অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচনের পর থেকেই রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) ভবিষ্যৎ নিয়ে চিন্তা শুরু হয়েছে। রোহিত শর্মাকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে শুভমান গিলকে (Shubman Gill) দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। শুভমান গিল এখন ভারতের টেস্ট এবং ওডিআই দলের ক্যাপ্টেন। শুভমানের নেতৃত্বেই খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজটাই কি শেষ সিরিজ হবে রোহিত-কোহলি ? এমনটাই প্রশ্ন উঠছে সমাজ মাধ্যমে। রোহিত ও কোহলি দুজনেই এখন আর টি-টোয়েন্টি ও টেস্টে খেলেন না। অস্ট্রেলিয়া সফরের জন্য যে ওডিআই দল ঘোষণা করা হয়েছে সেই দলে রোহিতকে শুধুমাত্র ওপেনার হিসাবে দেখতে পাওয়া যাবে।
অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন রোহিত-কোহলি

২০২৭-র বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানো হচ্ছে। সেখানে নেতৃত্ব দেবেন শুভমান গিল। ফলে রোহিতের দলে টিকে থাকা নিয়ে জল্পনা চলছে। সেটাকে আরও বাড়িয়ে দিল নির্বাচক প্রধান অজিত আগরকরের (Ajit Agarkar) মন্তব্য। রোহিত এখন ৩৮ বছর বয়সী। বিশ্বকাপের সময় ৪০ বছরে পা দেবেন রোহিত। অন্যদিকে কোহলির বয়স তখন ৩৯ এর ধারেকাছে থাকবে। যে কারণে দুজনের ফর্ম ও ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাবে। অস্ট্রালিয়া সফরে রোহিত ও বিরাট কেমন খেলে তার উপর প্রশ্ন থাকবে। অস্ট্রেলিয়া সফর নিয়ে বড় মন্তব্য করেছেন অজিত আগারকার (Ajit Agarkar)। মন্তব্য করে তিনি বলেছেন, “ওরা অস্ট্রালিয়ায় দলের সঙ্গে রয়েছে। দুজনেই অসাধারণ খেলোয়াড়। তবে আগামী দুবছর কি হবে তা এখন বলা কঠিন।“
Read More: IND vs SA সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করলো বোর্ড, ২৯ বছরের এই খেলোয়াড় পেলেন ক্যাপ্টেনসি !!
বড় বয়ান দিলেন আগারকার

আগরকর আরও বলেছেন, “ওরা অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে আছে। ওরা দুজনেই অসাধারণ প্লেয়ার। কিন্তু দু’বছর পর কী পরিস্থিতি হবে এখনই বলা কঠিন। কে জানে, নতুন প্লেয়াররা এসে ওদের জায়গা দখল করে নেবে কি না। দুজনেই ভালো প্লেয়ার, প্রতি ম্যাচে ওদের পরীক্ষা দিতে হবে না। আবার এটা ভাবলেও ভুল হবে, অস্ট্রেলিয়া সফরে তিনটি সেঞ্চুরি করলেই ২০২৭-র বিশ্বকাপে খেলবে। আমাদের সব পরিস্থিতি ভেবে দেখতে হবে।“
প্রধান কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir) ঠিক একই কথা বলেছেন। উইন্ডিজ দের বিরুদ্ধে সিরিজ জয়ের পর গম্ভীর বলেছিলেন, “৫০ ওভারের বিশ্বকাপের জন্য এখনও অনেক সময় বাঁকি রয়েছে। পায় আড়াই বছর বাঁকি, আমার মতে এখন বর্তমান নিয়ে ভাবাটাই শ্রেয়। দুজনেই বিশ্ব মানের খেলোয়াড়। অস্ট্রেলিয়ায় ওদের অভিজ্ঞতা কাজে লাগবে। আশা করি, দুজনেই অস্ট্রেলিয়ায় সফল হবে।” আর যদি সফল না হয়? তাহলে কি এটাই তাদের শেষ সিরিজ ?