১২ বছরে যা হয় নি ঠিক সেটাই ঘটেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ)। ঘরের মাঠে টেস্ট সিরিজ খুইয়েছে রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারত। শুধু পরাজিত হয় নি, বরং ০-৩ ফলে হোয়াইটওয়াশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে তারকাখচিত টিম ইন্ডিয়াকে (Team India)। হোমগ্রাউন্ডে এভাবে নাস্তানাবুদ হয়ে শেষবার ভারত হেরেছিলো ২০০০ সালে। ২৪ বছর অর্থাৎ ঠিক দুই যুগ পর ফের সেই কলঙ্কের দাগ লেগেছে ‘মেন ইন ব্লু’র গায়ে। কিউইদের বিপক্ষে বিপর্যস্ত হয়ে টেস্ট র্যাঙ্কিং-এ এক থেকে দুই নম্বরে নেমে গিয়েছে দল। একইসাথে ২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পৌঁছানোর রাস্তাটাও অনেকখানি কঠিন হয়ে গিয়েছে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) জন্য। সমালোচনার ঝড় ক্রিকেটারদের নিয়ে। কটাক্ষের তীর ধেয়ে আসছে নয়া কোচ গম্ভীরের দিকেও।
Read More: CT 2025: “ভারত’কে বাদ দিয়ে হোক চ্যাম্পিয়ন্স ট্রফি…” পাক ক্রিকেটজনতার দাবী হেসেই ওড়ালো নেটদুনিয়া !!
রোহিত ও ভারতের পাশেই দাঁড়ালেন জাদেজা-
বেঙ্গালুরুতে কিউইরা পেস’কে অস্ত্রকে ধরাশায়ী করেছিলো ভারতকে (Team India)। পুণে ও মুম্বইতে তাঁরা অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলো স্পিন’কে। মিচেল স্যান্টনার (Mitchell Santner) বা আজাজ প্যাটেলদের (Ajaz Patel) বিপক্ষে অসহায় দেখিয়েছে কোহলি, সরফরাজ খান’দের। উপমহাদেশের ব্যাটাররা স্পিন সহজে খেলে, যে মিথ এতদিন চালু ছিলো ক্রিকেটমহলে তা যেন চুরমার হয়েছে টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটারদের পারফর্ম্যান্সে। একইসাথে অধিনায়ক রোহিত (Rohit Sharma) সহ বেশ কয়েকজন ক্রিকেটারের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। কঠিন সময়ে তাঁদের পাশেই এসে দাঁড়ালেন অজয় জাদেজা (Ajay Jadeja)। একটি বা দুটি সিরিজে কোনো ক্রিকেটারের দক্ষতা নির্ধারিত হয় না বলে জানিয়েছেন তিনি।
স্পোর্টসস্টার স্পোর্টস কনক্লেভে একটি আলোচনাসভায় যোগ দিয়েছিলেন অজয় জাদেজা (Ajay Jadeja)। টিম ইন্ডিয়ার সাম্প্রতিক পারফর্ম্যান্স নিয়ে মুখ খোলেন তিনি। নিরন্তর চলতে থাকা সমালোচনা সম্পর্কেও স্পষ্ট করেন মতামত। তিনি বলেছেন, “ঘুম থেকে জেগে ওঠার সময় হয়েছে এখন।” এরপরেই নিন্দুকদের দ্বিচারিতার দিকে ইঙ্গিত করে জাদেজা’র বক্তব্য, “আমরা এই বছরেই বিশ্বকাপ (টি-২০ বিশ্বকাপ) জিতেছি। তখন আমরাই যেন সাফল্যের শীর্ষে ছিলাম। আমরাই সেরা দল ছিলাম। আমাদের অধিনায়কই সেরা ছিলেন। রোহিত শর্মা’র জন্য আমার খারাপ লাগে। (সমালোচকদের কাছে) হঠাৎ করে ও মোটা হয়ে গিয়েছে। এখনই নাকি নড়াচড়া করতে পারছে না।”
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী অজয়-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার দিনকয়েকের মধ্যেই অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফির দ্বৈরথে নামতে চলেছে টিম ইন্ডিয়া। পাঁচটি টেস্ট খেলবেন কোহলি-রোহিত’রা (Rohit Sharma)। ২২ তারিখে পারথ্-এর অপটাস স্টেডিয়ামে শুরু হচ্ছে লাল বলের লড়াই। পরবর্তী চারটি টেস্ট আয়োজিত হবে যথাক্রমে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে। কিউই বিপর্যয়ের ফলে ভারতের কাছে গুরুত্ব বেড়ে গিয়েছে বর্ডার-গাওস্কর ট্রফির। সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে পা রাখতে হলে অন্তত ৪-০ জিততে হবে তাদের। সাম্প্রতিক ফর্মের নিরিখে ‘মেন ইন ব্লু’কে নিয়ে বিশেষ আশাবাদী নন অধিকাংশ বিশেষজ্ঞই। কিন্তু স্পোর্টসস্টারের অনুষ্ঠানে উলটো সুর শোনা গেলো অজয় জাদেজার (Ajay Jadeja) গলায়। কঠিন চ্যালেঞ্জে সাফল্য পাবে রোহিতের (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারত, মনে করছেন তিনি।
অজয় জানান, “আমি মনে করি আমরা ভালো করবো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি পৌঁছে যাওয়ার মত ভালো হয়ত করবো না। কিন্তু আমরা সিরিজ জিতে ফিরতে পারি। আমরা তুল্যমূল্য বিচারে ভালো দল।” এর আগে ২০১৮-১৯ ও ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারিয়ে সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছিলো টিম ইন্ডিয়া (Team India)। আট বছরের মধ্যে এটি তৃতীয় অস্ট্রেলিয়া সফর ভারতের। সেই নিয়ে মন্তব্য করেছেন অজয়। বলেন, “আমাদের ক্রিকেট বদলে গিয়েছে। আগে প্রতি আট বছরে একটা অস্ট্রেলিয়া সফর হত। ফলে এক বা দুইজন ক্রিকেটারেরই সেখানে খেলার অভিজ্ঞতা থাকত। কিন্তু এখন প্রায়শই অস্ট্রেলিয়া যায় ভারত। ফলে অনেক ভালো প্রস্তুতি সারা যায়। যখন আপনার কিছু হারানোর নেই, তখনই আপনি সবচেয়ে বেশী ভয়ঙ্কর।”
Also Read: CT 2025: সায় নেই হাইব্রিড মডেলে, ভারতের বিরুদ্ধে এবার ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের !!