বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় লীগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023)। এই এই আইপিএল লীগের ক্রেজ এতটাই বেড়ে উঠেছে যে পৃথিবীর নানা দেশে শুরু হয়েছে একেরপর জনপ্রিয় লীগ। আইপিএলের আদলে এবার আরো একটি লিগ শুরু হতে চলেছে ভারতে। এই লিগের নাম হল আইভিপিএল (IVPL) অর্থাৎ ইন্ডিয়ান ভেটেরান প্রিমিয়ার লিগ যেখানে টিম ইন্ডিয়া এবং দেশ-বিদেশের অভিজ্ঞ খেলোয়াড়রা যারা তাদের দেশ থেকে অবসর নিয়েছেন তাদের দলকে খেলতে দেখা যাবে।
ভারতীয় দলের হয়ে খেলুক বা না ই খেলুক এই লীগে তাকে দেখা যাবে খেলতে। পাশাপাশি, বিশ্বের সব তারকা খেলোয়াড়কে এই লিগে খেলতে দেখা যাবে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে যারা অবসর নিয়েছেন তাদের ও দেখা যাবে এই লিগে, ৩৫ বছরের উর্ধে যেকোনো ব্যক্তি এই লিগে খেলার যোগ্যতা পাবেন। মোট ৬ টি দল থাকবে এই লিগে যার মধ্যে মোট ১৮ টি ম্যাচ খেলা হবে।
Read More: “বছরে দুবার হবে আইপিএল…”, IPL নিয়ে লীগ চেয়ারম্যান অরুণ ধুমল দিলেন বড় আপডেট !!
রায়না-যুবরাজদের মতন তারকাদের দেখা যাবে
ইন্ডিয়ান ভেটেরান প্রিমিয়ার লিগে টিম ইন্ডিয়ার প্রাক্তন অভিজ্ঞ ব্যাটসম্যান সুরেশ রায়না (Suresh Raina), বীরেন্দ্র শেবাগের (Virendra Sehwag) মতো খেলোয়াড়রা অন্তর্ভুক্ত হবেন। পাশাপাশি, অন্যান্য দেশের খেলোয়াড়রাও একই সাথে অংশগ্রহণ করবেন। দেখা যাবে, ক্রিস গেইল (Chris Gayle), ল্যান্স ক্লুসেনার (Lance Klusner), সনাথ জয়সুরিয়া (Sanath Jayasuriya), রস টেলরের (Ross Taylor) মতো খেলোয়াড়রা এই লিগে অংশ নেবেন। অর্থাৎ অবসর প্রাপ্ত খেলোয়াড়দের নিয়েই শুরু হবে এই টুর্নামেন্ট। যেমন সারা বিশ্বে তরুণ ক্রিকেটাররা আইপিএলে নিজেদের নাম করেছেন। সেই সাথে জায়ান্টরা এই লিগে তাদের শক্তি দেখাবেন। যেসব অভিজ্ঞ প্লেয়াররা বড় লিগে খেলার সুযোগ পায়নি তারাও খেলতে পারবেন।
১৭ নভেম্বর থেকে শুরু হবে IVPL
মোট ১৮ টি ম্যাচ খেলা হবে আইপিএলের আদলে আইভিপিএল লিগে। লিগের সব ম্যাচগুলি দেরাদুনে হবে। আইভিপিএলের প্রথম আসরে মোট ৬ টি দল থাকবে। দলগুলির নাম হল দিল্লি ওয়ারিয়র্স, ভিভিআইপি গাজিয়াবাদ, মুম্বাই লায়ন্স, রাজস্থান লিজেন্ডস, তেলেঙ্গানা টাইগার্স এবং ছত্তিশগড় সুলতানস।
একটি ভিন্ন ধরনের লিগ হতে চলেছে আইভিপিএলে, সেখানে ৩০ শতাংশ তারকা খেলোয়াড় প্রতিটি দলে খেলবেন। আর ৭০ শতাংশ নতুন খেলোয়াড় এবং তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে। আইপিএলের মত নিলাম পদ্ধতিতে আইভিপিএলের জন্য খেলোয়াড় নির্বাচন করা হবে। ১৭ ই নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই লিগের ফাইনাল ম্যাচটি হবে ২৮শে নভেম্বর।