World Cup 2023: ‘রাইট আর্ম ক্যুইক’ কোহলির ঝুলিতে উইকেট, বেঙ্গালুরু’র গ্যালারিতে বাঁধনহারা অনুষ্কা !! 1

World Cup 2023: ঝড়ের গতিতে ছুটছে ভারতের অশ্বমেধের ঘোড়া। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ (ICC World Cup 2023) যাত্রা শুরু করেছিলো টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বের শেষে এসেও অপরাজিত রইলো তারা। প্রতিপক্ষ নয় দলের বিরুদ্ধেই মাঠে নেমেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি’রা (Virat Kohli)। ‘মেন ইন ব্লু’র বিপক্ষে সুবিধা করে উঠতে পারে নি কেউই। ইডেনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগেই লীগ তালিকায় শীর্ষস্থান নিশ্চিত করেছিলো ভারত। গতকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৬০ রানের ব্যবধানে দাপুটে জয়ের পর নিজেদের ১০০ শতাংশ জয়ের রেকর্ড অটুট রাখলো টিম ইন্ডিয়া।

টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ভারত। ব্যাটিং বান্ধব পিচে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। ১০০ রানের ওপেনিং জুটি গড়েছিলো ভারত। শুভমান ৫১ এবং রোহিত ৬১ রানে আউট হন। এরপর অর্ধশতরান করেন বিরাট কোহলিও। চেনা চিন্নাস্বামীতে ৫১ করেন তিনি। মিডল অর্ডারে ঝড় তুলতে দেখা গেলো শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুলকে। শ্রেয়স ১২৮ রান করে অপরাজিত থাকেন। মাত্র ৬৪ বলে ১০২ করেন রাহুলও। ভারত ৪১০ রান যোগ করে স্কোরবোর্ডে। জবাবে ব্যাট করতে নেমে সাধ্যমত লড়াই চালায় নেদারল্যান্ডস। কলিন অ্যাকারম্যান, তেজা নিদামানুরু’রা নজর কাড়েন। গতকাল বোলিং বিভাগ নিয়ে বেশ পরীক্ষানিরীক্ষা চালালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ফল’ও মিললো হাতেনাতে। পার্ট-টাইমার বিরাট কোহলির ঝুলিতে উইকেট যেতেই উদ্বেল বেঙ্গালুরু জনতা। ভিআইপি বক্সে উচ্ছ্বাসে মাতলেন বিরাটের স্ত্রী অনুষ্কাও (Anushka Sharma)।

Read More: World Cup 2023: “কাপ জেতার ড্রেস রিহার্সাল হয়ে গেল….”, টানা নয় ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়া টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ টুইটার !!

 নয় বছর পর ODI-তে উইকেট পেলেন কোহলি-

Virat Kohli and Rohit Sharma | ICC World Cup 2023 | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | ICC World Cup 2023 | Image: Getty Images

হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ার পর বিশ্বকাপে (ICC World Cup 2023) ষষ্ঠ বোলার ব্যবহারের সুযোগ কমে গিয়েছিলো ভারতের। কোহলি (Virat Kohli), সূর্যকুমারদের (Suryakumar Yadav) প্রয়োজনে বোলিং করানো যায় কিনা সেই নিয়ে বিশেষজ্ঞমহলে চর্চা চললেও ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মত দলের বিরুদ্ধে ঝুঁকি নেন নি ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। গতকাল নেদারল্যান্ডসের বিরুদ্ধে আপাত গুরুত্বহীন ম্যাচে অবশ্য তিনি হাঁটলেন পরীক্ষানিরীক্ষার পথে। কেবল বিরাট বা সূর্যকুমার নয়, গতকাল বল হাতে দেখা গেলো শুভমান গিলকেও (Shubman Gill)। পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে হার্দিকের অসমাপ্ত ওভার শেষ করেছিলেন বিরাট কোহলি। তারপর থেকেই তাঁকে বোলিং করানোর অনুরোধ করে চলেছিলেন স্টেডিয়ামের দর্শক। মুম্বই হোক বা কলকাতা, ‘কোহলি কো বোলিং দো’ শোনা গিয়েছে দর্শকাসন থেকে। গতকাল ক্রিকেটপ্রেমীদের মনোবাঞ্ছা পূরণ করলেন রোহিত। বল তুলে দেন বিরাটের হাতে।

যে ফর্মে রয়েছেন বিরাট (Virat Kohli), তাতে যা স্পর্শ করছেন তাই যেন সোনা ফলাচ্ছে। নিজের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নিলেন তিনি। আউট করলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে (Scott Edwards)। বিরাটের ডেলিভারি’টি বেশ খানিকটা লেগ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিলো। এডওয়ার্ডস ক্রিজে নড়াচড়া না করলে হয়ত ওয়াইড দিতেন আম্পায়ার। কিন্তু বেশ খানিকটা এগিয়ে এসে বলটিকে ফ্লিক করতে চেয়েছিলেন তিনি। বল যে লেগসাইডে যাচ্ছে, তা আগেই অনুমান করেন কে এল রাহুল (ক্ল রাহুল)। তিনি লেগ সাইডের দিকে সরে এসে প্রস্তুত ছিলেন। এডওয়ার্ডসের ব্যাট স্পর্শ করে বল জমা পড়ে রাহুলের দস্তানায়। একদিনের ক্রিকেটে ৯ বছর পর উইকেট পেলেন কোহলি। সাফল্য পেয়ে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি, সেভাবে আজকাল শতরানের মাইলস্টোনে পৌঁছেও উদযাপন করতে দেখা যায় না তাঁকে।

কোহলির সাফল্যে উচ্ছ্বসিত অনুষ্কা-

Anushka Sharma | ICC World Cup 2023 | Image: Twitter
Anushka Sharma | Image: Twitter

২০০৮ সালের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের সময় নিজেকে ‘রাইট আর্ম ক্যুইক বোলার’ হিসেবে সম্বোধন করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। দিনকয়েক আগেই কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে তাঁর বোলিং সম্পর্কে মজা করে বলেছিলেন, “রং ফুটেড ইনস্যুইং মেনাস।’ ‘ক্যুইক কোহলি’ লম্বা সময়ের পরে হাত ঘোরালেও যে দক্ষতায় মরচে পড়ে নি, তা বোঝা গেলো বেঙ্গালুরুতে। বিশ্বকাপে (ICC World Cup 2023) ডাচদের বিরুদ্ধে বিরাট উইকেট পাওয়ার পরেই গ্যালারিতে শুরু হয় উৎসব। ক্যামেরা ধরে ভিআইপি বক্সে থাকা অনুষ্কা শর্মার (Anushka Sharma) দিকে। শোনা যাচ্ছে সন্তানসম্ভবা তিনি। সবক’টি ম্যাচে মাঠেও আসছেন না বলিউড অভিনেত্রী। কিন্তু বেঙ্গালুরুতে এদিন ছিলেন তিনি। বিরাটের উইকেট প্রাপ্তি স্বচক্ষে দেখে আবেগ সংবরণ করতে পারেন নি তিনি। উঠে দাঁড়িয়ে শূণ্যে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ে দেন তিনি। হাততালিও দিতে দেখা যায় তাঁকে।

দেখে নিন অনুষ্কার সেলিব্রেশন-

Also Read: World Cup 2023: টানা ৯টি ম্যাচে জিতেই সেমিফাইনালে পদার্পণ টিম ইন্ডিয়ার, ভাঙলো নিজেদেরই ২০ বছরের রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *