akhtar-on-virat-kohli-regaining-form

সময়টা ভালো কাটছে না বিরাট কোহলির (Virat Kohli)। ব্যাট হাতে লম্বা সময় তাঁকে দেখা যায় নি চেনা ছন্দে। বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে রান পান নি ভারতীয় মহাতারকা। পছন্দের অস্ট্রেলীয় পিচেও মুখ থুবড়ে পড়েছেন তিনি। বর্ডার-গাওস্কর ট্রফির নয় ইনিংসে করেছেন মাত্র ১৯০ রান। গড় ২৩.৭৫। পার্‌থ-এর অপরাজিত ১০০ রানের ইনিংসটি বাদ দিলে আরও হতশ্রী দেখায় পরিসংখ্যান। আট বার আউট হয়েছেন বিরাট (Virat Kohli)। প্রত্যেকবার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে বা ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে এসেছেন উইকেটরক্ষক বা স্লিপ ফিল্ডারদের হাতে। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। আইসিসি টুর্নামেন্টে সুদিনফিরবে কোহলির? সন্দিহান ক্রিকেটদুনিয়া। চাপে থাকা মহাতারকা’কে ছন্দে ফেরার পরামর্শ দিলেন পড়শি দেশের কিংবদন্তি শোয়েব আখতার (Shoaib Akhtar)।

Read More: CT 2025: নিশ্চিত নন কামিন্স, ফিরছেন হ্যাজলউড, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার !!

কোহলি প্রশ্নের মজাদার উত্তর আখতারের-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

মধ্যপ্রাচ্যে চলছে আইএলটি-২০ টুর্নামেন্ট (ILT20)। ধারাভাষ্য করার জন্য সেখানে রয়েছেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস তক’কে এক দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট কোহলির (Virat Kohli) অফ ফর্ম নিয়ে মুখ খোলেন তিনি। কি করলে অন্ধকার অধ্যায়কে পিছনে ফেলে আলোর সন্ধান পাবেন টিম ইন্ডিয়ার মহাতারকা? ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে প্রশ্ন করেছিলেন সাংবাদিক। উত্তরে খানিক মজার ছলেই শোয়েব (Shoaib Akhtar) বলেন, “যদি বিরাট কোহলির ঘুম ভাঙাতে চান তাহলে ওকে গিয়ে বলুন যে পাকিস্তানের বিরুদ্ধে একটা ম্যাচ রয়েছে। তাহলেই ও জেগে উঠবে। মেলবোর্নে (২০২২ টি-২০ বিশ্বকাপে) কি একখানা ইনিংস খেলেছিলো মনে আছে? আশা করছি এবার বাবর আজম’ও ভালো পারফর্ম করবে।”

আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠেই মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। চ্যাম্পিয়ন্স ট্রফির আঙিনায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের অপেক্ষায় রয়েছেন শোয়েব আখতার। স্পোর্টস তক’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আশা করি একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। কোহলি ও বাবর দুজনেই রান পাবে। শাহীন (শাহ আফ্রিদি) পাকিস্তানের হয়ে জ্বলে উঠবে। জসপ্রীত (বুমরাহ) ভারতের হয়ে ভালো খেলবে। উপভোগ্য হবে বিষয়টি।” তরুণ ওপেনার সাইম আইয়ুবের (Saim Ayub) চোট ভোগাবে পাকিস্তানকে, মনে করছেন শোয়েব। মুখ খুলেছেন যশস্বী জয়সওয়ালকে নিয়েও। “ও খুবই প্রতিভাবান খেলোয়াড়। অস্ট্রেলিয়াতে কঠিন পরিস্থিতিতে যেভাবে রান করেছে, কুর্নিশ ওকে,” বলেছেন ক্রিকেটদুনিয়ার দ্রুততম বোলার।

পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে ওঠেন কোহলি-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

বিরাট কোহলি (Virat Kohli) যে ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা ভালো করেই জানে পাকিস্তান। কূটনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ বহুদিন। কেবলমাত্র বহুদলীয় টুর্নামেন্টগুলিতেই মুখোমুখি হয় উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তি। সাম্প্রতিক অতীতে টিম ইন্ডিয়ার একপেশে দাপটের অন্যতম কারণ বিরাট কোহলি (Virat Kohli)। একদিনের ক্রিকেটে পড়শি দেশের বিরুদ্ধে ১৬টি ম্যাচ খেলেছেন তিনি। ৫২.১৫ গড়ে করেছেন ৬৭৮ রান। এর মধ্যে ২০১৩ সালে ঢাকায় করা ১৮৩ রানের ধুন্ধুমার ইনিংসটিও রয়েছে। এছাড়া গত এশিয়া কাপেও পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। টি-২০তে ১১টি ম্যাচে বাবর-শাহীনদের মুখোমুখি হয়েছেন তিনি। ৭০.২৩ গড়ে করেছেন ৪৯২ রান। ২০২২-এর টি-২০ বিশ্বকাপে তাঁর অবিশ্বাস্য ৮২* রানের ইনিংসটি স্থান করে নিয়েছে ক্রিকেট রূপকথার পাতায়।

Also Read: “একজন নির্ভীক মানুষ…” যোগরাজ সিং-এর ভোলবদল, প্রশংসায় ভরালেন MS ধোনি’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *