টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মাসখানেক আগে থেকে থেকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান দল। গত বছরের এশিয়া কাপের শেষ চারে ভারতের বিপক্ষে জুটেছিলো লজ্জার হার। বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্নও পূরণ হয় নি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিদেশের মাঠে যথাক্রমে টেস্ট ও টি-২০ সিরিজে ৩-০ ও ৪-১ ফলে হারতে হয়েছিলো তাদের। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে কোনোক্রমে সিরিজ ড্র করেছিলো তারা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেরে পিছিয়ে পড়ার পর সিরিজ জিতলেও ফের হারতে হয় ইংল্যান্ডের বিরুদ্ধে। কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলো আমেরিকা। কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup) আসরে তারকাখচিত পাক দলকে সুপার ওভার অবধি অপেক্ষা করিয়ে হারিয়ে দিলো তারা। আন্তর্জাতিক আসরে মাথা নীচু হলো বাবর-শাহীনদের।
মার্কিন যুক্তরাষ্ট্রের মত দলের বিরুদ্ধে পরাজয়ের পর ঘরে-বাইরে সমালোচনার পাহাড় জমা হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে। তাদের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) সম্ভাবনা নিয়েই উঠে গিয়েছে প্রশ্ন। এবার বাবর আজম (Babar Azam), ফখর জামানদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেলো প্রাক্তন অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে (Shahid Afridi)। পাক টেলিভিশন চ্যানেল সামা টিভি’র এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন তিনি। বর্তমান পাক দলে কি একতার অভাব রয়েছে? জানতে চাওয়া হয়েছিলো তাঁর থেকে। কোনো রকম রাখঢাক না করেই স্পষ্ট উত্তর দিয়েছেন আফ্রিদি। তিনি জানান, “দেখুন অনেকগুলো বিষয় থাকে। দল নির্বাচনের সময় মহম্মদ ওয়াসিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উনি অনেক কিছু জানেন। আমিও জানি। (আমির) সোহেল’ও জানে। অনেক কিছুই স্পষ্ট করে প্রকাশ্যে বলা যায় না।”
Read More: “আমি থাকলে ওয়ার্ল্ড কাপ জিতে…” বিশ্বকাপ ২০২৩’এর স্মৃতিচারণ করে ঋষভ পন্থ করলেন বড় মন্তব্য !!
বাবরদের নিয়ে খুশি নন আফ্রিদি-
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে শাহিদ আফ্রিদির জামাই শাহীন শাহ আফ্রিদিকে সরিয়ে বাবর আজমের হাতে নেতৃত্ব ভার ফেরানো হয়েছে। তাতে তিনি যে আদৌ খুশি নয় তা স্পষ্ট হয়ে প্রাক্তনীর মন্তব্যে। বলেন, “একজন ক্যাপ্টেন বড় ভূমিকা পালন করে। হয় ক্যাপ্টেন দলের পরিবেশটা খারাপ করে দেয়, নয়ত সেই দলটাকে তৈরি করে দেয়। আমি সেটাই বিশ্বাস করি। কোচেরা এখানে গৌণ। আসল ক্ষমতা অধিনায়কের হাতেই থাকে। ক্যাপ্টেনের কেবল ভালো কোচ ও ম্যানেজমেন্টের সাহায্য দরকার হয়। বাকি কাজটা তাঁরই থাকে।” শাহীন-বাবর বিতর্কে ঢুকতে না চেয়ে বলেন, “আমি এই নিয়ে মুখ খুলতে চাই না। শাহীনের সাথে আমার সম্পর্কটা এমনই যে আমি যদি কিছু বলি সবাই বলবে নিজের জামাইয়ের পক্ষ নিচ্ছি। আমি মোটেই তেমনটা নই। আমার ছেলে, মেয়ে, জামাই যেই হোক না কেন, ভুলটা ভুলই থাকে।“
এর পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দুষেছেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। যেভাবে বোর্ডের অন্দরে কার্যকলাপ চলেছে গত কয়েক বছরে তাতে আদতে দলের ক্ষতি হয়েছে বলেই মনে করছেন তিনি। সামা টিভি’র অনুষ্ঠানে চাঁচাছোলা ভাষায় তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমাদের সিলেকশন কমিটিরা, বোর্ড বড় বড় সব ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই বিশ্বকাপ মিটে খেলে খোলাখুলি কথা বলবো। কিন্তু এটুকু বলতে পারি যে এই দলটাকে খারাপ করেছে আমাদের নিজেদের বোর্ড আর নির্বাচক কমিটিই।” জাকা আশরাফ সরে যাওয়ার পর বর্তমানে পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন মহসীন নকভি। মহম্মদ আমির, ইমাদ ওয়াসিমকে ফিরিয়েছেন তিনি। কোচের দায়িত্ব তুলে দিয়েছেন গ্যারি কার্স্টেনের হাতেও। এর পরেও ভুলচুক যে রয়েই গিয়েছে তা স্পষ্ট আফ্রিদির মন্তব্যে।
দেখে নিন কি বলেছেন আফ্রিদি-
“World Cup hojae ga phir mai khul k bolu ga.” – Shahid Afridi pic.twitter.com/pgjI0NtO9J
— Usama Zafar (@Usama7) June 8, 2024