ajit-agarkar-took-a-big-decision-made-ms-dhoni-the-mentor-of-team-india-for-the-wc 2023

২০২৩ সালে ক্রিকেটের মরশুম , আর এই মরশুমে টিম ইন্ডিয়া সামনে রয়েছে বড় দুটি কাপ জয়ের  সুযোগ। আগামী ৩০শে আগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2023), আর তারপরেই অক্টোবর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ ২০২৩ (WC 2023) । দীর্ঘ ১০ বছর আইসিসির (ICC) কোনো প্রকার ট্রফি হাতে লাগাতে পারেনি টিম ইন্ডিয়া। ২০১৩ সালে শেষবারের মতন আইসিসি ট্রফি জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া, সে সময় ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), আর এবার ট্রফি জিততে এমএস ধোনির স্মরণে আসতে চলেছেন টিম ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar)।

Read More: Asia Cup 2023: এশিয়া কাপের সূচি দেখে মাথা খারাপ আমজনতার, ভারত-পাকিস্তানের ম্যাচ গেল গুলিয়ে !!

ধোনি হচ্ছেন টিম ইন্ডিয়ার মেন্টর

Ms dhoni
MS Dhoni | Image: Getty Images

অজিত আগরকারকে টিম ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাচক হিসাবে নিযুক্ত করা হয়েছে, তখন থেকেই তাকে অন্য রঙে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়াকে। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যে তিনি ওয়েস্ট ইন্ডিজ উড়ে গিয়েছেন ক্যাপ্টেন রোহিত ও কোচ দ্রাবিড়ের সাথে বিশ্বকাপ ২০২৩ নিয়ে  আলোচনা করতে। তবে ইতিমধ্যে  আরও একটি খবর উঠে আসছে  যে, অজিত আগরকার শীঘ্রই ধোনিকে বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার  পরামর্শদাতা হিসাবে অন্তর্ভুক্ত করবেন।

যেহেতু ভারতের মাটিতেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ এবং  ভারতে খেলা বিশ্বকাপের নিরিখে এমএস ধোনির রেকর্ডও দুর্দান্ত, ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ ও দিয়েছিলেন মাহি। ওই বছর ভারতেই অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। তাই তাকে মেন্টর বানানোর  সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই (BCCI)। বর্তমানে, টিম ইন্ডিয়াতে এমন অনেক খেলোয়াড় রয়েছেন যারা এমএস ধোনির সাথে খেলেছেন। এমন পরিস্থিতিতে, বিসিসিআই যদি তাকে আসন্ন ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব দেয়, তবে এটি টিম ইন্ডিয়াকে অনেক শক্তি যোগাবে।

অভিজ্ঞতার ভান্ডার হলেন এমএস ধোনি

Virat Kohli and MS Dhoni, wc 2023
Virat Kohli and MS Dhoni | Image : Getty Images

আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন এমএস ধোনি , তার নেতৃত্বে যে কোন দল খুব ভালো পারফরম্যান্স করে। কিছুদিন আগেই চেন্নাইকে বিজয়ী করার অন্যতম ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। পাশাপাশি, ৩ আইসিসি টুর্নামেন্টে ভারতকে ট্রফি এনে দিয়েছেন ক্যাপ্টেন কুল । এর সাথে, টিম ইন্ডিয়া থেকে বাদ যাওয়া অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এমএস ধোনির মেন্টরশিপের কারণে আবারো ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন । এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়াতে এমএস ধোনির থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এমনকি ২০২১ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে এম এস ধোনিকে ভারতীয় দলের মেন্টর বানানো হয়েছিল। কিন্তু সে সময় ভারতীয় দলের পারফরমেন্স খুব বেশি ভালো করতে পারেনি।

Read Also: ট্রফি জয়ের খরা কাটছে বিরাট কোহলিদের, হেড কোচের পদে বসছেন রবি শাস্ত্রী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *