বছরের শুরুতে জয় দিয়েই অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। নিউ জিল্যান্ডকে ৪ উইকেটে পরাস্ত করে সহজ একটি জয় সুনিশ্চিত করে নিলো টিম ইন্ডিয়া। বুধবার ১৪ জানুয়ারি দ্বিতীয় ওডিআই ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউ জিল্যান্ড। আর এই ম্যাচের আগেই অবসরের ঘোষণা করে দিলেন তারকা খেলোয়াড়। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা ঘোষণা করতে চলেছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটের অন্যতম কিংবদন্তি তারকা।
তিনি আর কেউ নন, তিনি হলেন আট বারের আইসিসি খেতাব জয়ী উজ্জ্বল তারকা অ্যালিসা হিলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানা নোর কথা জনিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে ভারতের বিরুদ্ধেই ঘরের মাঠে খেলতে নামবে অস্ট্রেলিয়া। আর সেই সিরিজেই ক্যারিয়ার সমাপ্ত করতে চলেছেন হিলি। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করতে করতে মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি, যে কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিতে পিছু পা নন হিলি।
অবসর নিতে চলেছেন কিংবদন্তি অজি তারকা

প্রসঙ্গত, গত কয়েক মাস তাঁর জন্য বেশ কঠিন সময় ছিল। সেই কারণের জন্য তিনি চলতি বছরে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের মাটিতে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ খেলেই কেরিয়ারের ইতি টানবেন। একটি জনপ্রিয় ক্রিকেট পডকাস্টে নিজের সিদ্ধান্তের কথা প্রকাশ করে হিলি বলেন, “অবসর নেওয়ার সিদ্ধান্ত সহজ নয়। কিন্তু শেষ কয়েক বছর শরীরে বাসা বেঁধেছে চোট, যে কারণে শরীর ও মনের উপর ক্রমাগত চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে। তাছাড়া, আমার সতীর্থ ও ভক্তদের সামনে শেষ ম্যাচ খেলার এক সুযোগ রয়েছে যেটি অত্যন্ত আবেগের।“
মজার ছলে তিনি আরও জানান, তাঁর স্বামী তথা অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) গল্ফে ভালো করছেন, তাই এখন তাঁকে টেক্কা দিতেই নাকি নতুন করে সময় দিতে হবে।আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ ও একটি টেস্ট রয়েছে। এই সিরিজই হবে অ্যালিসা হিলির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায়। পরিসংখ্যানের দিক থেকেও হিলির কেরিয়ার অত্যন্ত সমৃদ্ধ। দেশের হয়ে তিনি ১০ টেস্টে ৩০.৬ গড়ে বানিয়েছেন ৪৮৯ রান, ১২৩ ওডিআই ম্যাচে ৩৬ গড়ে ৩৫৬৩ রান এবং ১৬২ টি-টোয়েন্টি ম্যাচে ২৫.৪ গড়ে বানিয়েছেন ৩০৫৪ রান।