদ্বোধনী মরসুম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভক্তদের মনে আশা তৈরি করলেও ট্রফি জয় করতে পারছিল না। গত বছর নতুন অধিনায়ক রজত পাটিদারের নেতৃত্বে মাঠে নামে দল। গ্ৰুপ লিগের প্রথম ৫ ম্যাচের মধ্যে ২ ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল বেঙ্গালুরু। এরপর ধারাবাহিকতা দেখিয়ে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ চারে পৌঁছে যায় তারা।
ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। তিনি ফাইনালে ৩৫ বলে ৪৩ রানে দুরন্ত ইনিংস খেলেন। টুর্নামেন্টে কিং কোহলি ১৫ ম্যাচে ৬৫৭ রান সংগ্রহ করেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। তার ব্যাট থেকে এসেছিল মোট ৮ টি হাফ সেঞ্চুরি। অন্যদিকে বল হাতে দলের হয়ে হাল ধরেছিলেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। তিনি ১২ ম্যাচে ২২ টি উইকেট তুলে নিয়ে রীতিমতো জ্বলে ওঠেন।