কে এল রাহুলের (KL Rahul) ব্যাটিং অর্ডারে নিয়ে যেন পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে ভারতীয় দল। অগস্টে গৌতম গম্ভীর (Gautam Gambhir) কোচ হওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কর্ণাটকের ক্রিকেটার। একটিতেও পছন্দের পাঁচ নম্বরে খেলার সুযোগ পান নি তিনি। প্রথমটিতে তাঁকে নামানো হয়েছিলো ছয়ে, আর দ্বিতীয়টিতে ঠেলে দেওয়া হয়েছিলো সাত নম্বরে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও দেখা গেলো একই ছবি। রোহিত শর্মা’র (Rohit Sharma) অনুপস্থিতিতে তাঁকে তুলে আনা হয়েছিলো ওপেনিং-এ। কিন্তু এরপর মেলবোর্নে ফের পরিবর্তন করা হয় তাঁর পজিশন। ইনিংসের শুরুতে অধিনায়ককে জায়গা করে দিতে এক ধাপ নীচে, অর্থাৎ অনভ্যস্ত তিন নম্বরে পাঠানো হয় তাঁকে। ব্যাটিং অর্ডারের ‘মিউজিক্যাল চেয়ার’ সত্ত্বেও রান অবশ্য পেয়েছেন রাহুল (KL Rahul)।
Read More: ফর্ম ফেরাতে ভগবানের দরবারে ‘কিং কোহলি’, মাথা ঝুকে চাইলেন ইচ্ছা !!
বিরতি পাচ্ছেন না রাহুল-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) একটানা পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছেন কে এল রাহুল (KL Rahul)। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ডেলিভারির মুখোমুখিও হয়েছেন তিনি। ১০ ইনিংসে ২৭৬ রান করেছেন ৫৫২টি বল খেলে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজগুলি থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। ২০২২-এর পর এমনিতেই টি-২০তে দেখা যায় না রাহুল’কে (KL Rahul)। ক্রিকেট তারকা তিনটি একদিনের ম্যাচ থেকেও বিশ্রাম চেয়েছিলেন নির্বাচকদের কাছে। প্রাথমিক সম্মতিও নাকি মিলেছিলো বিসিসিআই-এর তরফে। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর যে শেষ মুহূর্তে বেঁকে বসেছে অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকিয়ে রাহুলকে ইংল্যান্ড সিরিজের তিনটি ম্যাচ খেলার নির্দেশ দিয়েছেন তাঁরা।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। ভারতের প্রথম ম্যাচ ২০ তারিখ প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে। ২৩ তারিখ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা। আর ২ মার্চ রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বৈরথ। স্কোয়াডে রাহুলের (KL Rahul) থাকা নিয়ে কোনো রকম প্রশ্ন নেই। কিন্তু প্রথম একাদশে আদৌ জায়গা হবে কিনা বা হলেও উইকেটরক্ষক হিসেবে তাঁকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। দস্তানা হাতে স্টাম্পের পিছনে দাঁড়ানোর দৌড়ে কর্ণাটকের তারকার সাথে সামিল ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনরাও। এমতাবস্থায় রাহুলের (KL Rahul) সমর্থনে সওয়াল করেছেন প্রাক্তনী দীনেশ কার্তিক (Dinesh Karthik)। তিনি জানিয়েছেন, “অতীত যে চিত্র তুলে ধরেছে তার উপর যদি আস্থা রাখি তাহলে আমার মনে হয়, (যেহেতু) বিশ্বকাপ;টা কে এল রাহুলের দারুণ কেটেছিলো তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওর’ই শুরু করা উচিৎ।”
IND vs ENG ওডিআই সিরিজের সূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু | সময় (IST) |
প্রথম ODI | ০৬/০২/২০২৫ | বিদর্ভ | দুপুর ১:৩০ |
দ্বিতীয় ODI | ০৯/০২/২০২৫ | কটক | দুপুর ১:৩০ |
তৃতীয় ODI | ১২/০২/২০২৫ | আহমেদাবাদ | দুপুর ১:৩০ |
ওয়ান ডে’তে ফিরছেন যশস্বী, সিরাজরা-
২২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে পাঁচটি টি-২০ খেলবে টিম ইন্ডিয়া। গত বছরের শেষ দিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কুড়ি-বিশের ফর্ম্যাটে যাঁরা সুযোগ পেয়েছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধেও মোটামুটি তাঁরাই থাকবেন দলে, ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) বা মহম্মদ সিরাজের (Mohammed Siraj) মত তারকাদের ঠাঁই হচ্ছে না ক্ষুদ্রতম ফর্ম্যাটে। যদিও সিরাজকে একদিনের ক্রিকেটে দেখা যাবে বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। এছাড়া বিকল্প ওপেনার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ডাক পেতে পারেন যশস্বী জয়সওয়াল’ও। ওয়াশিংটন সুন্দরকেও তিন ম্যাচের সিরিজে সুযোগ দিতে চলেছেন অজিত আগরকারেরা। কোহলি-রোহিতদের মত মহাতারকারা কি করবেন এখনও স্পষ্ট নয়। সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই থাকছেন না জসপ্রীত বুমরাহ। পিঠের চোট সারাতে বাড়তি সময় দেওয়া হচ্ছে তাঁকে।
Also Read: বিসিসিআই-এর অন্দরে অচলাবস্থা, পিছিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা !!