সময়ের সঙ্গে সঙ্গে তরুণ ক্রিকেটাররা জাতীয় দলে শূন্যস্থান পূরণ করে জায়গা করে নেন। অন্যদিকে অনেক তারকা ক্রিকেটারকে ফর্মে থাকা অবস্থাতেই অবসর ঘোষণা করে সরে দাঁড়ান । ইতিমধ্যেই রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। বর্তমানে তারা শুধুমাত্র ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চাইছেন। কিন্তু প্রধান নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar) এই দুই তারকাকে একদিনের দলের বাইরে করে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর আগে মহেন্দ্র সিং ধোনিকেও (MS Dhoni) জাতীয় দলের বাইরে করে দেওয়ার জন্য আওয়াজ তুলেছিলেন তিনি।
Read More: “ওদেরই দোষ ছিল..”, শ্লীলতাহানি কান্ডে অজি মহিলা ক্রিকেটারদের কাঠগড়ায় তুলে বিতর্কে কৈলাস বিজয়বর্গী !!
কোণঠাসা রোহিত-বিরাট-

২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) জন্য বিসিসিআই (BCCI) ইতিমধ্যেই দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি আসন্ন বিশ্বকাপের পরিকল্পনায় থাকবেন কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। কারণ প্রধান নির্বাচক অজিত আকার এবং প্রধান কোচ গৌতম গম্ভীর তরুণ ক্রিকেটারদের ওপরেই বেশি ভরসা রাখতে চাইছেন। অস্ট্রেলিয়া সফরের আগে বড়ো সিদ্ধান্ত হিসাবে হিটম্যানকে সরিয়ে শুভমান গিলকে (Shubman Gill) একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিয়ে আসা হয়েছে।
তবে অজিদের বিরুদ্ধে দুরন্ত ফর্মে ব্যাটিং করে নিজেদের আবার প্রমাণ করেছেন রোহিত। তিনি ৩ ম্যাচে ২০২ রান সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। বিরাটও তৃতীয় ম্যাচে দুরন্ত ইনিংস খেলে দলকে জয় এনে দিতে সক্ষম হন। কিন্তু তাও এই দুই তারকা ব্যাটসম্যান আসন্ন বিশ্বকাপে খেলবেন কিনা তা নিশ্চিত নয়। অজিত আগারকার চাপ দিয়ে তাদের অবসরের সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারেন বলে অনেকেই মনে করছেন।
ধোনিকেও চেয়েছিলেন সরিয়ে দিতে-

২০১৫ একদিনের বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনালে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের সম্মুখীন হয়েছিল। এরপর পরবর্তী বিশ্বকাপের আগে ক্যাপ্টেন কুলকে একদিনের ক্রিকেট থেকে বাদ দেওয়ার বিষয়ে মতামত দিয়েছিলেন অজিত আগারকার (Ajit Agarkar)। তিনি সেই সময় বলেছিলেন, “এখন আপনি পরবর্তী বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন। দলকে নতুন করে আরও উন্নত করার চেষ্টা করছেন। ধোনির জন্য তার ক্যারিয়ার বর্তমানে শেষের দিকে এসে পৌঁছেছে।
তিনি প্রথম থেকেই বড়ো শট খেলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। অনেকটাই সময় নিচ্ছেন তিনি। তার জায়গায় অনেক ব্যাটসম্যান আছেন যারা ভালো করতে পারবেন।” এই রকম মন্তব্যে সেই সময় সমালোচনার ঝড় উঠেছিল। এখনও নেটিজেনরা উল্লেখ করছেন যে রোহিত-বিরাটের মতো কিংবদন্তি ব্যাটসম্যানরা জানেন তাদের কখন অবসর নিতে হবে। এই দুজনকে ক্রিকেট ভক্তরা ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলতে দেখতে চাইছেন।