গত বছরের বিশ্বকাপের (ICC World Cup) মাত্র ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা বোলার। কিন্তু টুর্নামেন্ট মিটতেই চোটের কারণে ছিটকে যান তিনি। গোড়ালির সমস্যার কারণে অস্ত্রোপচার অবধি করাতে হয় তাঁকে। লম্বা সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে। সব ধরণের ক্রিকেট থেকে বিশ্রামে ছিলেন তিনি। চলেছে রিহ্যাব। অবশেষে তাঁকে প্রত্যাবর্তনের জন্য সবুজ সংকেত দিয়েছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞরা। তবে ভারতীয় দলে ফেরানোর আগে ঘরোয়া ক্রিকেটের আঙিনায় শামি’র (Mohammed Shami) ফিটনেস পরখ করে নিতে চান নির্বাচকেরা। আপত্তি করেন নি তারকা ফাস্ট বোলার। অংশ নিয়েছেন রঞ্জিতে। বাংলার হয়ে খেলছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও।
Read More: WTC Final: টেস্ট শ্রেষ্ঠত্বের দাবীদার এই দুই দেশ, তীরে এসে তরী ডুবছে টিম ইন্ডিয়া’র !!
শামি-রোহিত বাগ্বিতণ্ডা চরমে-
অস্ট্রেলিয়ার মাটিতে চলছে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)। দুটি টেস্টের পর ফলাফল ১-১। পার্থ-এ ভারত জিতলেও অ্যাডিলেডে সমতা ফেরাতে সক্ষম হয়েছে অজি শিবির। এখনও বাকি তিনটি ম্যাচ। বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রাণাদের মত পেসার’রা রয়েছেন ভারতীয় স্কোয়াডে। তবুও ব্রিসবেন, মেলবোর্ন বা সিডনির জন্য কি উড়িয়ে নিয়ে যাওয়া হবে মহম্মদ শামি’কে (Mohammed Shami)? গতকাল সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিলো রোহিত শর্মা’কে। ভারত অধিনায়ক হেঁয়ালি জিইয়েই রাখলেন। তিনি জানান, “ও লম্বা বিরতির পর মাঠে ফিরছে। মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় ওর হাঁটু ফুলে গিয়েছিলো। ওকে সবসময় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আমরা ঝুঁকি নিতে চাই না। যদি ও ফিট হয়ে যায় তাহলেই ভারতীয় দলে ফিরিয়ে আনা হবে। শামির উপর কোনো বাড়তি চাপ আমরা সৃষ্টি করতে রাজী নই।”
শামির (Mohammed Shami) ফিটনেস নিয়ে অধিনায়ক যে এখনও সন্দিহান তা স্পষ্ট রোহিতের (Rohit Sharma) মন্তব্যে। কিন্তু বাংলার পেসার নিজে, নিজেকে ১০০ শতাংশ ফিট বলেই মনে করছেন। সংবাদমাধ্যম দৈনিক জাগরণে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয়েছে যে ফিটনেস ইস্যুতে রোহিতের সাথে শামি’র একপ্রস্থ বাদানুবাদ’ও হয়েছে ইতিমধ্যে। “এনসিএ-তে থাকাকালীন রোহিতের সাথে দেখা করে শামি। তখন (নিউজিল্যান্ডের বিরুদ্ধে) প্রথম টেস্ট চলছিলো। বৈঠক চলাকালীন তীব্র বাগ্বিতণ্ডা হয় দুজনের মধ্যে। রোহিতের কাছে যখন জানতে চাওয়া হয়েছিলো শামি’র শারীরিক অবস্থা ও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর খেলার বিষয়ে, তখন তিনি যে মন্তব্য করেছিলেন,তা নিয়েই আপত্তি ছিলো শামি’র।” এর আগেও শামি’র হাঁটু ফুলে যাওয়ার কথা সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন রোহিত। মনে করা হচ্ছে তাতেই চটেছেন তারকা পেসার।
বাংলা’কে কোয়ার্টার ফাইনালে তুললেন শামি-
মহম্মদ শামি (Mohammed Shami) আদৌ অস্ট্রেলিয়াগামী বিমানে উঠবেন কিনা তা নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য নেই কারও কাছে। তবে সেই অনিশ্চয়তা তাঁর মাঠের পারফর্ম্যান্সে প্রভাব ফেলে নি। আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সৈয়দ মুস্তাক আলি ট্রফির (SMAT) প্রি-কোয়ার্টার ফাইনালে অনবদ্য খেলে বাংলাকে জয় এনে দিলেন তিনি। বোলিং-এর চেয়ে আজকের ম্যাচে ব্যাট হাতেই বেশী উজ্জ্বল তিনি। শেষ ওভারে সন্দীপ শর্মার বিরুদ্ধে বেশ কয়েকটি বড় শট খেলেন তিনি। অপরাজিত থাকেন ১৭ বলে ৩২ রান করে। মূলত তাঁর ক্যামিওর সৌজন্যেই ১৫৯ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছিলো বাংলা। বল হাতে একটি উইকেট পেয়েছেন তিনি। তবে আজ বাংলার জয়ের মূল নায়ক সায়ন ঘোষ (Sayan Ghosh)। পেস তারকা ২৭ রানের বিনিময়ে নেই ৪ উইকেট। শেষ ওভারে ১১ রান দরকার ছিলো চণ্ডীগড়ের। ৭-এর বেশী খরচ করেন নি তিনি।
দেখুন শামি’র ব্যাটিং বিক্রম-
MOHAMMED SHAMI MADNESS WITH BAT IN SYED MUSHTAQ ALI KNOCK-OUTS. 🤯👌 pic.twitter.com/rAG0bAPPSF
— Johns. (@CricCrazyJohns) December 9, 2024
Also Read: IND vs AUS: ‘দোষী’ সাব্যস্ত সিরাজ-হেড, তৃতীয় টেস্টে হতে পারেন নির্বাসিত !!