Hardik Pandya: বিশ্বকাপের সমাপ্তির পরেই ভারতীয় দলের মূল লক্ষ্য হলো টি-টোয়েন্টি ক্রিকেট। আপাতত ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ফেলেছে। সিরিজে ৪-১ ব্যাবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। অজি সিরিজ মিটতে না মিটতেই ভারতীয় দলকে উড়ে যেতে হবে দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়াকে তিনটি T20, তিনটি ODI এবং দুটি টেস্ট খেলতে হবে। এই সিরিজে সাদা বলের সিরিজে দলের সিনিয়র প্লেয়াররা বিশ্রাম নিয়েছেন তাই তরুণ প্লেয়ারদের নিয়েই নতুন অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অনুপস্থিতিতে অজিদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন এবং আসন্ন সিরিজেও তিনি নেতৃত্ব দেবেন।
Read More: Hardik Pandya: টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব থেকে নাম কাটা গেল হার্দিকের, T20 বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক ঘোষণা !!
হার্দিক’কে একহাত নিলেন জাদেজা

কিছুদিন আগেই সমাপ্ত হলো ক্রিকেট বিশ্বকাপ, আর এই মেগা ইভেন্টে দলের সহ-অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। তাকে আগামী বিশ্বকাপের জন্য ভারতীয় ক্যাপ্টেন হিসাবে ধরা হচ্ছিল, তবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বোলিং করতে গিয়ে পায়ে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায়। ২০২৪ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) আয়োজন ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে করতে চলেছে। হার্দিকের অলরাউইন্ডিং পারফরম্যান্স এই টুর্নামেন্টে বড়সড় ফারাক গড়ে দেবে বলেই মনে করা হচ্ছে। তবে তার চোট বাড়িয়ে দিল চিন্তা।
তবে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় ক্রিকেট দলে হার্দিকের অনুপস্থিতি নিয়ে বড়সড় মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা (Ajay Jadeja)। হার্দিককে (Hardik Pandya )প্রকাশ্যে অপমান করলেন জাদেজা। হার্দিককে ‘বিরল প্রীতিভা‘ বলেও খোঁচা দিয়েছেন জাদেজা। সাক্ষাৎকারে তিনি জানান, “হার্দিক পান্ডিয়া একটা বিরল প্রতিভা। সেকারণেই মাঠে ওকে খুব কম সময়ই দেখতে পাওয়া যায়। এটা খুবই বিরল এবং যথেষ্ট যথাযথই করছে।” ভারতের প্রয়োজনের সময়েই চোট পেয়ে দলের বাইরে থাকেন পান্ডিয়া। এবারের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর রিতিমতন ভারতীয় দলকে চাপের মুখে ঠেলে দেন।