টিম ইন্ডিয়ার (Team India) হয়ে বহুবার ক্রাইসিস ম্যানের ভূমিকা পালন করেছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। দেশে হোক বা বিদেশে, দল যখনই বিপদে পড়েছে, ব্যাট হাত দাঁড়িয়েছেন ঢাল হয়ে। লর্ডসের বাইশ গজে শতরান করেছেন, তিন অঙ্কের মাইলস্টোন ছুঁয়েছেন মেলবোর্নের ঐতিহাসিক এমসিজি’তেও। তারপরেও রয়ে গিয়েছেন খানিক ‘উপেক্ষিত’ই। ২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে কোহলির অনুপস্থিতিতে নেতার দায়িত্ব উঠেছিলো রাহানের (Ajinkya Rahane) কাঁধে। তারকাদের না থাকা, চোট-আঘাতের ধাক্কা সহ্য করেও তাঁর মগজাস্ত্রই দলকে এনে দিয়েছিলো টেস্ট সিরিজ জয়ের গৌরব। কিন্তু পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে কখনও ভাবাই হয় নি তাঁকে। এমনকি বাদও দিয়ে দেওয়া হয়েছে জাতীয় দল থেকে। কেরিয়ারের ওঠাপড়া, সাফল্য, ব্যর্থতা, আক্ষেপের মত নানা বিষয় নিয়ে অবশেষে মুখ খুললেন রাহানে।
Read More: ৪, ৬, ৪, ৬, ৪…ব্যাটিং তাণ্ডব অভিষেক শর্মা’র, রঞ্জি ট্রফিতে করলেন দুর্দান্ত শতরান !!
ক্রিকেটই আমার পি আর, বলছেন রাহানে-

‘আন্ডাররেটেড’ শব্দটি যেন আঠার মত আটকে রয়েছে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) গায়ে। এর জন্য তিনি নিজেই খানিক দায়ী। সংবাদমাধ্যম এক্সপ্রেস স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে স্বীকারই করে নিলেন তারকা ক্রিকেটার। জানান, “আমি সবসময়ই একটু লাজুক প্রকৃতির। আমার ফোকাস সবসময় থাকে ক্রিকেট খেলে সোজা বাড়ি ফেরার দিকে। কেউ আমায় বলে নি যে কিছু কিছু জিনিস ভবিষ্যতে প্রয়োজন পড়বে। আজও আমার খালি মনে হয়, ‘ক্রিকেট খেলো আর বাড়ি যাও।’ এখন অনেকেই আমায় মুখ খুলতে বলেন। খবরের শিরোনামে থাকতে বলেন…আসলে আমার কোনো পিআর টিম নেই। আমার একমাত্র পিআর আমার ক্রিকেটই। আমি বুঝতে শিখেছি যে খবরে থাকতে পারাটা গুরুত্বপূর্ণ। না হলে সবাই মনে করেন যে আমি (ক্রিকেটের) বৃত্তে নেই।”
২০২১ সালে প্রথমবার জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। ১৬ মাস ঘরোয়া ক্রিকেটে ঘাম ঝরানোর পর ডাক আসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। একা কুম্ভ হয়ে লড়াই করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু ২০২৩-এর অগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থ হতেই ফের ছেঁটে ফেলেন নির্বাচকেরা। এখনও পান নি প্রত্যাবর্তনের সুযোগ। তবুও কিসের আশায় লড়ে যাচ্ছেন? প্রশ্নের জবাবে রাহানে (Ajinkya Rahane) জানান, “টেস্ট ক্রিকেট। আমার মধ্যে এখনও আগুন রয়েছে। আমি রঞ্জি খেলছি এই মুহূর্তে। মুম্বই দলের হয়ে নিজের সবটুকু দিতে চাই। আমি আরও একটা কামব্যাক করতে চাই, সেটাই আমার একমাত্র লক্ষ্য। যখন আমায় বাদ দেওয়া হয়েছিলো কিছু বছর আগে, আমি রান করেছিলাম এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে দলে ফিরেছিলাম। কিন্তু ফের বাদ পড়ি। আমার হাতে কোনটা রয়েছে? কেবল খেলাটাই।”
কেন বাদ? আজও জানেন না রাহানে-

ভালো খেলার পরও কেন বাদ দেওয়া হলো তাঁকে? প্রশ্নের উত্তর জানা নেই অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। সাক্ষাৎকারে বলেছেন, “যখন একজন অভিজ্ঞ ক্রিকেটার কামব্যাক করেন তাঁকে অন্তত ২-৩টি সিরিজ দেওয়া হবে বলে আশা করা হয়। আমি জানতাম দক্ষিণ আফ্রিকাতে পরিস্থিতি চ্যালেঞ্জিং হবে এবং সুযোগ পাবো বলে আশা করেছিলাম। এতদিন (দলের) সেবা করার পরও ডাক না আসায় সত্যিই খারাপ লেগেছিলো।” “আমি এমন একজন মানুষ নই যে কিনা গিয়ে সরাসরি প্রশ্ন করবে ‘কেন বাদ পড়লাম?’ আমায় কিছু জানানো হয় নি। অনেকেই গিয়ে কথা বলতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আলোচনা তখনই হতে পারে তখন অপরপ্রান্তের মানুষটি তার জন্য প্রস্তুত। না হলে যুদ্ধ করে লাভ নেই। অভিযোগ করারও কোনো মানে নেই। যা আমার হাতে আছে সেটাই করতে পারি। আশা রাখছি প্রত্যাবর্তনের,” সংযোজন তাঁর।
Also Read: CT 2025: অনুশীলনে ‘আহত’ হলেন ঋষভ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার ভাবনায় এই উইকেটরক্ষক !!