anderson-bidding-cricket-farewell
IND vs ZIM | Image: Getty Images

হারারের মাঠে চলছে ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচ। সিরিজে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে জয় ছিনিয়ে নিয়েছে তারা। এখনও নতুন কোচ গৌতম গম্ভীর দলের সাথে যোগ দেন নি। দলের সাথে নেই একঝাঁক সিনিয়র ক্রিকেটাররাও। কিন্তু ভারত যে আগামীর জন্য প্রস্তুত, তা প্রমাণ করে দিয়েছে তরুণ প্রজন্ম। দারুণ শতরান করে প্রতিপক্ষকে দ্বিতীয় ম্যাচে গুঁড়িয়ে দিয়েছেন অভিষেক শর্মা। মূলত তাঁর ধুন্ধুমার ব্যাটিং-এর সুবাদেই ১০০ রানে জিতেছে দল। আজ ভারতের সামনে সুযোগ রয়েছে জিম্বাবুয়েকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার। টিম ইন্ডিয়ার তরুণদের কাছে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম হলেও ক্রিকেটজনতার ফোকাসে কিন্তু আজ নেই ভারত-জিম্বাবুয়ে দ্বৈরথ। তাঁদের নজর ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টে। কারণ এই ম্যাচেই শেষবার মাঠে নেমেছেন জেমস অ্যন্ডারসন।

Read More: IND vs ZIM, 3rd T20i: শুভমান-ঋতুরাজ যুগলবন্দী হারারে’তে, তৃতীয় ম্যাচে ভারতের সংগ্রহ ১৮২ রান !!

২২ বছরের কেরিয়ারে ইতি টানছেন অ্যান্ডারসন-

James Anderson | ভারত | Image: Getty Images
James Anderson | Image : Getty Images

২০০২ সালে ওয়ান ডে দিয়ে আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয়েছিলো ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের। সোনালী রং করা চুলের তরুণ নজর কেড়েছিলেন ২০০৩-এর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। ঐ একই বছরে অর্থাৎ ২০০৩-এ টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয় তাঁর। প্রথম ম্যাচ খেলেছিলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে ক্রিকেটের মক্কা লর্ডসে। এরপর কেটে গিয়েছে দুই দশকেরও বেশী সময়। সেদিনের বছর ২০’র তরুণ আজ হয়ে উঠেছেন ৪২-এর কিংবদন্তি। সাদা বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। কিন্তু লাল বল হাতে একচ্ছত্র দাপট চালিয়ে গিয়েছেন বছরের পর বছর। স্যুইং ও সিম’কে ব্যবহার করে কিভাবে বিশের তাবড় ব্যাটিং লাইন-আপ’কে নাড়িয়ে দেওয়া যায় তার প্রমাণ নিয়ত দিয়ে চলেছেন তিনি।

লর্ডসের মাটিতে টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন অ্যান্ডারসন। প্রায় ২২ বছর পর সেখানেই শেষ হচ্ছে একটা বৃত্ত। মাসখানেক আগেই কিংবদন্তি জানিয়ে দিয়েছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টটিই হবে তাঁর কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেইমত অনুরাগীদের শুভেচ্ছা কুড়িয়ে আজ মাঠে নেমেছেন তিনি। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে উইকেটসংখ্যা ৭০০ ছুঁয়েছে আগেই। শেষ টেস্টে তাকে আর কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি, সেদিকেই এখন তাকিয়ে সকলে। অ্যান্ডারসনের দীর্ঘ সময়ের বোলিং জুটি স্টুয়ার্ট ব্রড কেরিয়ারে ইতি টেনেছিলেন গত বছরের অ্যাসেজের পর। এই টেস্টের পর অ্যান্ডারসন’ও সরে দাঁড়ালে নিশ্চিতভাবেই অবসান ঘটবে ইংল্যান্ড ক্রিকেটের একটা যুগের।

অ্যান্ডারসনের পরিসংখ্যান-

James Anderson and Virat Kohli | ভারত | Image: Getty Images
James Anderson and Virat Kohli | Image: Getty Images
ফর্ম্যাট ম্যাচ উইকেট সর্বোচ্চ বোলিং গড় ইকোনমি রেট ইনিংস ৫ উইকেট ম্যাচে ১০ উইকেট রান
Test ১৮৭ ৭০০ ৭/৪২ ২৬.৫২ ২.৭৯ ৩২ ০৩ ১৩৫৩
ODI ১৯৪ ২৬৯ ৫/২৩ ২৯.২২ ৪.৯২ ০২ ০০ ২৭৩
T20i ১৯ ১৮ ৩/২৩ ৩০.৬৬ ৭.৮৪ ০০ ০০ ০১

*ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে পর্যন্ত

অ্যান্ডারসনের কিছু রেকর্ড-

James Anderson | Image: Getty Images
James Anderson | Image: Getty Images
  • টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন (১৮৭)। সামনে কেবল শচীন তেন্ডুলকর (২০০)।
  • একমাত্র ফাস্ট বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন।
  • টেস্ট ক্রিকেটে ১০০০ রান ও ১০০ উইকেট নেওয়া বিরল ক্রিকেটারদের মধ্যে জেমস অ্যান্ডারসন একজন।
  • টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সংখ্যক বল ডেলিভারি করেছেন তিনি।
  • লর্ডসে ১১৯টি টেস্ট উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। কোনো একটি নির্দিষ্ট মাঠে এর চেয়ে বেশী উইকেট পেয়েছেন কেবল একজন। তিনি মুথাইয়া মুরলীধরণ। কলম্বোতে ১৬৬টি উইকেট রয়েছে তাঁর।

Also Read: ছয় বছর পর হার্দিকের প্রত্যাবর্তন টেস্ট ক্রিকেটে, অস্ট্রেলিয়ার মাঠে হয়ে উঠবেন ভারতের ব্রহ্মাস্ত্র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *